পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रै>३ বিঠলভাই পটেল ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার ভূতপূৰ্ব্ব সভাপতি বিঠলভাই পটেল মহাশয়ের মৃত্যুতে ভারতবর্ষের সাতিশয় ক্ষতি হইল। তিনি ষে বিদেশে আত্মীয়স্বজনদিগের নিকট হইতে দূরে প্রাণত্যাগ করিয়াছেন, ইহা ঘটনাটিকে আরও শোকাবহু করিয়াছে। কিন্তু ইহা ভাবিয়া মনে সান্থন, শাপ্তি এবং সাত্বিক প্রেরণ আসে, যে, আত্মীয়তা কেবল রক্তের সম্পর্কের উপর নির্ভর করে না, প্রত্যুত অনেক সময় ভাব চিন্তা আদর্শ ও জীবনের লক্ষ্যে যাহাদের সহিত ঐক্য থাকে, তাহাদের সহিত রক্তের সম্পর্কে সম্পৃক্ত লোকদের চেয়েও ঘনিষ্ঠতর আত্মীয়তা স্থাপিত হইতে পারে । উদারচরিতানাঙ্ক বন্ধধৈব ফুটুম্বকৰ্ম্ম, ইহাও অতি সভ্য কথা । এই জন্ত, বিদেশেও পটেল মহাশয় ভারতীয় ও অভারতীয় আত্মীয় লাভ করিয়াছিলেন। রাষ্ট্রীয় কৰ্ম্মক্ষেত্রে সহযোগী, স্বদেশসেবাম আত্মোৎস্যই স্বভাষচন্দ্র বন্ধ যে নিজ কঠিন পীড়া সত্ত্বেও এবং পটেল মহাশয়ের সেবা করিতে গিয়া নিজে অধিকতর পীড়িত হইয়া পড়াতেও যে র্তাহার অন্তিম রোগে তাহার নিত্য সহচর ছিলেন, ইহা স্বভাষচন্দ্রের পক্ষে স্বাভাবিক ও তাহার যোগ্য ব্যবহার বলিয়া সকলে উপলব্ধি করিয়াছেন, এবং ইহা তাহার স্বদেশীয়দিগের মৰ্ম্ম স্পর্শ করিয়াছে। বিদেশী ডাক্তার ও শুশ্ৰুষাকারিণীগণ জেনিভায় বিন পারিশ্রমিকে র্তাহার চিকিৎসা ও পরিচর্ধ্যা করিয়া আপনাদের মহত্ত্ব প্রদর্শন করিয়াছেন, এবং তাহার মহৎ গুণাবলী ষে র্তাহারা উপলব্ধি করিতে পারিয়াছিলেন, তাহাও প্রমাণিত করিয়াছেন । পটেল মহাশয় অনেক বৎসর পূৰ্ব্বে বোম্বাইয়ের মেয়র রূপে প্রধানতঃ ঐ শহরের এবং পরোক্ষভাবে স্বদেশের সেবা করেন। পরে বিস্তৃততর কার্যাক্ষেত্রে প্রবেশ করিবার পর তিনি - ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার প্রথম নির্বাচিত সভাপতি হন। এই কাজ সাতিশয় যোগ্যতার সহিত করিয়া তিনি সমধিক খ্যাতি লাভ করেন, এবং দেশের লোকের শ্রদ্ধা ও প্রতি অর্জন করেন। সভাপতির কাজে তিনি কন্সটিটিউশুকাল আইনের এবং ব্যবস্থাপক সভা পরিচালন রীতির সম্যক জ্ঞানের পরিচয় প্রদান করেন। এই কাজের দ্বারা তাহার বুদ্ধিমত্ত, সাহস, Rম প্রবাসী 48 ఏన98@ তর্ক-বিতর্কের শক্তি, নিরপেক্ষতা ও স্বদেশপ্রেমও বিশেষভাবে প্রমাণিত হয়। অতঃপর তাহার মত আইনজ্ঞ, বুদ্ধিমান, কৌশলী, নিরপেক্ষ, পরিশ্রমী ও নিভীক সভাপতি ৰলিয়া আপনাকে প্রমাণ করা অন্ত কোন সভাপতির পক্ষে কলি হইবে —র্তার চেয়ে বেশী পরিমাণে এই সব গুণের অধিকারী বলিয়া আপনাকে প্রমাণ করা ত আরও কঠিন হইবে। স্বদেশসেবার পুরস্কার স্বরূপ কারাদণ্ড ও রোগভোগ তাহার হইয়াছিল। খালাস পাইবার পর তিনি চিকিৎসা করাইবার নিমিত্ত রঙ্গদেহে ইউরোপ যান। অন্ধস্থ শরীর লইয়াও তিনি নান স্থানে ভারতবর্ষ সম্বন্ধুে সত্য সংবাদ প্রচার করেন এবং ভারতের স্বাধীনতার দাবি ও তাহার যোগ্যতা প্রদর্শন করেন। আমেরিকায় তিনি ভারতবর্ষের স্বাধীনতার দাবি ও তাহার যোগ্যতা বিশেষ দক্ষত সহকারে নানাস্থানে প্রচার করেন । ভারতবন্ধু ডাঃ সাওরেল্যাণ্ড মর্ডার্ণ রিভিউ পত্রিকায় লিথিয়াছিলেন, যে, ঐদেশে সৰ্ব্বত্র র্তাহার বকৃত ও র্তাহার কথোপকথন শ্রোতাদের মনে ভারতবর্ষের কথা মুক্ৰিত করিয়া দিয়াছিল ; তাহার ফোটোগ্রাফ ও তাহার নানাবিধ স্বদেশসেবার বৃত্তাস্ত আমেরিকার অনেক বড় বড় কাগজে বাহির হইয়াছিল ; তিনি নানা কলেজে, থিয়েটারগুহে, বড় বড় হলে, গির্জায় ও বহুসংখ্যক সভা ও ক্লাবের সমক্ষে বক্তৃত করিয়াছিলেন ; অন্ত কোনও ভারতীয় আমেরিকার নানা শহরে মেয়র প্রভৃতিদের দ্বারা এরূপ সন্মানিত হন নাই । আহিল স্বরাজসংগ্রামের এই নিৰ্ভীক অক্লান্তকৰ্ম্ম যোদ্ধার দেহ যখন বোম্বাইয়ে আনীত হইয়া স্মশানে ভস্মীভূত হয়, তখন লক্ষ লক্ষ লোক যে তাহু দর্শন করিতে আসিয়াছিল, ইহা হইতে র্তাহার প্রতি দেশের লোকদের প্রীতি ও শ্রদ্ধা কিয়ংপরিমাণে অনুমান করা যায়। স্বদেশসেবার কাজ আমরা সকলে নিজ নিজ শক্তি ও স্বযোগ অনুসারে করিলে তবেই তাহার প্রতি প্রকৃত সম্মান প্রদর্শিত হইবে। । - বিঠলভাই পটেল মহাশয়ের ছৰি কান্তিকেয় প্রবাসীতে প্রকাশিত হইয়া৷ে