পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্সপ্লহায়ণ স্থত মিহি এবং ইহা কত মোটা বা সরু বুঝাইবার জন্য ডিনিয়র নামক ফরাসী ওজন সর্বত্র ব্যবহৃত হয়। প্রায় সওয়া ডিনিয়রে এক গ্রেণ হয়। প্রায় ৪৯২ গজ রেশম স্থতার ওজন যদি এক ডিনিয়র হয়, তাহ হইলে এই স্বতার মাপ ( অর্থাৎ কত মোটা) হইল ১ ডিনিয়র এবং ইহাকে ১ ডিনিয়র স্বতা বলে। ঐ পরিমাণ স্থতার ওজন রেশম রোন অপেক্ষা প্রায় তিনগুণ পরিমাণ ভাল, রেয়ন কখনই রেশমের সমকক্ষ হইতে পারে না। রেয়নের একটা বাহ চাকচিক্যে লোকে প্রথমে ভুলিয়া গিয়াছিল এবং অঙ্গলোকে এখনও ভোলে । য়েম্বনের সস্তা দামও ইহার কাটতির ধত বাড়িবে স্বতা তত মোট হইবে । সাধারণতঃ ১৪ ডিনিয়রের কম মাপের org مي ‘‘ سے 1صر সুতার প্রায় ব্যবহার নাই এবং ইহাও এত মিহি যে আমাদের তার্তারা ইহ{ প্রায় ব্যবহার করে না । আমাদের ޙަހ مسي. ਡਾ਼ੀ , go *۶ میبر চক্ৰপত্ৰণে র্তাতীরা সাধারণত: ৩০৩২ ডিনিয়র . স্বতার কাজ করে । স্নতার শক্তির | 二つト" گست ロー士二 o * পরিচয়ের জন্য ইহা কত ভার বহন করিতে পারে দেখিতে হয় । চিত্রে বঁ। দিকে খাড়া দাড়ির পাশে অঙ্ক স্থত। মাপের প্রতি ডিনিয়রে কত গ্রাম ওজন বহন করিতে পারে দেখাইতেছে । এক গ্র্যামের ওজন প্রায় ১৫০ গ্ৰেণ । রবারকে টানিলে লম্বা হয় কিন্তু ছাড়িয়া দিলে আবার ছোট হইয়া যত লম্বা ছিল সেইরূপ হয় । ইহার নাম স্থিতিস্থাপকতা । রেশম প্রভৃতি স্বতার স্থিতিস্থাপকতা গুণ কতক পরিমাণে আছে। কিন্তু রেশম স্বতাকে টানিয়া যদি খুব লম্বা করা হয় তাহা হইলে এই গুণ নষ্ট হয় এবং যত লম্বা হইয়াছে সেইরূপই থাকে এবং যখন আর টান সহ করিতে না পারে তখন ছিড়িয়া যায়। চিত্রের তলদেশে যে অঙ্ক আছে তাহাতে বুঝায় ছিড়িবার সময় মুতী শতকরা কত লম্বা হইয়াছে (লম্বমানতা )। লম্বমানতা যদি হয় শতকরা ২০, তাহা হইলে বুঝায় ষে ১• • হাত স্বতাকে টানিয়া ১২০ হাত করিলে তবে ছিড়িবে। চিত্রে স্বতা প্রথমে উপরে উঠিয়াছে এবং ক্রমে ডানদিকে বাকিয়াছে। এই বাকন স্থিতিস্থাপকতার পরিমাণ নির্দেশ করিতেছে । ইহার-বেশী লম্ব হুইলে স্থিতিস্থাপকতা नडे श्ब्र । * এখন চিত্র দেখিয়া সকলেই বুঝিতে পারিবেন, রেশম, তার এবং রেয়নের এই তিন গুণ কত তফাৎ। সকল গুণেই ☾ ኬmቅ *例 διό * or ఇariay or PrP ১ । রেশম, তসর ও রেয়নের তুলনা একটি কারণ। যাহারা রেশমের কদর বুঝে তাহারা রেয়নে প্রথমে ভুলিলেও আবার রেশমের দিকে ঝুঁকিয়াছে। বিলাত ও আমেরিকায় আবার রেশমের কাটতি বাড়িতেছে । আর লোকে যাহাতে রেশম মনে করিয়া রেয়ন কিনিয়া না ঠকে, সেইজন্য সভাসমিতি করিয়া রেশমের গুণের প্রচার কার্য্য আরম্ভ হইয়াছে। আমেরিকাই জাপানের রেশম স্থতার প্রধানবাজার। জাপান এই প্রচারের জন্য আমেরিকায় এক বড় দপ্তর খুলিয়াছে এবং জাপান হইতে কয়েক জন বিশিষ্ট ব্যক্তিকে এই কার্ঘ্যের জন্য পাঠাইতেছে। জাপান এই কার্ধে আমেরিকায় ১৮ লক্ষ ইয়েন এবং ফ্রান্স প্রভৃতি দেশে ২ লক্ষ ইয়েন ব্যয় করিবার বরাদ্ধ স্থির করিয়াছে। গত অক্টোবর মাসে প্যারিসে এক আন্তর্জাতিক রেশম-প্রচার-সমিতির অধিবেশন হইয়াছে। এইরূপ প্রচারের ফলে রেশমের কাটতি যে বহুগুণ বাড়িবে ইহা এক প্রকার নিশ্চয় করিয়াই বলা যাইতে পারে। যাহার রেশম উৎপাদনের বন্দোবস্ত করিতে পারিবে তাহারা বহু অর্থ উপার্জন করিবে। বঙ্গদেশ এই উপার্জনের অংশ পাইতে পারে কি-না তাহাই আলোচনা করিব। - রেয়ন প্রস্তুতপ্রণালী অল্পদিনের আবিষ্কার, ১৯২• শ্বধৰে ।