পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Կ - Ա, Rথ প্রবাসী ; · ಎ೦ಟQ তৈরি করাইয়াছিলেন নাগাচ্ছন স্বয়ং। * এই সব কারণে কিছুদিন আগে নাগাল্গুনকোঙারও এক বিস্তৃত প্রাচীন BBDD BBBBB BB BBB BBBB BBBB BBBB BBBB BBBBB BBB DDBBS DDD DBB স্বামী প্রচারকেন্দ্র প্রতিষ্ঠা করিয়াছিলেন এবং উহাকেই বুঝা যায়, স্থবির নাগার্জনের স্থতির সঙ্গে এই প্রাচীন কেন্দ্র করিয়া, তাহার প্রত্যক্ষ অথবা পরোক্ষ উৎসাহ ও বৌদ্ধকীৰ্ত্তিটি বিজড়িত। প্রাচীন বৌদ্ধশিল্প ও সংস্কৃতি সম্বন্ধে ছদস্ত জাতক যাহারা চর্চা করেন, তাহারা নাগাৰ্জুনকোণ্ডার নূতন আবিষ্কারের খবর জানেন । কিন্তু কিছুদিন হুইল কৃষ্ণ প্রদেশে গুণ্ট র জেলায় গোলী গ্রামের কাছেই একটি প্রাচীন অপেক্ষাকৃত স্বল্পায়তন বৌদ্ধস্তুপের প্রাচীরবেষ্টনীর ধে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হুইয়াছে এবং মৰ্ম্মর-প্রস্তর নিৰ্ম্মিত সেই বেষ্টনীতে উৎকীর্ণ ভাস্করশিল্পের যে নিদর্শন আমাদের চোখের সম্মুখে উন্মুক্ত হইয়াছে, পোষকতায় এই কৃষ্ণ নদীর তীরে তীরে বহু বৌদ্ধ প্রতিষ্ঠান তাহার সঙ্গে পরিচিত হইবার সুযোগ হয়ত খুব বেশী গড়িয়া উঠিয়াছিল। সাতবাহন-বংশীয় রাজাদের পতনের পর কৃষ্ণাভূমিতে ইক্ষাকু বংশীয় রাজাদের হাধিপত্য প্রতিষ্ঠিত্ত হয়। ইচ্ছুকু বংশীয়েরা ব্রাহ্মণ্য ধৰ্ম্মাবলম্বী হইলেও সাতবাহনদের মতই বৌদ্ধধর্শ্বের অমুরাগী ও উৎসাহী পৃষ্ঠপোষক ছিলেন। কাজেই নাগার্জনের মৃত্যুর পরও র্তাহার অমৃবৰ্ত্তীর বহুদিন পর্য্যস্ত কৃষ্ণ প্রদেশে র্তাহাদের প্রচারকেন্দ্র প্রতিষ্ঠিত রাখিয়াছিলেন এবং তাহাদেব পোষকতায়ও ঐ সময় আরও কতকগুলি বৌদ্ধপ্রতিষ্ঠান কৃষ্ণার তীরে তীরে নানা স্থানে গড়িয়া উঠিয়াছিল। এই-সব প্রতিষ্ঠানই বহু বৎসর বহু শতাব্দী মাটির নীচে বিস্মৃতির আড়ালে গোপন থাকিয়া এতদিন পরে জাবার জাজ ধীরে ধীরে ভগ্ন, জীর্ণ ও বিক্ষিপ্ত অবস্থায় লোকলোচনের সম্মুখে আত্মপ্রকাশ করিতেছে। অমরাবতী, জগযেপেট, ভাটপ্রলু প্রভৃতি স্থানের প্রাচীন কীর্তির ধ্বংসাবশেষ বহুদিন আবিষ্কৃত ও আলোচিত হইয়াছে।

  • f ort of the Arch. Surrey of Southern India, Vol. ః 5 溫 11; Ep. Ind. Vol., XV. p. 261.

লোকের হয় নাই । কৃষ্ণানদীর একটি শাখার উপরেই গোলী গ্রাম । নাগাঞ্জনকোণ্ড হইতে আঠার মাইল ভাটিতে এই গ্রামের যশোধরার নিকট ৰুদ্ধদেবের আগমন অবস্থান এবং গ্রাম হইতে কৃষ্ণ নদী মাত্র দুই মাইল। গোলী গ্রামের সংলগ্ন মাঠে এই প্রাচীন ঘূপটির ধ্বংসাবশেষ জাম্বিষ্কৃত হয় ; ইহার খনন ও আবিষ্কারের ভার লইয়াছিলেন পণ্ডিচেরীর ফরাসী অধ্যাপক ডক্টর জুভে-ছুত্রেল ( Dr. G. JouveauDubreuil)। তাহার খননের ফলে এই ধ্বংসস্তূপের ভিতর হইতে প্রাচীন প্রাচীরবেষ্টনীর কয়েকটি অংশ আবিষ্কৃত হয় এবং পরে তাহারই চেষ্টায় মাজাজের সরকারী চিত্রশালায়