পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ ۹ د: কাপড়টা খুলিয়া গিয়াছে, নীচে আণ্ডারওয়ার । রাজেন হাপাইতে ইপিাইতে বলিল—“এ গোর ” সেই ফাজিল ছেলেটা হন্ত্রের সংক্ষিপ্ততা লক্ষ্য করিয়া বলিল—“হাইল্যাণ্ডার গোরা বলুন !”. rr গণশ ফিরিয়াই আবার ডুব দেওয়ায় পিছনে পড়িয়া গিয়াছিল ; অৰ্দ্ধমুত অবস্থায় উঠিয়া আসিল । গোরাচাদেরই অনুরূপ, বাড়তির মধ্যে মাথায় একটা ছোট কচুরিপানার চুড়া । সেই ছেলেট পেছন থেকে সন্ত্রমের স্বরে বলিল— “কম্যাণ্ডার-ইন-চীফ ” “উঠেচে, উঠেচে,—ওই দিকে-” শব্দ করিতে করিতে চারিদিকের লোক আসিয়া ভিড় করিয়া দাড়াইল । একজন বলিল—“কি বলচে – এরাও বরধাত্রী !...দড়ি , নিয়ে এসে ” অন্য একজন বলিল—“বরযাত্রীর নেই কি-না, ধরা পড়ে তাদের জায়গা দখল করে নিচ্ছে।” সেই দুষ্টবুদ্ধি ছোকরাটা সামনে আসিয়া বলিল—“আরে, তাদের যে আমি ইষ্টিশানের দিকে যেতে দেখলাম। আর তাদের দেখলেই জগু-দ তক্ষুণি চিনে ফেলতো, না জগুদা ?” বলিয়া একটা অর্থপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিল। “দেখতেও হ’ত না, গলা শুনেই চিনতাম”—বলিয়া একবার তাহার দিকে কেমন একভাবে চাহিয়া, হঠাৎ নিজের গলাটা পরিষ্কার করিবার দরকার পড়ায় জগু-দা সরিয়া গেল । কস্তাকর্তা বলিলেন—“তুই যেতে দেখলি তাদের ?... তা হবে ; কয়েক জন চলে যাবে ব’লে তখন গো-ও ধরেছিল ...আর তারা ছিল ছ-সাত জন ।” গোরাচাদ বলিল—“পাচজন ছিলাম।” জগু-দা ফিরিয়া আসিয়া বলিল—“আর তাদের মধ্যে একজন তোংলা ছিল, সবচেয়ে হারাম...” গণশ তাড়াতাড়ি দম লইয়া বলিল—“এই যে মৰ্ম্মশাই, আন্মে রয়েচি ; বে-কেবজায় -.* "মা-আই-রি । আমনি তো-ত্তোতলা সেজে গেলে ।” কস্তাকর্তা বলিলেন—“কিন্তু অত তোংলা তো ছিল না !" দুই-তিন জন ধূর্জামি করিয়া বলিয়া গেল— “একজন বোবা ছিল " , ,

  • ७कखन-cषांना श्लि ” “একটা খোড়া ছিল।” "ত এখনও হতে পারে।” কস্তাকর্তা প্রশ্ন করিলেন—“বরযাত্রী, তো ওদিকে ৰি করছিলে সব I* -

তিনজনে পরস্পরের মুখ চাওয়াচাঙনি করিতে লাগিল। রাজেন গণ শাকে একটু ঠেলিয়া বলিল—“বল না রে ” গণশ মুখটা খিচাইয়া বিরক্তভাবে কহিল—“জারে ত্বং, আমার কথা বে-ৰ্ব্বেশী আটকে যাচ্চে, বি-ব্বিশ্বাস করবে না।” - গোরাচাদ কহিল—“রাজেন বললে - দিব্যি খাওয়ালে ভদলোকেরা, যাক,–তিলোচন বোধ হয় এতক্ষণ বাসরঘরে গান ধরেচে, বাড়ির পিছনে, দিব্যি নিরিবিলিতে...” রাজেন জোগাইয়া দিল—“পুকুরধারটিতে বসে...” “... দব্যি নিরিবিলিতে পুকুরধারটিতে বসে একটু...” গণশ থাকিতে পারিল না, বলিল—“আমি ব-ধ্বললাম— থাক্ দ-দরকার কি ? মে-ম্মেয়ে ছেলেরা রয়েচেন...” গোরাচাদ গণশার দিকে একটা তিৰ্যক দৃষ্টি হানিল । একটু উপস্থিতবুদ্ধি খরচ করিয়া বলিল—“আমি বললাম —মেয়েছেলেরা গান ধরলেই উঠে পড়ব তখন,—তারা তো আমাদেরই বোনের তুল্য..." রাজেন বলিল—“মার পেটের বোনের...” - কন্যাকৰ্ত্ত গর্জন করিয়া উঠিলেন—“সব ধাপ্পাবাজি ।... কেউ গেল থানায় ?...রঘু।” রঘু বাগিদ পিছনেই দাড়াইয়াছিল ; বলিল—“এঙ্গে, এই যে আছি মুই।...আপনাদেরও যেমন হয়েচে কৰ্ত্ত—ঐসব কথা পেত্তয় করেন । আয়েস ক’রে গান শোনবার কি লন্দনকানন রে! সব একেলে সৌখিন ডাকাত,—দেখচেন না ।” রঘুর উপস্থিতিতে এবং কথাবার্তায় সবাই আরও ঘাবড়াইয়া গেল। রাজেন বলিল--“আচ্ছ, পুলিস ডাকবার আগে আমাদের কৰ্ত্তাদের . কাছে নিয়ে চলুন না একবার, র্তারা তো ভুল করবেন না।” গোরাচাদ বলিল—“ন-হয় বরের কাছে ।" কওঁ শালাইয়া উঠিলেন—“খবরদার, বরের কাছে যেন । না নিয়ে যাওয়া হয় ।” -