পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাম গুন্টুর জেলায় লুভল ৰৌদ্ধশিল্পের আবিষ্কার 7公割 পিতামহ তাহদের চিনিতে পারিয়া মুক্তি দান করিলেন এবং ইয়া গিয়াছে; রাজকুমার একটি ছেলেকে কাধে এব তাহাদের সাহায্যে পুত্র ও পুত্রবধূকে নিৰ্ব্বান হইতে ফিরাইয়া । আনিলেন । প্রথম দৃশ্বে দেখিতেছি রাজকুমার বেসস্তর তাহার পরিচারকদের সঙ্গে লইয়া দান-গৃহের দিকে যাইতেছেন ; তাহাদের কাহারও 夢忙で তরবারি, কাহারও হাতে জলের ঝারি, কাহারও হাতে জলপাত্র । দান সম্পূর্ণ করিতে স্থল ও জলপাত্রের প্রয়োজন হয়। সঙ্গে সেই হাতাটিও রহিয়াছে । সকলের অগ্রগতির ভঙ্গীটি এই দৃশ্যে অতি সুন্দর ফুটিয়াছে। দ্বিতীয় দৃশ্যে পরিচারক-পরিবৃত রাজকুমার দণ্ডায়মান হষ্টয়া হাতীর শুড়টি ব্রাহ্মণের হাতে তুলিয়া দিয়া হাতীটি দান করিয়া দিয়াছেন এবং দান সম্পূর্ণ করিবার জন্য জলের ঝারি হইতে ব্রাহ্মণের হাতে জল ঢালিয়া দিতেছেন। অন্যান্য ব্রাহ্মণ র্তাহার পশ্চাতে দণ্ডায়মান । তৃতীয় দৃশ্বে রাজকুমার পত্নী ও দুই পুত্রসহ দুইটি বলদে-টানা একটি গাড়ীতে চড়িয় কুজাতা কর্তৃক বোধিসত্বকে খাদ্য ও পানীয় দান বনভূমির ভিতর দিয়া বনবাসে যাইতেছেন। বন বুঝাইবার জন্ত শিল্পী স্থকৌশলে সিংহ, ব্যাঘ্র ইত্যাদি কয়েকটি বন্যজন্তু নিম্নপীঠে উৎকীর্ণ করিয়াছেন। রাজকুমার নিজেই গাড়ীর চালক। চতুর্থ দৃশ্বে দেখি ব্ৰাহ্মণের বলদ দুইটি ভিক্ষ চাহিয়া লটা গিয়াছে। কাজেই বাধ্য হইয়া পুত্র দুইটিকে গাড়ীর ভিতর সাইর রাজকুমার ও র্তাহার পত্নী নিজেরাই উহা টানিয়া লইয়া চলিয়াছেন। পঞ্চম দৃশ্যে গাড়ীটিও ব্রাহ্মণের চাহিয়৷ সমদুঃখভাগিনী স্ত্রী আর একটি ছেলেকে কোলে লইয়া প' অতিক্রম করিতেছেন। ষষ্ঠ দৃশ্বে বনবাসের সেই কুটার ঠিক এই রকম কুটীর অমরাবতীর প্রাচীরবেষ্টনীতে উৎকী মারের কস্তাগণ কর্তৃক ধ্যানাসনে উপবিষ্ট গৌতমকে প্রলুব্ধ করিবার চেষ্টা ৰেস্সন্তর জাতকের কাহিনীটিতেও দেখা যায়। কৃষ্ণ প্রদে.ে হয়ত এই ধরণের কুটারনিৰ্মাণপদ্ধতি সেই যুগে প্রচলিং ছিল। এই দৃশ্যে দেখিতেছি ক্ষীণজীবী ফুক্তদেহ এ ব্রাহ্মণ রাজকুমারের পুত্র দুইটিকেও চাহিয়া লই যাইতেছে এবং রাজকুমার অমানবন্ধ৷ে তাহাদের দান করিয়া দিতেছেন। রাষ্ট্র তখন কুটীরে ছিলেন না, বনের ভিত৷ গিয়াছিলেন স্বামী ও পুত্রদ্বয়ের জন্ম ফলমূল সংগ্ৰহ করিয়া জানিতে। সপ্ত। দৃশ্যে দেখিতেছি, মাতার অনুপস্থিতিত্বে পুত্র দুইটিকে দান করিয়া দিয়া বেস সস্তর ধ্যানাসনে বসিয়াছেন ; এদিৰে শ্রাস্তব্লান্ত দেহে ফলমূল ভার বহন করিং রাণী ফিরিয়া আসিয়াছেন। হাম, তখনও তিনি জানেন না তাহার পুত্র দুইটিকেও ব্রাহ্মণের লইয়া গিয়াছে। ক্লাস্তি । অবসাদের ভাব রাণীর মুখে ও সৰ্ব্বদেহে স্বপরিস্ফুট। এই দৃশ্বে পরই দেখিতেছি গল্পটিকে খুব সংক্ষিপ্ত করিয়া ফেলা হইয়াছে দেবরাজ ইন্দ্ৰ আসিয়া যে রাণীকেও উপহার চাহিয়া লইয় গেলেন সে কাহিনীটির উল্লেখ নাই ; পরবর্তী কাহিনীর খুব সংক্ষিপ্ত চিত্রই দেখিতে পাই। তাই, जडेम चषर