পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 & ধ্ৰু প্ৰবাসী ; SOBO মীর রাজাসাহেব তাহার অভিভাষণে বলিয়াছেন যে, তাহার পূৰ্ব্বপুরুষগণ বাঙালী ছিলেন। “It would have been a pleasure to anyone to preside over today's function, but the pleasure is , all the greater in my case, because of a fact, which, i think, is not known to many of you, i. e., that about a thousand years ago my ancestors hailed from your Province (Bengal). স্তর ব্রজেন্দ্রলাল মিত্র স্বরম্য মন্দিরের কোলে এই মনোহর অট্টালিকাটি দেখিয়া মনে হয়— “O matre pulchra Tilia pulchrior !”—Hor.— —ম্বন্দরী জননীর স্বন্দরীতরা দুহিতা ! সিমলা-প্রবাসী বাঙালীদের বর্তমানে যে-সব বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাহাদের সবগুলিকে এই নূতন অট্টালিকাতে কেন্দ্রীভূত করা হইয়াছে। এই নবগৃহ নিৰ্ম্মাণে প্রায় পয়তাল্লিশ সহস্র মুদ্রা ব্যয়িত হইয়াছে। এই ব্যাপারে সিমলার প্রায় প্রত্যেক বাঙালী স্ত্রীপুরুষ– ধনী-নিধর্মনিৰ্ব্বিশেষে--অর্থসাহায্য করিয়াছেন। অর্থে ও সামর্থ্যে যাহার সাহায্য করিয়াছেন প্তাহীদের সকলের নাম উল্লেখ করা অসম্ভব। কিন্তু, প্রথম হইতেই, সিমলা-প্রবাসী বর্তমান বাঙালী সমাজের নেতা অনরেবল স্তর ব্রজেন্দ্রলাল মিত্র, কে-সি-এস-আই মহোদয় এবং উহার পত্নী, সিমলা-প্রবাসী বাঙালীর সর্বপ্রকার হিতকর কার্ধ্যে অগ্রণী, শ্ৰীযুক্ত লেডী প্রতিমা মিত্ৰ মহোদয় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ ব্যাপারে যে অসাধারণ চেষ্টা করিয়াছেন ও করিতেছেন ; নক্স-প্রণয়ন, ব্যয়ের পরিমাণ নিৰ্দ্ধারণ ও গৃহনিৰ্ম্মাণ তত্ত্বাবধান ব্যাপারে শ্ৰীযুক্ত কৃষ্ণবিহারী গুপ্ত মহাশয় দীর্ঘ এক বংসর কাল ধরিয়া যে অমানুষিক পরিশ্রম করিয়াছেন, গৃহনিৰ্ম্মাণ তহবিলের কোষাধ্যক্ষরূপে ও অর্থসংগ্রহে শ্ৰীযুক্ত অনাদিচরণ মুখোপাধ্যায় মহাশয় যেরূপ সহায়তা করিয়াছেন এবং এখনও করিতেছেন, নবগৃহে বিদ্যুত লোক সরবরাহ সম্পর্কে শ্রীযুক্ত সুধীরেন্দ্র দাশগুপ্ত মহাশয় অযাচিত লেডী প্রতিমা মিত্র ভাবে যে উপকার করিয়াছেন, এবং কালীবাড়ি-পরিচালকসমিতির বর্তমান সভাপতি রায় প্রযুক্ত অমৃতলাল বন্দ্যোপাধ্যায় বাহাদুর অর্থসংগ্রহে ও সাধারণ তত্ত্বাবধান সম্পর্কে ষে পরিশ্রম করিতেছেন, তাহার জন্য র্তাহারা সকলের কৃতজ্ঞতাভাজন इहेब्रटझन । গৃহনিৰ্ম্মাণ সম্পর্কে অসংখ্য ছোট-বড় দানের মধ্যে আমি কেবলমাত্র একটির উল্লেখ করিব। বাংলা দেশের লাটসাহেবের শাসন-পরিষদের সদস্য জনরেবল জীযুক্ত জে. এ.