পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8峻

#ांब्री श्रृंखैौब्रडॉरब रुणिज-फैोहे कद्रव बांबा । जांब्र

তাৰ না। s কয়টি কথা ৰলিয়াই সঙ্গালী পরিশ্রান্ত হইয়া পড়িয়াছিলেন। চোখ মুদিয়া তিনি নীরবে শুই রছিলেন। ট্যারা বাহিরে জাগিয়া ভোলাকে বলিল --ভাও, বাবাকে ডল দিয়ে এছো ! ভোলা চড়াইয়াছিল চায়ের জল, সে বিরক্তিভরে কহিল— ভূ বেটী বা ঐখানে। বেটা আমার সোহং স্বামী এলেন । দোষ, জল দোব। শুধু কি জল দিলেই হবে ? বেটা বুড়ে দিন-রাত বয়জোর কাপড় ময়লা করছে । বকিতে বকিতে সে এক ঘটি জল মহাস্তের কাছে নামাইয়া দিয়া আসিল । সন্ন্যাসীর কণ্ঠস্বর পাওয়া গেল—কাপড় কেীপীন বলে দে ভোলা । বাহির হইতেই ভোল৷ উত্তর দিল-দোৰ গো দোব ! চানের সময় দোব। ভাড়ারের কাজ সারি, দাড়াও । এদিকে চায়ের আলর জমিয়া উঠিল। সেই শূলপাণি— লক্ষ্মীকান্ত সকলেই আসিয়াছিল। ট্যারাও আজ মজলিসের একজন সভ্য। আজ সমস্ত কথাই হইতেছিল ট্যারাকে লইয়া। সে গল্প করিতেছিল—কট ডায়গা গেলাম বাবা, হরিজ্ঞার, কাচী, বডিডনাখ, কামরূপ, আডুঢ়া, ডারকা— কট ভায়গা বলে । ৰুট টপস্ত করলাম বলে। শূলপাণি ফুরিয়াছে অনেক, সে প্রশ্ন করে—কোথা কি দেখলি বল দেখি ? जचौकांख् গিয়াছিল কাশী, Gማ बलिन,--ञांधक কাশীর কথাই বলুৰ ত আগে। ট্যারা হি-হি করিয়া হাসিতেছিল। কহিল—বিঠ্যনাথ— বজিনাখ কষ্ট ঠাকুর, ঠব কি মনে থাকে? ভোলা বলিল—বেটা পয়লা নম্বরের মিথ্যাবাদী। কই বল দেখি বদ্যিনাথের কাটা হাত ? গভীর ভাবে ট্যারা বলিল – টা-চার পাঁচটা হবে। কে জ্ঞানে বাধা-ডে অণ্ডকার মণ্ডির ! মহাপ্ত আকিতেছিলেন-ভোল-ভোলা ! .ভোলা বিরক্তি ভরে বলিল দাদা, জালালে বেটা বুড়ে, ময়েও ‘ন, বাটেও না। দাও এখন কাপড় ছাড়িয়ে দাও— भाणां अब्रिकांत्र कब्र माँe । লক্ষ্মীকাণ্ড পরামর্শলি-গাড়া দিল না তুই। -- ఏరBor কিছুক্ষণ পর দেখা গেল ট্যারা মহান্তের ঘর পরিষ্কার করিতেছে । ভোলা খুশী হইয়া বলিল—বেশ করেছিস্ রোজ করবি। বুড়ে মলেই আমি মহাম্ভ হৰ—তোকে চেলা বানাব। বুঝলি ! ট্যারা ভেঙাইয়া কহিল—ড-ড বেটা চোর বামুন টাের চেয়ে আমি বড় সাদু। টোর চেলা কে হবে--ভাঃ ! স্বার্থের খাতিরে ভোলা কথাগুলো হজম করিয়া যায়। অপরাহ্লের দিকে পূর্বের মতই ভদ্রজন আসেন সব । ভবানীরঞ্জন এখনও তেমনি সংবাদপত্রখানি লইয়া আসেন। মহাস্তের ঘরে প্রবেশ করিয়া ভবানীরঞ্জন বলেন,—আজ কেমন বাবা ? মহাস্ত কি একটা লইয়া দেখিতেছিলেন, সেটা পাশে রাখিয়া দিয়া বলিলেন—মায়ী হামার পাথর টিপি দয়া করছেন নাই ভাই। জীউ যায় না দাদা । প্রসঙ্গটা পরিবর্তন করিবার জন্ত ভবানীরঞ্জন বলিলেন— কি—দেখছিলেন কি ? ওটা কি ? বস্তুটি তুলিয়া ধরিয়া মহাস্ত নিৰ্ণিমেষ দৃষ্টিতে চাহিয়া দেখিতে দেখিতে বলিলেন—মেডিল। লড়াইসে মিলেয়ে ছিল ভাই । 봉 景 용. বাহিরে ক্রমশঃ সংবাদপত্রের আসর জমিয় উঠে । হাস্যপরিহাসের কলরবের মধ্যে মাঝে মাঝে রুগ্ন মহাঙ্গের কণ্ঠস্বর পাওয়া যায়-ভোলা ভোলা ! অবশেষে ডাকেন—টেঢ়া ! সঙ্গে সঙ্গে আশ্বস্ত-কণ্ঠের সাড়া পাওয়া যায়--ধরে তো বেটা খুক্ত দানীটাে ধরে তো। মাঝে মাঝে ট্যারার তন্ত্রী শোনা যায় ভোলার উপয়—সে বলে, ভাও না বেটা বামুন। টোমার কাড জামি করব কেন ? ডেকবি কাল চলে যাব আমি গায়ে। ভোলা বলে-ওরে বেটী বাউরী, গোসাইয়ের সেবা করতে পাওয়া তোর ভাগি । ট্যার রাগিয়া আগুন হইয় উঠে। বলে—তোৰ বামুনের নেটার মেয়ে। জার্ট টুলে কটা কও টুমি টোর বামুণ । ভোৰ বলে টোমার ৰিজ্যে ?—তারপর সে আপন মনেই মূৰে