পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাণীর পূজার দীপ জলে যে যে ঘরে সেথা এল চিঠি—এস দাও পরিচয় রবীন্দ্রের। দীপগুলি মৃদ্ধ হেসে কয়— বৰ্ত্তিক কি লাগে সূর্ঘ্যে চিনাবার তরে ? ভারি রশ্মি পরিচিত করে চরাচরে, তাহারি উদয়ে হয় ধরার উদয় । ভারতীর বরপুত্র সত্য নাম ধরে । গয়ে তার প্ৰেমদৃষ্টি শুনি তার গীতে শতাৰ্ছ বরব ধরি অকুষ্ঠিত হাতে ৰিলাইলে গীতস্থধা সন্ধ্যায় প্রভাতে ; ঢালিয়াছ বর্ষ সাথে সঙ্গীতের ধার । শুনিয়াছ তার সাথে বীণার বঙ্গার। o বাদলের সাথে তব বেজেছে মাদল, . একতার পত্র পরে টুপটাপ জল । গভীর নিশীথে যত শুনায়েছ গান । করিয়াছে সুশীতল কত তপ্ত প্রাণ, , এনে দেছে মুখস্বল্প অনিজ নয়নে উষায় জেগেছে সুপ্ত খুলার শয়নে। : হে বাণীর পুত্র, করি নমস্কার : ধন্ত তুমি পেয়েছ যে ভার বিলাবার o তুমি ভারতের রবি, খঞ্জ জন্মভূমি। "