পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২e SOBO ব্ৰহ্মদেশ ও ভারতবর্ষে আসাম, বাংলা এবং মহীশূরে বহুচক্ৰী পলু পালিত হয়। মোটামুটি ঠাও। দেশে একচক্র এবং গরম দেশে বহুচক্ৰী পালনের চলন। বাংলা দেশে বড়পলু নামে একচক্ৰী পলু আছে, কিন্তু ইহা অপরাপর দেশের একচক্ৰী পলুদের অপেক্ষা বহুগুণে নিকৃষ্ট । ইহার পালনও বেশী इु म । re গুটীতে রেশমের পরিমাণ, কত গজ খাই প্রত্যেক গুটী হইতে পাওয়া যায়, এবং খাই কত মোট—এই তিনটি বিষয়ের তুলনা করিয়া একচক্র ও বহুচক্ৰী পলুর পার্থক্য দেখাইতেছি। বহুচক্ৰী পলু ভাল হইলে নীচে যে ফল দেখাইলাম এইরূপ হয়। প্রায়ই ইহা হইতে নিকৃষ্ট ফল পাওয়া যায়। ফ্রান্স ও ইতালীতে একচক্র গুটাতে প্রায় ৪ হইতে ও গ্রেণ রেশম থাকে এবং প্রায় এক হাজার কি এক হাজার দুই শত গজ থাই মিলে। চীন জাপানে সাধারণতঃ তিন-চার গ্রেণ রেশম এবং আট-নয় শত গজ খাই পাওয়া যায়। ব্ৰহ্মদেশে পালিত বাংলার বহুচক্র বাংলার বহচকী বহুচক্র ইতালীয় একচক্ৰী নিস্তারি পলু ছোটপলু মহীশুরী গুটীতে সম্যক পলু - রেশমের ওজন কত গ্ৰেণ C }} 3 | διή গুটীয় খাই wos s. 爱蟹● $ ( ఆ م و بين ariمج نيرو تاهة ১ + ২৫ • • • ইঞ্চিকে এক মাপ ধরিরা খাই কত মাপ মোট : খাই ক্রমে সরু হইয়া যায় ২১-১৪ ৪ । পলুর রোগ ও ডিম সরবরাহ-পলুদের চারি প্রকার রোগ হয়, ইহাদের মধ্যে "পেক্রিন” (কটা রোগ ) নিতান্ত খারাপ। এই রোগে ফ্রান্স ও ইতালী প্রভৃতি দেশের সমস্ত পলুই মারা পড়িতে থাকে। তখন ফরাসী বিজ্ঞানবিং পণ্ডিত লুই পান্তর অঙ্গসন্ধান করিয়া ইহা কিলে হয় এবং কিরূপে নিবারণ করা যায় স্থির করিয়া দেন। চোকৃড়ীর দেহে অক্ষুবীক্ষণ যন্ত্রসাহায্যে রোগের বীজ দেখা গেলে সন্তানেরও রোগ হয়। চোকৃড়ী ডিম পাড়িবার পর ইহার দেহটি কয়েক ফোটা জলের সহিত খলে মাড়িয়া ইহার এক ফোট আয়ুবীক্ষণ যন্ত্ৰপাহায্যে পরীক্ষা করা হয়। যদি রোগের বীজ দেখা যায় 3b - у в ∶8-ኃ © br=) ఈ তাহা হইলে তাহার ডিম ফেলিয়া দেওয়া হয় । সাধারণ লোকের পক্ষে এইরূপে পরীক্ষা করিয়া ডিম পালন করা সহজ নয়। জাপানে আইন আছে যে, কেহ নিজে ডিম উৎপাদন করিয়া পলু পালন করিতে পারে না। সমস্ত ডিমই সরকারী তত্ত্বাবধানে উৎপন্ন হয়। পলু-পালকের এই ডিম কিনিয় লইয়া পালন করে। ফ্রান্স এবং ইতালীতেও সরকারী তত্ত্বাবধানে ডিম উৎপন্ন হয়। ভাল ফল পাইতে হইলে পরীক্ষিত ডিম ছাড়া পালন করা উচিত নয়। পলুপালনের উন্নতি এইরূপে ডিম উৎপাদনের বন্দোবস্ত ছাড়া সম্ভব নয় । ৫ । পালনকাৰ্য্য—পলুপালন করিয়া পালনকার্ঘ্যে অভিজ্ঞতা অর্জন করিতে হয়। পালনকার্য শক্ত না হইলেও পলুকে ভাল করিয়া খাদ্য দেওয়া, ভাল অবস্থায় রাখা এবং তাহার স্বভাব অনুসারে যাহাতে ভাল থাকে তাহার বন্দোবস্ত করিতে হয়। পালনে অনিয়ম হইলে পলু মরিস্থ যাইতে পারে এবং ভাল গুটী না করিতে পারে । পালনকাৰ্য্য দেখিয় দুই-একবার বিবেচনা করিয়া পালন করিলেই এই কাৰ্য্য আয়ত্ত করা যায়। সাধারণতঃ ডিম মুখাইবার পচিশ-ত্রিশ দিনের মধ্যেই ওটা হয়। একচক্ৰী পলু হইতে বৎসরে একবার বা এক বন্দ এবং বহুচক্র হইতে ছয়-সাত বন্দ গুটী পাওয়া যায়। কিন্তু পর পর কিংবা কোলে পিঠে বন্দ পালন না করিয়া এক এক বন্দে বেশী করিয়া বৎসরে তিন কি চারি বন্দ পালন করাই ভাল। ইহাতে রোগ হইবার সম্ভাবনা কম আর একসঙ্গে অনেক গুট হইলে একেবারে হাতে কিছু পয়সা আসিয়া যায়। বাংলা দেশের ঝুপি তুতের পক্ষে এইরূপ পালন সুবিধাজনক। একবার পাত খাওয়াইয়। আবার পাল হইলে আর এক বন্দ পালন করা ধায় । - ৬। গুটী হইতে স্বত-কাটাই-খড়বিচালী শণ পাটের দড়ি পাকাইতে যেমন নৃতন নূতন গুছি খাওয়াইয়া বহু লম্ব দড়ি পাকান যায়, রেশম স্বতা কাটাইও সেইরূপ পর পর খাই খাওয়াইয়৷ বহু লম্বা স্বতা কাটা হয়। অতএব যে-গুটীর থাই লম্বা ও মোট তাঁহাতে যত স্থত হয়, তাহা জপেক্ষ থে-গুটীর খাই ছোট ও সরু তাঁহাতে কম স্থত হয়। লম্বা খাইবিশিষ্ট গুটী হইতে ভাল স্বত হয়। এই কারণে উৎকৃষ্ট গুটীয় স্থত৷