পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

DDDD DD DDBB BBB BB BBB BB BBB BBB BB BBB BBB BBB BBB DD DBS অঞ্জ সংবরণ করতে পারিলাম না। একবার মনে হইল, তাহাকে ডাকিয় কিয়াই। কিন্তু আমার এই আকস্মিক ছৱঁলতায় লজিক্ত হইয়া বিছানায় গিয়া গুইয়া পড়িলাম। i. পরদিন সকালে দাদার সঙ্গে দেখা হইলে দাদা বলিল, “তুই কিশোরকে কি বললি ? সে আবার আসবে না ?” আমি বলিলাম, “আমি তাকে বলেছি আমি বিয়ে করব না। তিনি বোধ হয় আর এখানে আসবেন না ।” দাদা রক্ট হইয়া বলিল, “তুই একটা মস্ত ভুল করলি । এর জন্তে পয়ে অনুতাপ করতে হবে। মার মৃত্যুশয্যার আদেশ, তাও তোর কাছে কিছুমাত্র গণ্য হ’ল না ।” আমি বললাম, “দা, আমি ওসব সেন্টিমেন্ট (ভাবপ্রবণতা ) মানি নে । আমি যে ভাবে আছি, এই ভাবেই বেশ কেটে যাবে। আমার বিয়ের জন্ত তুমি ব্যস্ত হয়ে না।" আমার দিন সেই ভাবেই আরও কতক দিন কাটিত । ইতিমধ্যে একদিন মহা বিভ্রাট উপস্থিত হইল। জন্য দিনের স্থায় সেদিন শঙ্করের সহিত আমি বেলা সাড়ে দশটার সময় স্কুলে গেলাম। হেড মিষ্ট্রেস আমাকে তাহার স্বরে ডাকাইয়া বসিতে বলিলেন । র্তাহার সঙ্গে আমার এইরূপ কথাবার্ত হইল – “শোন, জামাকে বাধ্য হয়ে তোমাকে একটা কথা বলতে হচ্ছে। আমাদের এই স্কুলের স্বনামের জন্ত আমি দায়ী। এই স্থলের ধারা সব টীচার আছেন, তাদের স্বনাম ও সচ্চরিত্রের উপরই স্থলের স্বনাম নির্ভর করে। তাদের স্বভাৰ চরিত্র দেখেই মেয়ের শিক্ষা লাভ করে, স্বতরাং তাদের চরিত্রে ধাতে কোনরূপ কলঙ্ক বা সন্দেহু স্পর্শ না করে আমাকে তা দেখতে হৰে । আমি বিরক্ত হইয়া বলিলাম, “আপনি আমাকে এসব কৰ কেন বলছেন ?” జడ জ্বলিলেন; তোমাৰে নিয়ে যায়, ওর সঙ্গে তোমার এতটা ঘনিষ্ঠত হওয়ার কারণ কি ?” 彎 আমি বললাম, “উনি আমার দাদার শাল, আমাদের ফুটুৰ। উনি অনেক দিন থেকেই জামাদের বাড়িতে যাতায়াত করছেন, আমার সঙ্গে বন্ধুতা হয়েছে, তাই আমার সঙ্গে আসা-যাওয়া করেন। আপনাদের স্কুলে চাকরি করি বলে কি আমার কোন আত্মীয়বন্ধুর সঙ্গে মিশতে পাব না ?” তিনি বলিলেন, “মিশতে পার, কিন্তু একজন অবিবাহিতা যুবতী অর্থাৎ যাকে তোমরা বল তরুণী—তার একটি যুবকের সঙ্গে সৰ্ব্বদা এতদূর গলাগলি ভাবে বেড়ান ভাল দেখায় না। আর ঐ যুবকটির ভাবভঙ্গিও ভাল ব'লে বোধ হয় না। তাতে নানা জনে নানা কথা বলছে । তোমার সঙ্গে তার ভালবাসা হয়েছে কি ?” করবার কোন অধিকার নেই। আপনার অধীনে কাজ করি বলে আপনি আমাকে এরূপ অপমানসূচক কথা বলতে পারেন না ।” তিনি বলিলেন, “আহ, রাগ কর কেন ? আমি দোষের কথা কি বলেছি ? আমি বলি, যদি তোমাদের ভালবাসা হয়েই থাকে, তবে বিবাহ করলেই ত সব গোল চুকে যায়, কারও কোন কথা বলবার যে থাকে না। নচেৎ তোমরা এখন ষেভাবে চলাফেরা করছে, তাতে লোকে মনে করে কি ? তুমি কারও মুখ বন্ধ করে রাখতে পার ? কেউ কেউ ঠাট্টা করে বলছে, এদের কম্প্যানিয়নেই ম্যারেজ( সখ্য বিবাহ ) হয়েছে। জামরা সেকেলে লোক, আমরা এ সব কথার মানেটানে বুঝি নে, আমরা বিৰাহকে একটা ধৰ্ম্মসঙ্গত পবিত্র অনুষ্ঠান বলেই জানি, তা যে-কোন ধর্শেরই হোক। এই কম্প্যানিয়নেটু ম্যারেজ আমাদের দেশে কখনও ছিল না, শুনছি আমেরিকায় নাকি এর স্বত্রপাত হয়েছে । আমি যত দূর বুঝতে পারি, সেটা একটা দুর্নীতিমূলক गषक कई चांद्र किङ्ग नछ । चांमि जनरड ब्रहे cडीयांtनद्र