পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

త96 অন্ত সব সুবিধার দাবি করে, তখন জবাব এই দেওয়া হয়, যে, ঐ ঘোষণা-পত্র' ত আইন নয়, ওটা একটা “সেরিমোনিয়াল ডকুমেন্ট”—রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান উপলক্ষ্যে পঠিত একখানা কাগজমাত্র-—আইনের মত উহা বলবৎ নহে ৷ এখন কিন্তু ভাবতসচিব স্তর সামুয়েল হোর, বলিতেছেন, মহারাণী ঘোষণা-পত্রে বলিয়াছেন, র্তাহার ভারত-সাম্রাজ্যে র্তাহার সব জাতির ও ধৰ্ম্মের প্রজার অধিকার সমান। অতএব ভারতীয়েরা ভারতবর্ষেও ইংরেজদের সেয়ে সেরূপ কোন বেশী সুবিধা পাইতে পারে না যেরূপ সুবিধা সব দেশে তথাকার লোকের বিদেশীদের চেয়ে বেশী পাইয়া থাকে। অর্থাং কি-না, ভারতবর্ষের উপকূলে জাহাজ চালাইবার অধিকার ইংরেজদের ও ভারতীয়দের সমান সমান হওয়া চাই, ভারতে ভারতীয়দের কারখানা যেমন সরকারী সাহায্য পাইবে, ভারতে প্রতিষ্ঠিত ইংরেজদের কারখানাও সেইরূপ সরকারী সাহায্য পাইবার অধিকারী, ভারতীয় বা কোন প্রাদেশিক গবন্মেটি বা কোন মিউনিসিপালিটী ভারতীয় জিনিষকে বিলাতী জিনিষের চেয়ে বেশী পছন্দ করিতে পারিকেন না, ইত্যাদি ৷ ইত্যাদি ! ইত্যাদি ! আগ্ৰা-অযোধ্যায়, পঞ্জাবে, ও বঙ্গে নারীহরণাদি অপরাধ পঞ্জাবের ১৯৩২ সালের পুলিস-বিভাগের রিপোর্টে দেখা যায়, যে, সেখানে ঐ বৎসর নারীহরণ ও তদ্বিধ অপরাধের সংখ্যা ছিল ৫০৪ । পঞ্জাবের লোকসংখ্যা ২,৩৫,৮০,৮৫২ । আগ্র অযোধ্য প্রদেশের ১৯৩২ সালের পুলিশ রিপোর্ট অনুসারে ঐ বৎসর তথায় ঐ প্রকার অপরাধের সংখ্যা ছিল ৭১১। ঐ প্রদেশের লোকসংখ্যা ৪,৮৪,১৮,৭৬৩। লোকসংখ্যা বিবেচনা করিলে পঞ্জাবে এই দুনীতির পরিমাণ বেশী। কারণ সহজেই অনুমেয় । বঙ্গে ১৯৩২ সালে ঐক্লপ অপরাধ কত হইয়াছিল, পুলিস রিপোর্ট হস্তগত না-হওয়ায় এখনও জানিতে পারি নাই। পুলিস রিপোর্টের উপর বাংলা গবয়েন্টের শঙ্কৰো জানা যায়, যে, ১৯৩১ অপেক্ষ ১৯৩২ সালে ঐরুপ বেশী হইয়াছিল। ১৯৩১ ও ১৯৩২ সালের 感 পখা স্কট দেওয়া উচিত ছিল। গবশ্লেষ্ট জাগের মত ব্ৰহাল্লাচ - अश्नडभूननक क्रुहनिशबशकिडशश्शब বলিতেছেন । হসিারীর ফলে কি অপরাধ বাড়ে ? _ জেলা স্কুলবোর্ড গঠন ৷ প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য মৈমনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালি, দিনাজপুর, পাবনা ও বীরভূম, এই ছয়টি জেলায় গবক্সেণ্ট জেলা স্কুলবোর্ড গঠন করিবেন বলিয়া গত সেপ্টেম্বর মাসে খবর বাহির হইয়াছিল। এই ছয়টির মধ্যে পাচটি মুসলমানপ্রধান বৃহৎ জেল, কেবল একটিমাত্র-বীরভূম, হিন্দুপ্রধান ও ছোট জেলা। দাৰ্জিলিং ও চট্টগ্রাম পাৰ্ব্বত্য অঞ্চল বাদ দিলে বঙ্গে বীরভূমের লোকসংখ্যা সকল জেলার চেয়ে কম। এই ছয়টি জেলার হিন্দু ও মুসলমান অধিবাসীদের সংখ্যা নীচে দেওয়া হইল । জেলা । মুসলমান । হিন্দু। মৈমনসিং ৩৯,২৭,৫৫২ ১১,৭৪,৩২৮ চট্টগ্রাম ১৩,২৬,২০৮ vర్మిసె2,84* নোয়াখালি Svర్ళిరిగా, రి ( d vర్మికి, రిఫె) দিনাজপুর ৮,৮৬,৭২৩ ৭,৯৩,৮৩২ পাবনা ১১,১১,৭১২ vచి 3 రి!" বীরভূম ২,৫২,ন ৪৮ ఆరిట,83 d লিখনপঠনক্ষমের অনুপাতের হ্রাসবৃদ্ধি বঙ্গের ১৯২১ সালের সেগস রিপোর্টের সহিত లు সালের সেন্সস রিপোর্টের হাজারকরা লিখনপঠনক্ষমের সংখ্যাগুলি তুলনা করিলে দেখা যায়, যে, বঙ্গের অধিকাংশ জেলায় ১৯২১ সালে হাজারকরা যত হিন্দু পুরুষ লিখনপঠনক্ষম ছিল, ১৯৩১ সালে হাজারকর তার চেয়ে কম হিন্দু নিজমের অনুপাত বাড়িয়াছে। মুসলমানদের মধ্যেও धरें জয়পাতের হ্রাসবৃদ্ধি হইয়াছে। তাদের গছপাত বেশী জেলায় বাড়িয়াছে, কম জেলায় কমিয়াছে। नमूवंग च阁 暂 獨 সংখ্যাগুলি উভয় বৎসরের সেন্সস রিপোর্ট হইণ্ডে গ্রুঞ্জযতীন্দ্রমোহন দত্ত কর্তৃক সংকলিত নীচের তালিকা দেওয়া