পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• ক্ষজ্ঞক্ষ বঙ্গ " వSగి बक्सिर्जशवजनिक सिकन जागरिमक्सबर्रो বঙ্গের বাহিরে সর্বাপেক্ষ অধিক স্থানে ও অধিক উৎসাহে. সভা হইয়াছে মাম্রাজ প্রেসিডেন্সীতে। এপর্যন্ত তথাকার প্রায় পঞ্চাশটি স্থানে উৎসব অনুষ্ঠানের সংবাদ পাওয়া গিয়াছে। পভাস্থলে বক্তৃতাদি ছাড়া বার-তেরটি শহরে কোন-না-কোন বড় রাস্তার নাম রামমোহন রায়ের নাম অছলারে রাখা হইয়াছে এবং তাহার বৃহৎ ছবিও অনেক শহরে টাউন হল বা অন্ত সাধারণ হলে রক্ষিত হইয়াছে। হাজারীবাগ জেলাকে পূৰ্ব্বে রামগড় বলিত । রামমোহন রায় কিছুকাল সেখানে ছিলেন। হাজারীবাগের উৎসব ১৮ই নবেম্বর আরম্ভ হইবে। প্রবাসীর সম্পাদককে সভাপতি হইতে আহবান করা হইয়াছে। কটকের উৎসব ১লা ডিসেম্বর আরম্ভ হইবে । সেখানেও প্রবাসীসম্পাদককে ধাইতে হইবে। গোরখপুৰুে উৎসব হইবে ২৭শে ডিসেম্বর। প্রবাসীর সম্পাদককে সভাপতির কাজ করিতে হুইবে । পঞ্চাবের বড় বড় শহরে ডিসেম্বরের প্রথমার্থে সম্ভ হইবে । - গোরখপুরে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন •এবার প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের অধিবেশন হইবে অগ্নি-অযোধ্য প্রদেশের গোরখপুর শহরে, ডিসেম্বরের শেষ সপ্তাহে ; ঐ সময়ে ও তাহার পরেই ভারতবর্ষের নানা স্থানে অন্ত অনেক সভা সমিতির অধিবেশন হইবে। সেইজস্ত গোরখপুরে বেশী বাঙালী না যাইতেও পারেন। তথাপি গোরখপুরের বাঙালীরা উৎসাহের সহিত আপনাদের কর্তব্য করিতে প্রস্তুত হইতেছেন। গোরখপুর জেলায় শিশু হইতে বুদ্ধ পর্যন্ত্ৰ মোট ৬৭৯ জন বাঙালীর বাল-গোরখপুর শহরে তার ক্ষুেন্ন কিছু কম। এই ৬৭৯ জনের মধ্যে ৪-৩ জন পুৰুষ,২৭৪ জন নারী। এই জনসংখ্যক লোককে সম্মেলনের জঞ্জালয়ে হাজার টাকা সংগ্ৰহ করিতে হইবে। হাজার টাকা শুনিতে বেণী নয়। কিন্তু উপার্জক সাধারণতঃ পুরুষেরাই, এবং ৪-৩ জন পুরুষের মধ্যে অ-রোজগারী শিশু सांगको रू बूबक चारु। उाश ना पनिe, 8०० जन हषीं थीन् कनिकछ भश्रब कश्चनैौ भूल्य मारू झांब्रि नक् । प्लेक 5श दिन अब शंबाब्र छैक uरे छांब्रि गकcगाकब्र निर्को श्ङ माष-निह अम्ल चार्ज़हे টাকা করিয়া টাদা সংগৃহীত হই। কখনও কোন কাজের জন্ম দশ লক্ষ টাকা উঠিছে কি? অথচ কলিকাতায় গোরখপুরের চেন্ধে খুব বেশী ধনী বাঙালী আছে। অতএব গোরখপুরে হাজার টাকা সংগ্রহ তথাকার বাঙালীদের উৎসাহিতার পরিচায়ক । গোরখপুর শহরে সাধু-গোরক্ষনাথ ও গম্ভীরনাথের সমাধি ও অন্তান্ত দ্রষ্টব্য স্থান আছে। তা ছাড়া সম্মেলনের উদ্যোক্তারা নেপাল রাজ্যে স্থিত অনতিদূরবর্তী বুদ্ধদেবের জন্মস্থান লুম্বিনী এবং কাশিয়ায় স্থিত বুদ্ধদেবের মহাপরি নিৰ্মাণের স্থান দেখাইবার বন্দোবস্ত করিতেছেন। এই জন্য चांत्र श्, वैशत्र अछख बङ्ग दफ़ गडबघांश्वन न, তাঙ্গরা—বিশেষতঃ নানা প্রদেশের প্রবাসী বাঙালীরাডিসেম্বরের ২৭, ২৮ ও ২৯ তারিখে কেহ কেহ গোরখপুর যাইবেন । বাঙালী জাতির যে ছোট ছোট অংশগুলি নান জায়গায় বিচ্ছিন্নভাবে বাস করিতেছেন, বৎসরের মধ্যে একবার তাহাদের সংহতি-শক্তি এবং সংহতি-বোধের আনন্দ উপলব্ধি করিবার স্বযোগ মূল্যবান। - এলাহাবাদে বাঙালী মহিলাদের শিল্পপ্রদর্শনী এলাহাবাদ জেলায় শিশু হইতে বৃদ্ধ পর্য্যন্ত গণনা করিয়া ৫১০৯ জন বাঙালী আছে ; এলাহাবাদ শহুরে তার চেয়ে কিছু কম। এই ৫১০৯ জনের মধ্যে মহিলার সংখ্যা ২৬ণ্ডু । তাহার মধ্যে তীর্থবাসিনী মহিলা অনেক আছেন, এবং শিশু ও বালিকার সংখ্যাও কম নহে। ইহা বিবেচনা করিলে বল ঘাইতে পারে, যে, এলাহাবাদে যত বাঙালী মহিলা আছেন, বাংলা দেশের অনেক গ্রামের মেয়েদের সংখ্যা তার চেয়ে বেণী । সেইজন্ত গত অক্টোবর মাসে এলাহাবাদের বাঙালী মহিলারা যে একটি শিল্পপ্রদর্শনীর আয়োজন করিয়াছিলেন, তাহা ছোট হইলেও তুচ্ছ নয়। এলাংবাদ বিশ্ববিদ্যালম্বের সঙ্গীত কনফারেন্সের বিবরণ হইতে জানা যায়, যে, তাহাতে বাঙালী ওস্তাদ এবং বালক-বালিকাদের কৃতিত্ব বিশেষ প্রশংসার বি ইখছিল। এলাহাবাদের বাঙালী মহিলাদের শিল্পপ্রদর্শনীতে উদ্ধানের স্বল্প রকম কৃতিত্ব আমরা একদিন