&\o এই সময়ে প্রমীলা বলিল--"কিশোর-দাদা, দিদিরা একটা নারীপ্রগতি সমিতি করেছেন, দিদি তার সেক্রেটারী হুয়েছেন " আমি বলিলাম—“ই, আমি সে-কথা শুনেছি।” নীক দেবী বলিলেন—“আপনি ত নারীপ্রগতির বিরোধী। হয়ত আপনি এবার তার সমালোচনা ক’রে একটা মন্ত প্রবন্ধ লিখবেন ।” আমি হাসিয়া বলিলাম—“এখনও ঙ্কি আপনি আমাকে আপনাদের শত্রু মনে করেন ?’, নীর দেবী বলিলেন-—“তা করি বইকি । কি কস্মিনকালে তার গায়ের ডোরা বদলাতে পারে ?” স্বকুমার কোথা হইতে আসিয়া বলিল—“চিতেবাঘ গায়ের ডোরা না বদলাইয়াও তার রক্ষকের নিকট পোষ মানতে পারে।” - নীরু দেবী বলিলেন,—“আমি আগে যে প্রশ্নটা তুলেছিলুম, তার উত্তর কি ? বর্তমান রাজনৈতিক আন্দোলনে আমাদের কৰ্ত্তব্য কি ? যখন সমগ্র ভারতবর্ষ আজ মহাত্মা গান্ধীর জাহানে সাড়া দিচ্ছে, আমরা তরুণতরুণী দল কি বিলাসের আয়াসে ঘরের কোণে ব’সে থাকব ? আমরা ভারত-দুহিতার কিন্তু তা পারব না। আমাদের নারীপ্রগতি সমিতি এ বিষয়ে আমাদের কৰ্ত্তব্য স্থির করেছে।” চিতেবাঘ శeRTSi SOBO স্বকুমার বলিল—“অর্থাৎ তোমরা এক নারীবাহিনী গঠন করে পতাকা উড়িয়ে, হৈ হৈ ক’রে রাস্তায় বেরবে, আর তাই দেখে ইংরেজ সৈন্য দেশ ছেড়ে চম্পট দেবে।” নীরু দেবী ঈষং কোপকটাক্ষ নিক্ষেপ করিয়া বলিলেন,-- “তুমি থাম দাদ, কেবল ঠাট্টা । কেন, আমরা দোকানে দোকানে পিকেট করব। তোমরা ভীরুর দল পুলিসের ভয়ে নড়বে না, তা আমি বিলক্ষণ জানি।” * নীরু দেবীর নয়ন-কোণ হইতে যেন বিদ্যুখশিখা ছুটিতেছিল, আমি তাহ দেখিয়া স্তম্ভিত হইলাম এবং মনে উত্তেজনা অনুভব করিলাম। স্বকুমার কিন্তু তাহার বিদ্রপ ছাড়িল না । সে বলিল,—“তোমরা কবে সেই অভিযানে বেরবে ? আমি আর কিছু না করি, অন্ততঃ তামাসা দেখতে তোমাদের পেছনে পেছনে যাব।” - নীরু দেবী আমার দিকে তাকাইয়া বলিলেন,--“আপনিও কি সেই তামাসা দেখার দলে ?” আমি গম্ভীর ভাবে বলিলাম, “আমি এখনও আমার কৰ্ত্তব্য স্থির করিনি। ভেবে দেখি। আমি তবে এখন আসি।” আমি এই বলিয়া বিদায় গ্রহণ করিলাম। LSLSSLSLSSLSLSSDSDSDSSLSSSLSLS CS SCS S 常露。聽 جون \ു! 畿 risa): S S S S S S S S S S S S S S S S S S S SL SLS SZ S S
পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।