পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আগ্রহায়ণ আমেরিকার কিউবা দ্বীপে এখনও বিদ্রোহ ও বিপ্লব চলিতেছে। দক্ষিণ আমেরিকার কোন কোন দেশের মধ্যে যুদ্ধ চলিতেছে। এশিয়ায় জাভা দ্বীপে এবং জানামে বিপ্লবচেষ্টা হইয়াছিল, তাহা দমিত হয়। শু্যাম দেশে একাধিক বার বিদ্রোহ হইয়াছে। চীনে ও জাপানে যুদ্ধের ফলে জাপান মাঞ্চ রিয়া এবং চীনের আরও কোন কোন অংশ দখল করিয়াছে। ' জাপানের মধ্যেও কিন্তু শান্তি নাই। সেখানেও গত কয়েক বৎসরে সম্মাসকদের দ্বারা কয়েক জন উচ্চপদস্থ রাজপুরুষ নিহত হইয়াছে। সম্প্রতি আফগানিস্থানের রাজা নাদির খাঁ নিহত হইয়াছেন। তাহার পুত্র সিংহাসনে বসিয়াছেন বটে, কিন্তু টিকিয়া থাকিতে পারিবেন কি-না, বলা কঠিন । চীন সাধারণতন্ত্রের অন্তর্গত কাসগড়ে মুসলমান বিদ্রোহ ও তাহার দমন, আবার বিদ্রোহ, ইত্যাদি চলিতেছে । মানুষের মন সৰ্ব্বত্র অশান্ত হইয়াছে। জেনিভায় নিরীকরণের বা যুদ্ধসঙ্গ হাসের জষ্ঠ কুনফারেন্স একেবারে বন্ধ করিয়া দেওয়া হয় নাই বটে, কিন্তু জামেনী উহার সম্পর্ক ত্যাগ করিয়াছে। বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্র কলিকাত৷ বিজ্ঞানের অনেক শাখায় গবেষণা কলিকাতায় অনেক বৎসর হইতে চলিয়া আদিতেছে। এখানে অনেক আবিক্রিয়াও হইয়াছে। অবশু, ভারতবর্ষের অন্য কোন কোন জায়গাতেও ভাল কাজ হইয়াছে—যেমন এলাহাবাদে। কিন্তু মোটের উপর কল্লিকাতাকে ভারতবর্ষে বৈজ্ঞানিক গবেষণার প্রধান কেন্দ্র বুলা যাইতে পারে। এই জন্য এখান হইতে এমন এক খানি ইংরেজী বৈজ্ঞানিক পত্রিক বাহির হওয়া আবশ্বক যাহাতে ভারতবর্ষের প্রধান প্রধান বৈজ্ঞানিক গবেষকদের কাজের বৃত্তান্ত খাবি, এবং পৃথিবীর অন্যত্র ফেসব গবেষণা হইতেছে ও ফল বাহ পাওয়া গিয়াছে, তাহার সহজবোধ মনোজ্ঞ বিবরণ লিপিবদ্ধ হইবে। ইংরেজীতে ইহা বাহির করিতে বলিতেছি এই স্কন্ধ, যে তাছা হইলে নানাবিধ বৈজ্ঞানিক প্রবন্ধ ভারতের সকল প্রদেশের লোকদের নিকট হইতে পাওয়া যাইবে, প্রবন্ধলেখা অপেক্ষাকৃত সহজ হইবে, সংকলন সহজ হইবে, এবং পাঠক বেণী হইবে। বাংলায় “প্রকৃতি” আছে বাঙালীদের छछ। डांइ छण। · किरू इंभग्नर्बौ uकथांनि७ छाझे ! ७ॉशं বিবিধ প্রসঙ্গ-ভিক্টোরিয়া মহারাষ্ট্রর ঘোষণাপত্রের মূল প্রয়োগ 心钟 &ёэ হইবে, ৰিম্ভ ৰতক অংশ উজ অপেক্ষ সাধারণ পাঠকদের • অধিকতর বোধগম্য ও প্রিশ্ন করিবার চেষ্টা করিত্বে হইবে। কারণ, ভারতবর্ষে শিক্ষা ও বৈজ্ঞানিক জ্ঞানের বিস্তার ইউরোপের চেয়ে এখনও অনেক কম। বৈজ্ঞানিক ও অন্যবিধ পারিভাষিক শব্দসংগ্ৰহ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সহিত সহযোগিতা করিয়া রবীন্দ্রনাথ বাংলা পারিভাষিক শবা সংগ্ৰহ করিতেছেন। প্রবেশিক পরীক্ষা পর্যন্ত শিক্ষা অচিরে বাংলায় দেওয়া হইবে। তাছার জন্য সব বিষয়ে বাংলায় পুস্তক লিখিতে হুইবে । পারিভাষিক শব্দের সংগ্রহ এরূপ পুস্তক রচনা অপেক্ষাকৃত সহজ করিবে। তম্ভিন্ন মাসিক পত্রাদির লেখকদের উহা খুব কাজে লাগিবে। অনেক পারিভাষিক শব এখন ব্যবহৃত হয়। তাহার মধ্যে বাছট করিতে হইবে । কিছু নূতনশন্ধ সংস্কৃত ধাতু হইতে রচনা করিতে হইবে। কোন কোন শঙ্ক ঠিক ইংরেজীতে যেমন আছে তেমনি রাখিলেই চলিবে । রবীন্দ্রনাথের সংগ্রহে সংস্কৃত, মরাঠী, গুজরাটী, হিন্দী প্রভৃতি শব্দও থাকিবে । স্বতরাং অন্য ভাষাভাষীদেরও উহা কাজে লাগিবে। - মারোয়াড়ী মহিলা সম্মেলন ভারতবর্ষের যত জায়গায় মারোয়াড়ীর থাকেন, তাহদের মহিলাবৃন্দের একটি কনফারেন্স কলিকাভায় হইয়া গিয়াছে। শ্ৰীমতী জানকীদেবী বজাজ সভানেত্রী নিৰ্ব্বাচিত হন। উহার বক্তৃতায় এবং নিৰ্দ্ধারিত প্রস্তাবগুক্তিতে অবরোধ-প্রথা,-শিক্ষার অভাব, বিবাহসম্বন্ধীয় নানা কুরীতি প্রভৃতি সমালোচিত ও নিন্দিত হয়। মারোয়াড়ী মহিলাদের পরিচ্ছদ ও অলঙ্কারকেও তিনি রেহাই দেন নাই। জাগৃতি মারোয়াড়ী সমাজেরও অন্দরমহলে পৌঁছিয়াছে, ইহা শুভ লক্ষণ । ভিক্টোরিয়া মহারাণীর ঘোষণাপত্রের নূতন প্রয়োগ ভারতীয়ের যখন মহারাণী ভিক্টোরিয়ার ঘোষণাপজের S DDDD DDDD SBBDS SLLLLLS BBDD DD BBB DD BBB DDDDDD DDD DD DD DDDS