পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাত্রি দশটা পর্যন্ত সরকারী খবর ছিল যে উড়োজাহাজ ছোটলাটকে ইয়া, ভোর আটটার কিছু পূৰ্ব্বেই আসিয়া প্লোছিবে, রাজেই সাতটা না বাজিতেই মাঠে ভিড় জমিতে স্বরু করিয়াছিল। এই রাজকীয় আগমন প্রকাগু দিবালোকে হইলেও ইহা সৰ্ব্বসাধারণের নিকট প্রকাশিতব্য ছিল না, কাজেই কথাটা অত্যন্ত সঙ্গোপনেই রাষ্ট্র হইয়া গিয়াছিল। হেমন্তের প্রভাত। স্বৰ্য্য অনেক ক্ষণ উঠিয়াছে, কিন্তু কুয়াশা এখনও অদূরের আম্রকুক্ষের, অন্তরালে নববধূটির মত আত্মগোপন করিবার প্রমাস পাইতেছিল। ছোট ছোট ঝোপ ও ঘাসের মাঝে মাকড়সা যে জাল বুনিয়াছে তাহাতে নিশীথের শিশিরবিন্দুগুলি ধরা পড়িয়া প্রভাতের আলোকে লজ্জামু লাল হইয় উঠিতেছে। উত্তরের বাতাস এখনও বহে নাই, তথাপি বেশ শীতশীত"করিতেছে।. ব্যাপারটা অপ্রকাশ্য হইলেও মাঠে তাৰু পড়িয়াছে আর সঙ্গে সঙ্গে চারিধার ঘিরিয়া পুলিস একটা বিরাট ব্যুহ রচনা করিয়া ফেলিয়াছে। সেই ব্যুহ ভেদ করিয়া যাহার তাবুর নিকট আশ্রয় গ্রহণ, করিতে পারিয়াছেন তাহারা সকলেই কৃতবিদ্য ও স্বনামধন্য । যাহার এখনও বুহের বাহিরে দাড়াইয়৷ উৰুর দিকে তাকাইয়। দীর্ঘনিঃশ্বাস ফেলিতেছে তাহারা পারিয়া’—বেওয়ারিশ ! এই গৃহপালিত ও পথচারীর মধ্যে প্রভেদ এই যে, প্রথম দল উড়োজাহাজ অপেক্ষা উড়োজাহাজের মালিকের জন্য উদগ্রীব, আর দ্বিতীয় দলের ঔংস্থক্য মালিক অপেক্ষ মালের জন্য বেশী । র্তাবুর সন্মুখের চেয়ারটা আরও একটু টানিয়া লইয়া রায়বাহাদুর, ভবানক্স ৰশিলেন--তাই তো, তাছা হলে ভোগাইবে দেখিতেছি-কপালে জুর্ভোগ থাকিলে— : কথাটা শেষ করিতে হইল না। জের টানিয়া রাজা *রিহরপ্রসাদ ৰমিলন-জার একটু পূৰ্ব্বে খবর পাইলেই ঙ্গে হুইড; এখন আর বাই-ই বা কি:করিম, দূর ডে। আর ,得賢磚讚s - .মি প্রসাদ জেলার হাকিম। বলিলেন,—আপনাদের কষ্ট হইবে, কিন্তু কি করি ? এই মাত্রই ত খবর পাইলাম। তা গল্পগুজব করিম্বাই কাটানো যাউক । ব্যাপারটা বিশেষ-কিছু নয় অথচ কিছু। হঠাৎ খবর আসিয়াছে, রাস্তায় উড়োজাহাজের কল সহসা বিগড়াইয়া গিআছে। পৌঁছতে একটু বিলম্ব হওয়া স্বাভাবিক। মিন্ত্রি লাগিয়া গিয়াছে তবে মেরামত কতক্ষণ শেষ হইবে বলা যায় না । যে-ভাবে কাজ চালিতেছে তাহাতে ৰেল নয়ট হইতে দশটার মধ্যেই পৌছিবার সম্ভাবন । কথাটা আরও একটু খুলিয়া বলা দরকার। উড়োজাহাজ নামিবার মাঠটা শহর হইতে প্রায় ষোল মাইল দূরে। এতটা পথ আসিয়া এখনই আবার ফিরিয়া যাওয়া এবং আবার আসা নিতান্ত সহজ নহে—মোটরকারে হইলেও । বিশেষত: | উড়োজাহাজে যখন আর ঘণ্টা ও মিনিট দ্বাগিয়া আসিবে না এবং কোনও কারণে দেরি হইয়া গেলে আফসোসেরণ্ড । স্থান থাকিবে না, তখন একটু ধৈর্য্য ধারণ করিয়া যথাস্থানেই ; অপেক্ষ করা সঙ্গত ও সমীচীন । ব্যাপারটা শুরু না হইলেও কোন কিছু নিশ্চিত কাজে কিঞ্চিং মাত্র বাধা পাইলেও মনটা ভাল থাকিতে পারে না। কেহ কেহ তাহা হাসিয়া উড়াইয়া দিতে চেষ্টা করে ; কাহারও অসোয়াস্তি বা অন্তপথে চালিত হইয়া অকারণ উন্মাম্ব পরিণত হয়। রায়-বাহাদুরের ধৈর্য্য একটু কম; প্রসাদ সাহেবের এই গল্পগুজব করিবার কথাটা সাধারণ হইলেও তাহার কাছে কেমন বিশ্রী ঠেকিল। বলিলেন,-আপনাদের कि भभाष्ठ, गष क्लि-७, ऊ भन्नई कक्रम चाब्र बिछाब्रहे করুন । - রায়-বাহারের মেজাজ না জানিলে, লম্বা টি-এর সহিত এই প্রাতঃকালের গল্পগুজবের সম্বন্ধ বাহির হইবে না। . প্রসাদ সাহেব প্রথমটি জানিতেন বলিয়াই একটু হাসিলেন মাত্র।

. ब्रांश-संश्छ्क्र. डाशंब्रनिष्कः कांश्झि:वणिरणन,-ठी शश्न,