পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাইকেলে হাজারিবাগ-- ৩•॥১ চন্দ্রনাথ চাটার্জি ষ্ট্রটস্থ ভবানীপুর স্বাস্তা-সমিতি হইতে নীলমাধব বঁড়িয্যে ( ক্যাপ্টেন ), দিলীপ রায়-চৌধুরী, অলোক রায়-চৌধুরী,

  • *r- - - o ミや/cm)%を名。

কল্যাণ গুহ, সিদ্ধার্থ দত্ত, পাল্লালাল বঁাড় যে, আশুতোষ ধর, সুবোধ বাড়য্যে, বিশ্বনাথ চাটুয্যে ও অমূল্য সরকার গত ১৭ই ডিসেম্বর রবিবার প্রাতে সাইকেলযোগে হাজারীবাগ (২৫• মাইল) যাত্রা করে। তাহারা গড়ে প্রত্যহ ৬• মাইল (সাইক্লিং) করিয়া চার দিনে সাইকেলে হাজারিবাগ গমনে উদ্যত ভবানীপুর স্বাস্থ্য-সমিতির সভ্যগণ তথায় পৌছে। প্রথম দিন সন্ধ্যায় গলসী ( ৮৬), দ্বিতীয় দিনে আসনসোল (১৩৭ ), তৃতীয় দিনে ইজরী (২৭২ ) এবং তথায় একদিন বিশ্রাম করিয়া পরদিন বৈকালে হাজারবাগ পৌঁছে। হাজারীবাগে দুইদিন বিশ্রাম করিয়া তথা হইতে তাহার। গিরিড (৭৫ ) যাত্র করে ; গিরির্তী হইতে পর দিন প্রাতে রওনা হইয় তাহারা গত বৃহস্পতিবার চার দিনে কলিকাতা পৌছিয়াছে। দলের বালকদের এইরূপ উদ্যম ও কৰ্ম্মসহিষ্ণুতা সূতাই প্রশংসনীয়। তাহাদের সকলেরই বয়স তের হইতে যোল বৎসরের মধ্যে । স্ত্রী-শিক্ষার সাহায্যে দান— দমদম বিমানপোতের ঘাটির নিকটে পঞ্চাশ বিঘা পরিমিত এক খণ্ড । জমি স্ত্রী-শিক্ষার সাহায্যাৰ্থ দান করিবেন বলিয়া হাইকোর্টের এডভোকেট শ্ৰীযুক্ত হরিদাস মজুমদার বিশ্ববিদ্যালয়ের নিকট এক পত্ৰ দিয়াছিলেন। তিনি এই অভিপ্রায় প্রকাশ করিয়াছিলেন যে, এই জমির উপর যেন একটি মহিলা শিক্ষায়তন প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় এই দান গ্রহণ করিয়াছেন। রায়-বাহাদুর বিহারীলাল মিত্র যে টাকা দিয়াছেন, তাহা দ্বারা সম্ভবতঃ এই জমির উপর কোন শিক্ষায়তন নির্মিত হইবে। ইঞ্জিন-নিৰ্ম্মাণে বাঙালীর কৃতিত্ব— শ্ৰীযুক্ত পি, ধাড়। কলিকাতা করপোরেশনের অধীন ইটালিস্থ কারখানায় শিক্ষানবিশী করিতেছেন। তিনি সম্প্রতি পাচ অশ্বশক্তিবিশিষ্ট একটি