পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6.68 ン○8○ পদাংশের উপরের দিকে ঠিক stressed ধ্বনির আগে এইরূপ রেফের ন্যায় চিহ্ন দিলেই চলে। রেফের সঙ্গে গোলমালের আশঙ্কা থাকিলে সোজা দাড়ি দেওয়া যাইবে। 8 Rhythm & intonation of writz (a হয়, আমাদের ট্রেনিং কলেজে প্রবর্তিত Dietaphone Records খুব উপযোগী। কিন্তু সকল স্কুলে গ্রামোফন থাকিবে এমন দুরাশা আমার নাই, কাজেই বর্তমানে ইংরেজী রীডিং পড়ান ও সেইসঙ্গে pause চিহ্নিত করিয়া তালে তালে পড়াইবার রীতি প্রচার করিতে হইবে। পায়ের দ্বার তাল দেওয়া চলিবে, সম্ভব হইলে, বাংলায় ইংরেজী বাক্য লিখিম৷ ইংরেজীর ছেদ-রীতির পরিবর্ভে pause mark দেওয়া যাইতে পারে। বিষয়টি খুব সহজ নয়। র্যাহারা ইংরেজী শিক্ষকের কার্য্যে ব্যাপৃত আছেন, তাহদের সমবেত চেষ্টা ও ধ্বনি-বিজ্ঞানে বিশেষজ্ঞ ব্যক্তিগণের সাহায্য ব্যতিরেকে আমার উদ্যম কার্য্যে পরিণত করা অসম্ভব হইবে- এই জন্য এই প্রবন্ধে বিষয়টির অবতারণ মাত্র করিয়া এ-বিষয়ে তাহাদের সকলের মনোযোগ আকর্ষণ করিলাম । রজনীর শেষ যাম সবার অধিক অন্ধকার শ্রীপ্রভাতমোহন বন্দ্যোপাধ্যায় হে পথিক, ধৈর্ঘ্য ধর, শ্রদ্ধা রাখ বীর্ষ্যে আপনার। তবে তার দেবতারে দিব কিছু ঘুৰ্য ।" ঐশ্বর্ষ্যে উদ্বেল অন্ধকার,— সে বড় সঙ্কট ক্ষণ। যে মানুষ আহত পৌরুষ রাত্রির ಕ್ಲ দীর্ঘ-নিশি-জাগরণ ফলে তখনও উন্নত রাখে, –নিষ্ঠ রাথে সঙ্কল্পের পরে, তুমি ভয় ে বলে, “হোক যাহা হবে, যাহা করে করুক অপরে, আনন্দচন্দ্রমা যবে নিস্তেজ লুকায় অস্তাচলে,— মোর লক্ষ্য স্থির আছে, মোর যাত্র রবে অব্যাহত।” সন্দেহ-বন্ধুর পথ মনে হয় অনস্তবিস্তার, প্রাণের প্রার্থনা তার সৰ্ব্ব বাধা করি প্রতিহত বন্ধু করে গতিরোধ ; সঙ্গী কহে, “নাহিক নিস্তার, হয় তমিস্রার সাথে ইনসদ্ধি,—নয় পরাজয় ; (হয় স্থূলবস্তুভারে চুর্ণদেহে ভাবের বিলয়, নয় অবস্থার হস্তে আত্মদান-ভবিষ্যৎ আশে।” ) আলোর সন্ধান নাই বিন্দুমাত্র মেঘান্ধ আকাশে স্বজনের অম্বিস্তুপে পদে পদে ঘটে যাত্রাবাধাতখন অস্থির চিত্তে অসুস্থ-আকাঙ্ক্ষা তোলে মাথা ; মনে হয়, “সব ব্যর্থ, নিফল এ ব্ৰহ্মাণ্ডের বিধি ; মিছে কেন পণ্ডশ্রম ? প্রেয়সীর অঞ্চলের নিধি ঘরে ফিরে নিদ্রা যাই সংসারের সহস্ত্রের সাথে। যদি মৃত্যু থাকে লেখা গৃহদাহে কিম্ব বজ্রপাতে তখন দাড়ায় গিয়া বিধাতার সিংহাসনতলে : দাবি তার পূর্ণ হয়। প্রচণ্ড আলোক-বন্যাজলে সহসা ভাসিয়া যায় রাত্রির প্রকাগু অনীকিনী ঘনতম তমিক্সার । সহসা ধরেন রুদ্র তিনি প্রসন্ন দক্ষিণ মূৰ্ত্তি ; দাক্ষিণে আকাশ যায় ভার্সি! দিক হতে দিগন্তরে সহসা উঠেন তিনি হাসি ; খসি পড়ে ছদ্মবেশ ! যাত্রাশেষে সফলপ্রয়াস মুমূর্ব পাণ্ডুগাও পড়ে সেই হাসির আভাস । আরক্তিম ; হাসিয়া সে কহে শেষ কণ্ঠস্বরে তার, “রজনীর শেষ ধামে ঘনতম কেন অন্ধকার এতক্ষণে বুঝিলাম। প্রতীক্ষা সার্থক হ’ল মম। নমো নমো হে নিষ্ঠুর,–হে স্বন্দর,–নমো নমো নমঃ ”