পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধি-বিগ্ৰহ ঐশরদিন্দু বন্দোপাধ্যায় ঘোড়সোয়ারের মত মোট ডালের দু-পাশে পা ঝুলাইয়া বলিয়া নিতাইবাৰু গভীর ভাবে চিন্তা করিতেছিলেন। ঝোকের মাথায় স্থা-হোক একটা কিছু করিয়া ফেলিবার বয়স আর র্তাহার নাই ; প্রবীণ সেনাপতির মত সব দিক দেখিয়া-গুনিয়া অগ্রপশ্চাৎ বিবেচনা করিয়া কাজ করিতে হইবে। কারণ, আজ ব্যাপারটা সত্যই অতিশয় ঘোরালো হইয়া উঠিয়াছে। বহু নিম্নে বৃদ্ধ বটগাছের নিশ্ছিদ্র ছায়া মূলের চারি-পাশের স্থানটিকে অন্ধকার করিয়া রাখিয়াছে, গাছের ঝুরিগুলা সারি সারি দড়ির মত ঝুলিতেছে। বেলা মধ্যাহ্ন। নিতাই বাৰু উদরের মধ্যে বৃশ্চিক দংশনের মত একটা জালা অনুভব করিলেন, বুঝিলেন তাহার ক্ষুধার উদ্রেক হইয়াছে। তিনি কামিজের পকেট দুটা আর একবার ভাল করিয়া অনুসন্ধান করিলেন, কিন্তু কিছুই পাইলেন না। তুত ফল ও পেয়ারা যে কটা পকেটে ছিল তাহা বহু পূৰ্ব্বেই নিঃশেষ হইয় গিয়াছে। চিন্তিতভাবে নিতাইবাবু উপরের দিকে চোখ তুলিয়া চাহিলেন । এভক্ষণ একটা একটানা গুঞ্জনধ্বনি র্তাহার কর্ণে আসিতেছিল, কিন্তু মানসিক ছুশ্চিন্তা হেতু তাহার কারণ তদারক করা হয় নাই। এখন দেখিলেন, প্তাহার মাথার প্রায় দশ-বার হাত উৰ্দ্ধে একটা মোটা ভাল হইতে প্রকাও অৰ্দ্ধচন্দ্রাকৃতি মৌমাছির চাক বুলিয়া আছে। নিতাইবাৰু তাহার ক্ষুধার জাল ও বর্তমান সমস্ত জুলিয়া কৌতুহলীভাবে কিছুক্ষণ মৌমাছিপূর্ণ চাকটার দিকে চাহিয়া রছিলেন, তারপর সন্তপণে দুটা ডাল নামিয়া বসিলেন। মৌচাকের সান্নিধ্য যে নিরাপদ নয় निङाहेबांबू जश थठाक अख्ञिङाब्र चाब्रा छाणक्रण छङ ছিলেন। . . . অজ্ঞপর শাখায় নিতাইবাৰু আবার গালে হাত দিয়া প্রকাও হাত-যুক্ত বাড়ির’ লোহার কষ্টৰ, ফটকের পাশে ঘরোয়নের দেউড়ি। নিতাইবাবু যেখানে গাছের উচ্চশাখায় বসিয়া আছেন সেখান হইতে বাড়িখানা ও তাহার চতুস্পর্থের । পালিবের ভূভাগ পরিষ্কার দেখা যায়। এমন কি বাড়ি হইতে উচু গলায় কথা কহিলে শোনা পৰ্যন্ত ধায়। বাড়ির মধ্যে কাহারা যাতায়াত করিতেছে তাহ পর্যবেক্ষণ কৱিৰাওঁ । কোন অন্ধবিধা নাই। . . . . . . . কিন্তু প্রধান অন্ধবিধা—নিতাইবাবুর পক্ষে—এই বাড়িতে প্রবেশ করা। প্রথমতঃ সদরে দরোমান আছে, স্বতরাং সেদিক দিয়া প্রবেশ করা চলিবে না। পিছনের তারপর ? বাড়ির ভিতর মাথা গলাইবার উপায় কি ? সেখানে বিন্দি আছে, দেখিলেই ধরাইয়া দিবে, দামায় করিবে না। তাছাড়া নিতাইবাবুর খুড়োমহাশয় স্বয়ং একটা চাবুক হাতে লইয়া বাড়িময় ঘুরিয়া খেড়াইতেছেন: এবং মাঝে মাঝে গর্জন ছাড়িতেছেন। তাহার চক্ষুকে ফাকি দেওয়া সহজ হইবে না। অবশু, কোন রকমে একবার ঠাকুরমার কাছে গিয়া পৌছিতে পারিলে— কিন্তু একটা কথা এইখানে বলিয়া রাখা দরকার,—নিভাইবাবুর বয়ক্রম পূর্ণ নয় বৎসর। অদ্য প্রাতঃকালে তিনি একটি গুরুতর স্থঙ্কাৰ্য্য করিয়া বাড়ি হইতে প্রস্থান করিয়াছিলেন। কাল সন্ধ্যাৰেলা জ্যেষ্ঠ ভগিনী একাদশবৰ্ষীয় বিন্দুর সহিত র্তাহার ঝগড়া হইয়াছিল। ফলে চিরকাল যাহা হইয়া জাসিয়াছে, বিন্দি কাক ও বাবাকে সালিশ মানিয়া মোকজমা জিতিয়া গেল। ক্রুদ্ধ নিতাইবাৰু তখন চুপ করিয়া রছিলেন, কিন্তু चाण गरूप्न नशा श्ड डीबाहे cग-गबाबराब जैौक्न