পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8Կ8 "ব্রহীষ্ট So8రి বদলি হইলে সংস্কারকার্য্য বন্ধ হুইয়া যায়। পরবর্তী কালিদাস বাবুকে সাধ্যমত সাহায্য করিয়াছিলেন র্তাহাদের সম্পাদক কালিদাস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অসাধারণ মধ্যে অগ্রণী ছিলেন ঐযুক্ত কাশীনাথ মিত্র, শ্ৰীযুক্ত অক্ষয়কুমার চেষ্ট ও অধ্যবসায়ের ফলে ১৯১৫ সালে পুরাতন, জরাজীর্ণ মিশ্র, ঐযুক্ত দয়ালচাদ মুখোপাধ্যায়, রায় সাহেব গয়াচত্র কাষ্ঠ-নিৰ্ম্মিত নাটমন্দিরের স্থানে বর্তমানের প্রস্তর-নিৰ্ম্মিত বন্দ্যোপাধ্যায় এবং মন্দিরের তদানীন্তন পুরোহিত শ্ৰীযুক্ত দেবীচরণ ভট্টাচাৰ্য্য মহোদয়গণ । কালীবাড়ির নলনিৰ্ম্মিত স্বরম্য অতিথি-হুধন প্রশস্ত নাটমন্দিরটি প্রস্তুত হয়। ইহার পর কালিদাস বাবুরই উদ্যোগে ১৯১৮ সালে মন্দিরের বর্তমান স্বরম্য, প্রস্তরগঠিত অট্টালিকার নির্মাণকাৰ্য্য সম্পন্ন হয়। এই কার্ষ্যে তিনি খেছুই জন অক্লান্তকৰ্ম্ম সাহায্যকারী পাইয়াছিলেন, উহাদের নাম অমূল্যচন্দ্র মুখোপাধ্যায় ও বেচানাথ ঘোষাল। ইহাদের নিবাৰ্থ সহায়তা ব্যতীত এত শত্র এই স্ববৃহৎ কার্যটি স্বসম্পন্ন হইত কিনা সনেহু। এই দুই জন ব্যতীত আর র্যাহার মন্দির ও নাটমন্দিরের পুনঃ নিৰ্ম্মাণের সহমতাকল্পে সিমলার তদানীন্তন প্রায় সকল বাঙালীই যথাসাধ্য অর্থসাহায্য করিয়াছিলেন। র্তাহারা ব্যতীত আর র্যাহারা ঐ বিষয়ে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন, তাহদের মধ্যে নিম্নোক্ত কয় জনের নাম সমধিক উল্লেখযোগ্য। বৰ্দ্ধমান জেলার অন্তর্গত জনাইডিহি গ্রাম নিবাসী শ্ৰযুক্ত মুকুন্দলাল লায়েক মহাশয়ের বদান্ততায় দেড় হাজার টাকা ব্যয়ে নাটমন্দিরের অঙ্গনটি এবং ১৯১৩ সালে শ্ৰযুক্ত প্ৰবোধচন্দ্র মুখোপাধ্যায়ের দানে মন্দিরের পরিক্রমার স্থান মৰ্ম্মরপ্রস্তরমন্তিত হইয়াছে। ১৯২৪ সালে দিল্লীর স্বপ্রসিদ্ধ কষ্টকটর শেঠ আলোণী প্রসাদ মহাশয় সাত হাজার টাকা ব্যয়ে মন্দিরের মধ্যে দেবীর বিগ্রহ স্থাপনের জন্ত মৰ্ম্ময়রচিত একখানি অপূৰ্ব্ব স্বন্দর পদ্মাসন প্রস্তুত করাইয়া দিয়াছেন । ১৯৩০ সালে সিমলা জেলার অন্তর্গত জুব্বল রাজ্যের স্বাধীন নৃপতি রাণাসাহেব পাঁচশত টাকা ব্যয়ে নাটমন্দিরের অঙ্কিন্দে দুইটি মৰ্ম্মরস্তম্ভ নিৰ্ম্মাণ করাইম দিয়াছেন। পর বৎসর জয়পুরের বর্তমান মহারাণী মহোদয়ার বদান্ততায় দেড় হাজার টাকা ব্যয়ে মন্দিরের জন্য দুইখানি রজতমণ্ডিত দ্বার নিৰ্ম্মিত হইয়াছে। ১৯২৫ সালের শেষভাগ হইতে ১৯৩০ সাল পর্য্যস্ত রায়সাহেব শ্ৰীযুক্ত শৈলেশ্বর বন্দোপাধ্যায় মহাশয় কালীবাড়ির সম্পাদক ছিলেন । ১৮৯০ সালে নির্শ্বিত মন্দিরসংলগ্ন জীর্ণ অতিথি-মহলটির পুনর্নির্মিাণ করিবার কথা তাহার সময়ে o