পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌষ জনাও কন্ড বড় ?. \Ot বাক্য উচ্চারণ করিত, ইহারাও তেমনি করিয়া আমাকে কত রকমের উপদেশই না দিতে লাগিল। তাহদের বিচিত্র বর্ণের শাড়ীর ঔজ্জ্বল্য, অলঙ্কারের ঐশ্বধ্য এবং স্বাগদ্ধির স্বরভি বৃষ্টির কলরোলের মধ্যে মনের ভিতর ইন্দ্রজাল রচনা করিবার পক্ষে যথেষ্ট। কিন্তু আমি বোধ করি ইহাদের জন্য ব্যাকুল ছিলাম না । ষে-হতভাগিনী আপনার অনিচ্ছাকৃত অপরাধের লজ্জায় ইহাদের মধ্যে আসিয়া দাড়াইবার সাহল করে নাই— হয়ত ছাদের উপর হইতে লুকাইয়া তার দাদার এই জয়যাত্রা দেখিতেছে, ঘরের মধ্যে তার যে তন্দ্ৰ-তদগত মুখখানি কিছুক্ষণ আগে দেখিয়া আসিয়াছি—সেইটাই বারংবার আমার চোখের সামনে ভাসিয়া উঠিতেছিল। স্বারের কাছে আসিয়া গাড়ীতে উঠিবার পূৰ্ব্বে মাকে তাহার দাসী আনিবার আশ্বাস দিয়া গুরুজনদের প্রণাম করিলাম। শখ আর হলুধ্বনি বৃষ্টির করেদিকে ছাপাই৷ উঠিল।. ছোটমাম তাড়াতাড়ি, গাড়ীর দরজা খুলিয়া দিয় বলিলেন,—নে, নে, উঠে বোস। লয়ের সময় প্রায় উত্তীর্ণ হতে চলল। g शोफ़ेौघैदिक यांशां८शाफ़ फूल निब भयूट्ब्रव्र अङ कब्रिह সাজান হইয়াছে। . - আমাদের জীবনের প্রথম ও শেষ কাব্য রচনার জন্ত প্রস্তুত হইয়া উঠিয়া বসিলাম। মা মাথায় হাত দিয়া আশীৰ্ব্বাদ করিলেন । - তাহাকে বললাম,—গান্ধী বোধ করি ছাদে দাড়িয়ে ভিজছে। তুমি ওর কাছে যাও। ও নিশ্চয়ই নিজেকে বজ্ঞ একা মনে করচে । مجsكيبيجsيييييي ব্ৰহ্মাণ্ড কত বড় ? শ্ৰীজ্যোতিৰ্ম্ময় ঘোষ ব্ৰহ্মাও কত বড় এ-প্রশ্ন মানুষের মনে উদয় হইলেও ইহার মীমাংসার কোন চেষ্টা বিংশ শতাব্দীর পূৰ্ব্বে কখন হয় নাই। কারণ ব্ৰহ্মাও যে অসীম এবং অনন্ত এই ধারণাই মানুষের মনে চিরদিন বদ্ধমূল হইয়া রহিয়াছে এবং বৈজ্ঞানিকও এমন কোন স্বত্র পান নাই যাহার দ্বারা ব্ৰহ্মাণ্ডের আকার বা আয়তন সম্বন্ধে কোন গবেষণা চলিতে পারে। সুতরাং এ-সম্বন্ধে কোন চিন্তা মনে উঠিলেই আমরা এমন একস্থানে উপনীত হই ‘বাঁচে যথা নিবর্ভস্তে অপ্রাপ্য মনসা সহ ।” কিন্তু গত কয়েক বৎসর যাবৎ ঠিক এই প্রশ্নই বৈজ্ঞানিকদিগের গবেষণার বিষয়ীভূত হইয়াছে। ইহার यथम रजशाउ s>s* धुंडेटक बर्षन जांश्नहेोहेन् ऊँशब्र ‘সাধারণ আপেক্ষিক-তত্ত্ব প্রকটত করেন। এই তত্বের ফলে স্থান ও কাল সম্বন্ধে নানা প্রকার নূতন ভাবধারার স্বষ্টি হইল এবং সমগ্র ব্ৰহ্মাণ্ডের জাকার ও আয়তন সম্বন্ধেও নানা প্রকার বিচার ও আলোচনা আরম্ভ इट्रेल । - আইনষ্টাইনের নবাবিষ্কৃত মাধ্যাকৰ্ষণতত্বের ফলে জানা গেল, যে-প্রদেশে বা যে-স্থানে কোন জড়পদার্থ বিদ্যমান, তৎপাশ্ববর্তী স্থানসমূহ ইউক্লিডীয় নহে। অর্থাৎ সে স্থানে ইউক্লিডের জ্যামিতি খাটিবে না। সাধারণ ভাষায় এরূপ স্থানকে বিক্রস্থান’ বলা যাইতে পারে। এই কারণেই স্বর্ঘ্যের চতুর্দিকস্থ স্থান বক্র এবং সেই জন্তই স্বর্ষের নিকটস্থ প্রদেশের ভিতর দিয়া যে-সকল তারকার রশ্মি আমাদের কাছে আসে, সেগুলি ইউক্লিড-অনুমোদিত সরল পথে আসে না। এই অজ্ঞাতপূর্ব ঘটনাটি এডিংটন-প্রমুখ জ্যোতিষিগণ প্রত্যক্ষ করিয়াছেন । - २००१ धुंडेrश छि, जैौ$ब्र नामक चनक वजनिक