পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করা আবশুক । ব্ৰহ্মাও গোলকের বর্তমান ব্যাস আনুমানিক ৬২৬৪৫৬৩৩২৮••••••••••••• মাইল। অর্থাৎ আলোকরশ্মি প্রতি সেকেণ্ডে ১,৮৬,০০০ মাইল হিসাবে চলিলে উক্ত দূরত্ব অতিক্রম করিতে ১০৬৮ কোটি বৎসর লাগিবে। সমগ্র ব্রহ্মাণ্ডে যে জড়পদার্থ আছে তাহার পরিমাণ সম্বন্ধে একটা মোটামুটি ধারণা এইরূপে হইতে পারে—যদি আমাদের সুর্য্যটিকে একটি সাধারণ তারকা বলিয়া ধরিয়া লওয়া হয়, তাহা হইলে দশ সহশ্র কোটি স্বর্ষ্যের সমষ্টিকে একটি তারকাপুঞ্জ বলা যাইতে পারে। এইরূপ দশ সহস্ৰ কোটি ר כמא তারকাপুর একত্র করিলে সমগ্র ব্রহ্মাণ্ডের সমান হইতে পারে। যদি বৈজ্ঞানিকগণের পরিকল্পিত ইলেকট্রনকে সমস্ত জড়পদার্থের অবিভাজ্য পরমাণু বলিয়া ধরিয়া লণ্ডয়া যায়, তাহা হইলে সমস্ত ব্ৰহ্মাণ্ডের ইলেক্ট্রনের সংখ্যা জানিতে হইলে একের পিঠে উন-আশীটা শূন্ত দিতে হইবে। এই গণনাগুলি অভ্রান্ত সত্য বলিয়া প্রতিপন্ন না হুইলেও বৈজ্ঞানিকগণের বর্তমান চিন্তাধারার পরিচয় ও ফল রূপে ইহার মূল্য আছে। eenmani - EEE ব্রহ্মদেশে নারীর স্থান ঐসুরুচিবালা রায় পূবের আকাশের শুকতারাটি নিবিবার আগেই, আশপাশের ফুঙ্গি চাউজ ( আশ্রম)গুলির ঘন্টাধ্বনিতে গাঢ় ঘুম আমাদের হালকা হইয় আসে। আশ্রমে আশ্রমে ফুঙ্গিরা তখন জাগিয়া উঠিয়া আশ্রম বালকদের সহিত র্তাহাদের শেযরাত্রির উপাসনা আরম্ভ করেন। সেই স্বগষ্ঠীর এবং স্বমধুর জাগরণীর ঘণ্টা কানে যাইতে যাইতেই, গৃহস্থঘরের গৃহলক্ষ্মীরা ধীরে ধীরে শয্যা ছাড়িয়া উঠিতে থাকেন, উপাসনা অস্তে ভিক্ষুরা ভিক্ষায় বাহির হইবেন, সুতরাং ইহারই মধ্যে রান্নার যা-কিছু শেষ করিয়া রাখিতে হইবে ; নিজালস চক্ষু দুটি তাহদের আরও একটু বিশ্রাম চাহে, কিন্তু বিলম্বে পাছে ভিক্ষান্ন দিতে না পারিয়া সে দিনটিই তাঁহাদের ব্যর্থ হইয়া যায়, এ আশঙ্কা বিশ্রামস্থখকে তুচ্ছ করিয়া দেয়। রন্ধনশালায় বাতি জালিয়া, চুল্লীতে চুীতে আগুন দিয়া, সেই শেষরাজিতেই ভক্তিপরায়ণ ব্ৰহ্মনারীরা তাহাঙ্গের দিনের কাজ আরম্ভ করিয়া দেন । এই ষে সেবার আকাঙ্ক্ষা ইহা মাত-মাতামহীদের নিকট হইতে ক্ৰমে ক্রমে উত্তরাধিকারীজেই ইহাদের পাওয়া। ভিজুকে ভিক্ষাদানের কাজে দিবসের কার্য যাহ্বাদের আরম্ভ হয়, খামি-পুত্রককার সেবায়, লামাজিক নানা ক্রিয়াকর্শ্বে যোগদানে, এবং আপনার স্বাস্থ্য সৌন্দৰ্ঘ্য এবং তৃপ্তি সাধনের প্রতিও লক্ষ্য রাখিয়া, সাধারণতঃ আনন্দেই সে দিবস তাহাদের হয়, অবশেষে রাত্রিতে শিশুসস্তানগুলিকে শয্যায় শোয়াইম্বা উহাদের বোধগম্য কোমল স্তোত্রগুলি মধুর স্বরে গাহিতে গাহিতে পাশে গুইয়া মায়েরা বিশ্রামলাভ করেন, কচি কচি শিশুগুলি মায়ের ঘুমপাড়ানী মুরে ঘুমাইয় পড়ে, অপেক্ষাকৃত বড়রা তাহাদের কচিকণ্ঠের আধো আধো ভাষায় মায়ের সঙ্গে সঙ্গে প্রার্থনার কথাগুলি আয়ত্ত করিবার চেষ্টা করিতে করিতে, কখন এক সময় নীরব হইয়া ষায় । মাতা তখন হয়ত নিম্ন কণ্ঠে তাহার নিজের উপাসনা আরম্ভ করেন, অথবা কখনও কখনও নিকটস্থ কোন গৃহপ্রাঙ্গণে বা মুক্ত জায়গায় যেখানে বসিয়া পাড়ার লোকের গল্প গুজব বা হাস্ত পরিহাস করিতেছে, সেখানে গিয়া যোগদান করেন। দুই চারিটি নিতান্তই সাহেবী ভাবাপন্ন পরিবার ব্যতীত, বর্শার মেয়েদের প্রকৃতি প্রায় সকল পরিবারেই এইরূপ । সংসারের প্রতিটি কাজ আপন হন্তে সম্পাদান করিয়া সংসারের বাহিরেও সকল কিছুতেই আপনাকে যুক্ত রাখিয়া বৰ্ণামেৰে যে বিমল আনন্দ লাভ করিয়া থাকেন, আমাদের বাংলাদেশে