পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ णिबला कांजौबाक्लि. 8ፃ¢ হয়, কিন্তু তিনি ভগ্নস্বাস্থ্য হইয় পড়ায় কার্যতঃ কিছুই হয় নাই। অবশেষে ১৯৩০ সালের সেপ্টেম্বর মাসে শ্ৰীযুক্ত সুধীরচন্দ্র সেন মহাশয় কালীবাড়ির সম্পাদক নিৰ্ব্বাচিত হন। এই অক্লাস্ত কৰ্ম্মীর অসাধারণ উদ্যম ও নিঃস্বার্থ পরিশ্রমের ফলে,১৯৩১ সালের জানুয়ারী মাসে অতিথি-মহলটি ভূমিদাং করিয়া তাহার স্থানে ইষ্টকনিৰ্ম্মিত চারিতল একটি অট্টালিকা নিৰ্ম্মাণ আরম্ভ হয় এবং বংসর শেষ না হইতেই কাৰ্য সম্পন্ন হয়। এই ব্যাপারে সুধীরবাবু যে অসাধারণ কৰ্ম্মকুশলত দেখাইয়াছেন তাহার তুলনা নাই। এ-কথা বলিলে অত্যুক্তি হইবে না যে, তিনি এই কাৰ্য্যে হাত ীিসুধীরচন্দ্র সেন কালীবাড়ির বর্তমান সম্পাদক না দিলে কালীবাড়ির নূতন অতিথি-মহলটি কেবলমাত্র স্বপ্নের মধ্যেই থাকিয়া যাইত ! বাঙালী, বিশেষতঃ প্রবাসী বাঙালীমাত্রই চিরদিন স্বধীরবাবুর এই অপূৰ্ব্ব কীৰ্ত্তি কৃতজ্ঞ হৃদয়ে স্মরণ করিবে । ১৯৩১ সালের সেপ্টেম্বর মাসের প্রথমেই এই নূতন গৃহটির নির্মাণকার্ধ শেষ হয়, এবং ঐ বৎসরের ১৩ই সেপ্টেম্বর তারিখে মণ্ডী-রাজ্যের স্বাধীন নরপতি লেফটেন্যান্ট হিজ হাইনেস রাজা স্যর যোগেন্দ্র সেন বাহাদুর, কে স্বগীয় বেচানাথ ঘোষাল সি-এস-আই কর্তৃক নবগৃহ-প্রবেশ উৎসব মহাসমারোহের সহিত অনুষ্ঠিত হইয়াছে। चर्शेन्न जत्रूणाल्टा मूषांशांशांब्र