পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৭ জাগিয়া রছিল। কোথায় সে দৃষ্টিতে লালসার কলুৰ ? পৃথিবীতে ছখ যেন কোনও অপরাধ করে ন, অথবা করিলেও তাহার ; কোলও অপরাধ অপরাধ নয়? সেই হইতে তাহার মনের উপর কোনও আত্মপ্রবঞ্চনার জাড়াল জার অবশিষ্ট থাকে নাই, কিন্তু সঙ্গে সঙ্গে তাহ জজুভব করিবার অবকাশও লুপ্ত হইয়া গিয়াছে। ঐন্দ্রিলার চিন্তাম্রোতকে ব্যাহত করিয়া পশ্চাৎ হইতে হৃষীকেশ ডাকিলেন, “ইলু!” চমকিয় ফিরিয়৷ ঐজিলা বলিল, “কি মামাবাৰু ?” হৃষীকেশ বলিলেন, “অজয়দের বাড়ীর কাছে কোন একটা জায়গা থেকে বীণা টেলিফোন করছিল—” S98O চাও, আমি তোমাকে নিয়ে যাই। জারও আগেই আমার একবার বোধহয় যাওয়া উচিত ছিল।” । - যাব ।” - যথারীতি ছতলায় হেমবালা তাহার পথরোধ করিলেন, কহিলেন, “কোথায় যাচ্ছিল ?” সে কহিল, “অজয়বাবুকে দেখতে।” হেমবালা কছিলেন, “তোর কি ধারণ, তুই এরই মধ্যে একেবারে স্বাধীন হয়েছিল ?” সে কহিল, “দোহাই তোমার, তুমি এখন আমায় দেরি করিও ন মা। আমি ফিরে এসে তোমার কথার জবাব ঐজিলা তাড়াতাড়ি কহিল, "অজয়বাবুর অস্থখ কি দেব।” বেড়েছে " ` তাড়াতাড়ি নিজের ঘরে ফিরিয়া গিয়া হেমবালা নরেন্দ্র হৃষীকেশ কহিলেন, “চিন্তার কিছু কারণ নেই। তবে নারায়ণকে চিঠি লিখিতে বসিলেন । জানতে চাচ্ছে, তুমি কি তাকে দেখতে যাবে ? যদি যেতে (ক্রমশ: ) মহিলা-সংবাদ শ্ৰীমতী ভ্রমর ঘোষ কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে goto, alton stars; form (Ancient Indian History) বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করিয়াছেন । শ্ৰীমতী রজনীপ্ৰভা দাস আসামী মহিলাদের মধ্যে সৰ্ব্বপ্রথম কলিকাতা মেডিক্যাল কলেজ হইতে এম্‌বি পরীক্ষা উত্তীর্ণ হইয়াছেন। তিনি এখন তিন মাসের জন্ত শিলং পাত্তর ইন্‌ষ্টিটিউটে অধ্যয়নে রত আছেন।