পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

لأن تنة انع انت R 3 লক্ট লে'কক্ষ লক্ষ দে জলনিৰ নয়ানৰাৰুহ্ম অন্ধখের সময় তার মা আর বোন তাকে দেখতে এসেছিলেন । আমার বন্ধুদের মধ্যে সকলেই শিক্ষিত এবং চতুর, ইংরেজীতে স্বাকে বলে স্মার্ট ; কিন্তু “মহিলাসমাজে তারা একেবারে অচল । হয় অন্তায় রকম চুপ করে থাকে, নয় মঞ্জিয়া হয়ে একান্ত বেফাঁস কথা বলে বসে। কিন্তু মেয়েদের সামূনে আমার অবিচলিত স্বাতন্ত্র্য এবং আমার সরস বচনবিজ্ঞাসের জন্তে বন্ধুরা আমাকে প্রশংসাও করে থাকে এবং আমি নিশ্চয় জানি ঈর্ষাও করে মনে মনে । বেশ সপ্রতিভভাবে জিজ্ঞাসা করলুম,– নয়ানবাবুর ঘর বন্ধ দেখলেন তো ? এই পনের মিনিট আগে ভদ্রলোক তীয়বেগে কোথায় বেরিয়ে গেলেন। খানিকটা ওয়েট করে দেবেন না-কি ! গঙ্গাটা পরিষ্কার কবে মৃদুস্বরে মনোজ বললে,—স্থ । ‘ভেতরে চলে আস্কন –বলে মনোজের কাধের কাছটান্ন ছাড,দিয়ে তাকে টেনে আমার ইজিচেয়ারে বসিয়ে দিলুম। আর একটি মাত্র চেয়ার— সেখান মহিলাটির দিকে সরিয়ে দিয়ে বললুম-বন্ধন । তক্তপোয়খানা গানের আসরের জন্যে বাইরে বার করে দিয়েছি কাজেই আমাকে হয় মেঝেতে পাতা জাজিমে বলতে হয়, নয় দাড়িয়ে থাকতে হয়। অন্য কেউ হ’লে অপ্রতিভ হয়ে পড়ত, কিন্তু আমি অর্গ্যানটার ওপর হেলান দিয়ে এমন শোভন ভাবে দাড়ালুম যে, ওদের আর আপত্তি করবার কিছু রইল না। আমারই ঘবের মধ্যে একটি . পূর্ণযৌবন নব্যধরণে সজ্জিতা মেয়ে । ভাগ্যিস প্রসাধনটা অাগেই সারা হয়ে গিয়েছিল । হাতটা কচলাতে কচলাতে বেশ হাতপ্রফুল্প গলায় আরম্ভ করলুম-তারপর মনোজবাবু, আপনার ঋণশোধের কি ব্যবস্থা করলেন ? - যা ভেবেছিলুম ! মনোজ চমকে উঠল। ছ’জনেই আমার দিকে চাইলে । বললুম-এখনও আপনার কাছে দুখানা গান পাওন। আছেsল কথা মনে আছে তো? আচ্ছ হঠাৎ ওভাবে

  • ক্ষয় জাগতিক দেখে চুপ করে যেতে দ’ল।

- ఏంeం ও লাজুক, তা জানি ; কিন্তু এতটা বাড়াবাড়ি কি ভাল ? মনে মনে একটু বিরক্ত হয়েই বললুম-দেখুন, যদি আপনাদের ‘আনকম্ফার্টেবল বোধ হয় আমি না হয় ছাদে যাচ্ছি। • মনোজ আবার গলাটাপরিষ্কার করে নিয়ে বললে,—দেখুন, আপনার সঙ্গেই একটু কথা আছে— অবাক হলুম, কিন্তু বললুম-বেশ ত, বলুন— কিন্তু প্রায় আধমিনিটকাল মনোজ কিছুই বললে না, শুধু নার্ভাস’ ভাবে এদিক ওদিক চাইতে লাগল। তারপর হঠাৎ বলে উঠল,—মুশীলবাবু, ইনি আমার সিষ্টার। মনোজ ওকখা না বলে যদি বলত—ইনিই সেই কুন্দগুস্ত্র নগ্নকাস্তি স্বরেন্দ্ৰবন্দিত উৰ্ব্বশী, তাহ’লেও তার গলায় অতটা উত্তেজনা বেমানান হত না । একটু হতবুদ্ধি হয়েই সম্মিত নমস্কারপর্কটুকু সারলুম। কিন্তু আরও হতবুদ্ধি হওয়া অদৃষ্টে ছিল। হঠাৎ আবিষ্কার করলুম, আমাকে সম্পূর্ণ উপেক্ষ করে ভাই বোনে বিপুল বেগে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে । আর সেই লাজুক, মিতভাষী মনোজের গল তীব্র থেকে তীব্রভব হচ্ছে। মনে মনে এই তথ্যটা সেদিন নোট করে রাখলুম যে, মোলায়েম মেজাজের লোকর যখন রাগে তখন তাদের সেই অস্বাভাবিক ঝাঝটা একেবারে অসহ উৎকট বলে বোধ श्ध्रे । বোঝা গেল মনোজ নিদারুণ রেগেছে । কিন্তু কার ওপর ? যতটা আন্দাজ করতে পারছি, মনে হয় আমিও কোনও ক্রমে এর সঙ্গে সংশ্লিষ্ট আছি। ভেবে কিছুই পেলুম না। ওদের কথোপকথনের অংশগুলো যথাসাধ্য বোঝবার চেষ্টা করতে লাগলুম। মনোজ চাপা তীক্ষ্ণস্বরে বলছে,—একে তুই আগে কখনও দেখিসনি ? মেয়েটি স্থির ধারালো কণ্ঠে উত্তর দিচ্ছে,—কোথায় আবার দেখব ? একটা কথার উত্তরে আর একটা কথা জিজ্ঞাসা করতে কতদিন তোকে বারণ করেছি। যা জিজ্ঞাসা করছি এককথায়, তার জবাব দে । এর আগে তোদের আলাপ ছিল কি-না ? - cऋग्र*ि शिजांप्रब्र उगौरफ भूषं छूण क्यटन,ा-८क्ष