পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

میان ه . উন্নত প্রণালীতে বিভিন্ন কারখানায় করা হয়। পাকদারের (throwste ) কেবল পাকাই কাৰ্য্যই করে। পাকোয়ান স্থত। একেবারে যত লম্বা প্রয়োজন মলিতে ভরিয়া দেয়, তাতীরা সঙ্গে সঙ্গে এই স্বতা টানাম চড়াইয়া বুননকাৰ্য্য চালাইতে পারে। যেখানে রঙীন স্বতা দরকার সেখানে একেবারে রঙকরা স্থতা লইয়া কাৰ্য্য করে। কাধ্যের এইরূপ নানা বিভাগ হওয়াতে কাৰ্য্য নমুন-মাফিক উত্তমরূপে শীঘ্র শীঘ্র হয়। আমাদের তাঁতীরা এখনও সেই পুরাতন প্রথায় নিজেরাই স্বত ফেরাই, সাফাই, পাকাই, রঙাই প্রভূতি কাৰ্য্য করে বলিয়৷ কাৰ্য্য উত্তমরূপে একই নমুনা-মত হইতে পারে না, আর দেরিও যথেষ্ট হয়, কাজেই আজকাল তাহদের পারিশ্রমিক পোষায় না। তাহার উপর জাপান আমেরিকা প্রভৃতি সকল উন্নত দেশেই বিজুলী-চালিত তাতে বুনন হয়। বিজলীর সহিত হাতের প্রতিযোগিতা অসম্ভব । তসর, মুগা ও এণ্ডি তসরও রেশমের মত আর এক প্রকার পলু হইতে পাওয়া যায়। এই পলুর জীবনী তিন নম্বর চিত্রে দেখান হইল । ৩ । তসর পলুর জীবনী । ড ন দিকে উপরে চোকৃড় নীচে চোকড়া। বা দিকে ডালের উপর ডিমের স্ত,প ছোট ও বড় পলু এবং ডিম্বাকুতিগুটী ইহারা ফুল, আসান, অজুন প্রভূতি গাছের পাতা খায়। ইহাদিগকে রেশম পলুর মত ঘরে পালন করা যায় না, গাছে ছাড়িয়া দিতে হয়। ইচ্ছামত খাইয়া গুটী করে এবং গুটী সংগ্ৰহ করিম বিক্রয় করা হয়। তাতীরাই গুটি হইতে স্বতকাটাই করিয়া কাপড় বুনে। পাখী ইত্যাদিতে অনেক পলু নষ্ট করে, আর ছোটনাগপুর অঞ্চলের আবহাওয়াতেই এই প্রবাসী ; సిలి8O পলু পালন করা যায়, অক্ষত্র তেমন হয় না। এই সকল কারণে তসর পলুর পালনকাৰ্য্য কখনও বেশী বাড়িবে না। আসামের মুগাও একপ্রকার তসর । মুগা পলুও তসর পলুর মত বন্তভাবাপন্ন এবং গাছে ছাড়িয়া দিয়া পালন ৪। মুগা পত্র জীবনী। ডলে ডমের স্তুপ ও পর পাতার ভিতর তৈরি ওটা উপরে বা দিকে গুটী হইতে বাহির করিয়া দেখান পুত্তলি, নীচে চোকুড়া করিতে হয়। এই কাৰ্য্যও কখনও বাড়িবে না। ৪ নং চিত্রে মুগা পলুর জীবনী দেখান হইল। আসামের এণ্ডি পলু এরও বা ভেরেণ্ড গাছের পাতা থায় এবং ইহাদিগকে ঘরে রাখিয় রেশম পলুর মত পালন ৪ । এণ্ডি পলু–চোড়া চোকৃড়ী এবং পলু कब्र यांग्न । uस्sि ७ौ दफ़ ट्छ, क्रूि ७iहे etी इर्देऊ রেশম, তসর বা মুগর মত এক খাই লম্বা স্বত কাটিয়া বাহির করা যায় না। গুটীকে সোডা দিয়া সিদ্ধ করিয়া