পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭴ©& ○○8○ করিয়া স্বহস্তে প্রস্তুত করিয়াছেন । ইহাতে একটি বৈদ্যুতিক ডাইনামো ইঞ্জিনের "ডিজাইন তাহার কৰ্ম্মকুশলতার বিশেষ পরিচয় আছে। স্ত্রযুক্ত পি. ধাড়া নিৰ্ম্মিত ইঞ্জিন এই ইঞ্জিন দ্বারা চালত হইয়া তড়িৎ উৎপাদন করে এবং কতকগুলি আলো ও পাথাকে তড়িৎ সরবরাহ করে । কলিকাতায় কতকগুলি প্রদর্শনীতে ইহা দেখান হইয়াছে । ইহা করপোরেশনের মিউজিয়মে রক্ষিত হইবে স্থির হইয়াছে। যুক্ত ধাড়া যাদবপুর ইঞ্জিনীয়ারিং কলেজের ভূতপূর্ব ছাত্র ! বিদেশে বাঙালীর কৃতিত্ব-- খ্ৰীযুক্ত সুকুমার চক্রবর্তী প্যারিস বিশ্ববিদ্যালয় হইতে সম্প্রতি ডি-লিট্‌ উপাধি লাভ করিয়াছেন । ষ্টাহার গবেষণার বিষয় ছিল বাংলার চৈতন্য-যুগ’ । তিনি বাংলার চৈতন্ত্য-যুগের আলোচনা করিয়া লোকের নানা ভ্রাপ্ত ধারণা

  1. .

| | যুক্ত সুকুমার চক্রবত্তী দূর করিয়াছেন। এইরূপ আলোচনার ফলে এ-যুগের সাহিত্যের দিকে বিদেশী পণ্ডিতগণের দৃষ্টি আকৃষ্ট হুইবে সন্দেহ নাই। নিখিল-ভারত মহিলা সম্মেলন— গত বড়দিনের ছুটিতে লেডী আব্দুল কাদেরের নেতৃত্বে কলিকাতায় লিখিল-ভারত নারী সম্মেলনের অষ্টম অধিবেশন হইয়া গিয়াছে। ভারতবসের বিভিন্ন কেন্দ্র হইতে বিশিষ্ট মহিলা-কৰ্ম্মী সম্মেলনে যোগদান করিয়া ইহাকে সাফল্যমণ্ডিত করিয়াছেন । অনেকগুলি প্রয়োজনীয় বিষয় সম্মেলনে আলোচিত হইয়াছে । যে-সব প্রস্তাব সম্মেলনে ধায্য হইয়াছে তন্মধ্যে এইগুলি উল্লেখযোগ্য,-— ১। রাজা রামমোহন রায়ের শতবার্ষিকী উপলক্ষে এই সম্মেলন গহার মাতৃভূমির সেবা, বিশেষ করিয়া ভারতীয় নারী জাতির উন্নতির চেষ্টার জন্য কৃতজ্ঞতা জানাইতেছেন এবং ভারতমাতার এই কৃষ্ঠা সস্তানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করিতেছেন । ২ । “জাতি এবং শ্রেণীর কল্যাণ নিম্ভর করে—মূতন করিয়া সমাজ গঠনের উপর ” এই কথা বিশ্বাস করিয়া— (ক) জাতি, বর্ণ, ধৰ্ম্ম ও রাষ্ট্রগত বৈধম্য দূর করিয়া আন্তর্জাতিক সহযোগ ও সস্তাব বৃদ্ধি করার জন্য যে সমস্ত চেষ্টা হইতেছে এবং ভবিষ্যতে হইবে তাহাতে আমরা সাহায্য করিব । (খ) আমরা পুনর্ববার এই অভিমত প্রকাশ করিতেছি যে, যুদ্ধকে আমরা মনুষ্যত্বের বিরুদ্ধে অপরাধ পলিয়া মনে করি এবং পুথিবীকে নিরঙ্গ করার জন্য যে সমস্ত নরনারী চেষ্টা করিতেছেন, এই সম্মেলন ষ্টাহাধের কার্য্য সম্পূর্ণ সমর্থন জানাইতেছে । (গ) আমাদের দেশে আমর, আমাদের চতুদিকে এবং আমাদের মধ্যে সভাকার দেশপ্রেম ও মানবপ্রীতি স্বষ্টি করার ব্রত গ্ৰহণ করিতেছি । যাহাঁতে সাম্প্রদায়িকতা ও প্রাদেশিকতার সঙ্গীর্ণ গণ্ডী ক্ষতিক্ৰম করিয়া বৃহত্ত্বর ভারত রাষ্ট্রান্সের মধ্যে দ্যtযা স্থান গ্রহণ করিতে পারে, তজ্জষ্ঠ্যই আমরা চেষ্টা করিব । ৩ । এই সম্মেলন দাবি বরিতেছে যে, ভারতের নূতন রাষ্ট্র-ব্যবস্থায় একটা নির্দিষ্ট সোপান পর্য্যন্ত প্রত্যেক শিশুকে লেখা-পড়া শিক্ষা দিবার ব্যবস্থা করিতে হইবে । ৪ । পুৰ্ব্ব ‘পূৰ্ব্ব প্রস্তাবের পুনরাবৃত্তি করিয়া এই সম্মেলন দাবি করিতেছে — (ক) প্রত্যেক বিদ্যাপীঠে ছাত্রদিগকে সুশিক্ষিত লোকের দ্বারা শারীরিক শিক্ষা দিতে হইবে । (খ) চিকিৎসার ব্যবস্থা করিতে হইবে। (গ) মিউনিসিপ্যালিটি ও লোকালবেডিসমূহের অধীনে নারী ও শিশুদের জন্য ভ্রমণস্থান ও খেলার স্থানের ব্যবস্থা করিতে হইবে। ৫ । এই সম্মেলন এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এবং কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সহশিক্ষার বাধা দূর করিতে অনুরোধ করিতেছে এবং যে সমস্ত বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা নাই, তথায় উহা প্ৰবৰ্ত্তন করার জন্ত অনুরোধ করিতেছে । ৬ । নিজস্ব বিশেষ আদর্শ অনুযায়ী ভারতীয় নারী বিশ্ববিদ্যালয়ে যে কাৰ্য্য করিয়াছে তজ্জ্বল্প তাহার প্রশংসা করা যাইতেছে এবং অধ্যাপক কার্ভে জনসাধারণের নিকট যে আবেদন জানাইয়াছেন সেই আবেদন সমর্থন করিতেছে ।