পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిశితి কলের সাহায্যে হয় । আর ঐ সকল সৌধীন দেশে স্বত । মোট পাতলা হইলে তাহ ব্যবহৃত হয় না, কারণ একই প্রকার মোট স্বতায় কাপড় না বুনিলে কাপড়ের জমি অসমান ও অম্বন্দর হয়। স্বত মোট পাতলা হওয়ার দরুণ, কিংবা ছেড়া মুখ জোড়া না থাকিলে, কিংবা অন্ত কারণে কলে শীঘ্র *ঞ্জ পাইট-কার্ধোর ব্যাঘাত হইলে লোকে স্বতা পছন্দ করে না। এই সকল কারণে স্বতার কি কি গুণ থাক চাই তাহা স্থির করা হইয়াছে। সেই গুণগুলির সম্বন্ধে কিছু বলা যাইতেছে। প্রথম সমস্ত স্থত যতদূর সম্ভব “সমান মেটা” হওয়া চাই। দ্বিতীয়, দোষহীনতা-স্বতায় ফেঁসো লাগিয়া থাকিবে না ; ছেড়া খাই জোড় দিলে গিরার লম্বা লম্ব মুখ থাকিবে না; দুইতিন খাই বা ছেড়া খাই স্থতায় জড়িত থাকিবে না ; স্নতার পাইট ও বুননে ব্যাঘাত হয় এবং কাপড় অসুন্দর দেখায়— এইরূপ যাহা কিছু সবই দোষ। স্থত যত দোষশূন্ত হইবে ভতই ভাল। তৃতীয়, ফেরাই পাকাই কার্ধ্যে পাইটের সময় স্বতা ছিড়িবে না বা যত কম ছিড়ে ততই ভাল। এই সকল গুণাগুণ যাচাই করিয়া তবে এখন স্থত ক্রয়বিক্রয় হয় । ১৩৩৫ পাউণ্ডে এক বেল হয় এবং দশ বেলে এক লাট ( lot ) হয়। ক্রমবিক্রয়ের পরিমাণ এক লাট। লাট হইতে বিভিন্ন বাণ্ডিলের পঞ্চাশ বন্দি স্বত বাহির করিয়া যাচাই করা হয়, কি কি যাচাই করা হয় সংক্ষেপে বলিতেছি— (১) “সমান মোটা" কিনা ও তাহার পরিমাণ— ( evenness.) (*) orousto fanta (cleanness and neatness. ) (৩) ফেরাইকালে কতবার ছিড়ে (winding)। এক ঘন্টা দশ মিনিট ফেরাই করিয়া কতবার ছিড়িল দেখা इब्र । · ( 9 ) * cwföR, •fwfq (evenness deviation) | স্বতা খাই জুড়িয়া জুড়িয়া কাটাই করিতে হয়। অতএব সমস্ত ক্ষতাই বরাবর সমান মোটা হুইবে এরূপ আশা করা যায় না। কিছু মোট পাউল হইবেই। যাচাই করিয়া দেখা হয় কত মোট-পাতলা আছে । , - ( e ) গড় মোটা-লীটে মোট পাতলা স্থতার পরিমাণ st5st efni się corti rs (average evenness. ) ( s ) "fG (tenacity.) (৭) স্থিতিস্থাপকতা ও লম্বমানতা (elongation ). (৮) আটভাব ( cohesion )—কয়েকটি খাই লইয়া এক একটি স্বতা কাটা হয়। কাচা রেশমে এই খাইগুলি কত আঁটভাবে লাগিয়া আছে তাহার পরীক্ষা । ( ৯ ) স্থতায় গদের পরিমাণ—সাবান দিয়া সিদ্ধ করিয়া গদ গলাইয়া দিয়া ধুইয়া শুকাইয়া দেখা হয়। এই যাচাইগুলির মধ্যে প্রথম দুইটিই প্রধান । এই সকল যাচাই ছাড়া বাগুিলগুলি চোখে দেখিয়া এবং হাতে অনুভব করিম কত শক্ত বা নরম, রং সমান ও স্বন্দর কি-না, বন্দি ও বাগুিলগুলি সুন্দর ও স্বত্র ভাবে পাকান সাজান কিনা ইত্যাদি দেখিয়া সমস্ত যাচাই ও পরীক্ষার ফল যোজনা করিয়া লাটটি কোন শ্রেণীর স্বতা বলিয়া ক্রয়বিক্রয় হইবে তাহা স্থির করা হয় এবং এই শ্রেণীবিভাগ দ্বারা মূল্য নিৰ্দ্ধারিত হয়। ক্রেতাও বুঝিতে পারে কি গুণাগুণবিশিষ্ট স্থত ক্রয় করিতেছে। জাপান নিয়ম করিয়াছে যে সমস্ত চালানী স্নতা যাচাই করিয়া শ্রেণিবিভাগের সার্টিফিকেট-সহ চালান দিতে হইবে। চীনও এইরূপ অনেকটা বন্দোবস্ত করিয়াছে ও করিতেছে । «ŝR: Trefnt.R (standardization ) R \fra স্বত কাটতি হওয়া সম্ভব নয়। ৮। স্বতা কত ভিজা তাহ নিৰ্দ্ধারণ (কণ্ডিশন করা conditioning )—কাচা রেশমের স্বভাব হইতেছে যে, ইহা যদি ভিজা স্যাতসেতে আবহাওয়ায় থাকে তাহা হইলে জলীয় বাষ্প আকর্ষণ করিয়া লয়। আবার শুকনো স্থানে থাকিলে জলীয় বাষ্প ত্যাগ করিয়া শুকনে অবস্থা প্রাপ্ত হয়। আবহাওয়ার গতিকে জলীয় বাষ্প কখন কম-বেণী হয় তাহার স্থিরতা নাই। আর জলীয় বাম্পের কম-বেণীতে রেশমের ওজনের কম-বেশী হয়। ইহার দরুণ ক্রেতা-বিক্রেতা উভয়েরই লাভ-লোকসান হইতে পারে। এই কারণে স্থত কণ্ডিসন করিয়া বিক্রয়ের প্রথা আছে। লাটের কয়েকটি বঙ্গি গরম করিয়া ইহাদের জলীয় ভাগ নিঃশেষ করিয়া ওজন দেখা হয় এবং এই নিঃশেষিত ওজনের শতকরা এগার ভাগ নিঃশেষিত