পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘ઉર્જ {{ প্রবাসী ; SOBO cबांहणं* चांज़ांtन जैौक फांकिब्र उर्धन कब्रिड्रा रणिण, “এমন করে আমার মুখ হাসাবার দরকার গহনা নেই বলে খাবার ডিক্ষে করতে হবে নাকি ?” রাধারাণী চাটা বলিল, “থাক্, থাকৃ, তোমার আর বীরত্ব ফলাতে হবে না। অপদার্থদের যত বীরত্ব স্ত্রীর কাছে। কুশীল-বউয়ের বিয়ের মত তার পিছন পিছন আমি বেড়ালেই তোমাদের খুব ভাল লাগে।” যোগেশ বাহিরের ঘরে চলিয়া গেল। সারা দিনের ভিতর আর অন্দরমহলের দিকে পা বাড়াইল না। সন্ধার সময় বলিয়া পাঠাইল বিশেষ কাজে তাহাকে মফঃস্বলে যাইতে হইতেছে, দু-তিন দিন দেরি হইতে পারে। রাধারাণীর মুখ একেবারে অন্ধকার হইয়া গেল, কিন্তু হাতের কাছে স্বামীকে না পাইয় তাহার মনের ঝাল মনেই থাকিয়া গেল। রামনিধি কাছে আসিয়া নানাভাবে বউদিদিকে সানা দিবার চেষ্টা করিতে লাগিল, তবে খুব বেশী আমল পাইল না। চার দিন উৎসবের খাটুনি এবং উত্তেজনায় ক্লাস্ত হইয়৷ পরিবারমৃদ্ধ অঘোরে ঘুমাইয়া পড়িল। কিন্তু মুখ-নিদ্রা তাহারে অদৃষ্ট ছিল না। নারীকন্ঠের তীব্র চীংকারে শুধু এ বাড়ির নয় পাড়-প্রতিবেশীরও ঘুম ছুটিয়া গেল। চোখ মুছিতে মুছিতে, ভাব্যাকুল স্ত্রী-পুরুষের দল যখন রামনিধির বাড়িতে ভীড় করিয়া আসিয়া দাড়াইল, তখন চোর পলাইয়াছে, কিন্তু শুধুহাতে পলায় নাই। হা-হুতাশ, কারাকাট, গালিগালাজ, সারা রাত ধরিয়া চলিতে লাগিল। সকাল হইবার সঙ্গে সঙ্গে আসিয়া জুটিল পুলিস এবং কিঞ্চিৎ পরে যোগেশ । - তাহাকে দেখিয়া পিলীমা গর্জন করিয়া উঠিলেন, “ঘর ফেলে কোথায় গিয়েছিলি হতভাগা ছোড়া ? এদিকে যে সৰ্ব্বনাশ হয়ে গেল ?” যোগেশের চোখ প্রায় ঠিক্রাইয়া বাহির হইয়া আদিল । জিজ্ঞাসা করিল, “কেন কি হয়েছে ?” পিসীমা জবাব দিবার আগেই রামনিধি কাজ-কাজ হইয় বলিল, “রাত্রে ঘরে চোর ঢুকে বউদিদির সব গহনা নিয়ে গেছে।” যোগেশের মুখ সাদা হইয়া গেল। জড়িত কণ্ঠে বলিল, “ঘরে একলা রইল কেন ? মায়ের সঙ্গে গুলেই পারত ?” রামনিধি বলিল, "একলা ওদিককার ঘরে ভয় পাবেন বলে আমার ঘরে তাকে গুইয়েছিলাম, আমরা তোমার ঘরে গুয়েছিলাম।” যোগেশ বারানার উপর ধপ করিয়া বসিয়া পড়িল । ঘরের ভিতর হইতে রাধারাণীর আর্তনাদ তাহার কানে যেন হল ফুটাইতে লাগিল। খানিক পরে উঠিয়, রামনিধির হাত ধরিয়া তাহাকে সে বাহিরে টানিয়া লইয়া গেল। তীব্ৰকণ্ঠে জিজ্ঞাসা করিল, “বউয়ের উপর অত দরদ দেখাতে তোমায় বলেছিল কে ? ম বুঝি ?” রামনিধি হাবার মত তাহার মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া রহিল। তাহার পর বলিল, “বা রে, তা কেন ? ম৷ কেন বলবেন ? বউ বললে, ‘আজ দিদি শুক না এঘরে, আমরা ওদিককার ঘরটায় ধাই। ওটা বেশ নিরিবিলি, এদিকে ত গোলমালে চোখে ঘুম আসেন।” জলন্ত চোখে বোকাটার দিকে তাকাইয়া যোগেশ নিজের মাথার চুল মুঠা করিয়া ছিড়িতে লাগিল।