পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আধুনিক কারখানার এই মন্ত সমস্যা ফোর্ডের চােখ । এড়ায়নি। এর প্রতিকারের জন্য তিনি দুইটি পন্থা অবলম্বন করেছেন। প্রথমতঃ তিনি মোটরকারের সমস্ত অংশ এক কারখানায় তৈরি না করিয়ে বিভিন্ন স্থানে দূরে দূরে ছোট ছোট কারখানা প্রতিষ্ঠা করেছেন। এতে পঞ্চাশ হাজার লোকের এক জায়গায় ভিড় করার দরকার হয়নি। দ্বিতীয়তঃ তার কারখানাগুলিতে মাত্র আট ঘণ্টা কাজ হয় বলে এবং যথেষ্ট বেশী মাহিনী পায় বলে কৰ্ম্মীরা নিজেদের বাস থেকে কিছু খরচ করে এসেও কাজ করে যেতে পারে। বিশেষতঃ ফোর্ড যে নিম্নতম শ্রমিককেও রোজ ছয় ডলার দেন সে একটা কঠিন সৰ্ত্তে। সে সৰ্ত্ত এই যে - 鐵 . “The man and his home had to come up to certain standards of cleanliness and eitizeiistip.” অর্থাৎ কৰ্ম্মীকে এবং তার বাড়িকে পরিচ্ছন্নতা ও নাগরিক জীবনের দিক দিয়ে একটা নির্দিষ্ট আদর্শ পৰ্য্যন্ত আগে পৌছাতেই হবে। ফোর্ড কিন্তু এই পৰ্য্যন্ত করেই ক্ষাস্ত হননি। তিনি এ সম্বন্ধে এর চেয়েও একটা বড় কাজ করেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন যে মুলতঃ কৃষি ও কারখানার মধ্যে কোন বিরোধ ত নেইই বরং উপযুক্ত ব্যবস্থা করতে পারলে কৃষক তার অবসর কালে অনায়াসে কারখানার কাজ ক’রে দিয়ে আয় বৃদ্ধি করে নিতে পারে। বিশেষতঃ এই 世喻> আবশ্বকতা নেই। সে মোটর ট্রাক্টরের, সাহায্যে অল্প সময়েই তার চাষের সমস্ত কাজ সেরে ফেলতে পারে। এই নীতির বাস্তব প্রমাণ স্বরূপ তিনি ডেট্রয়েট থেকে অল্প দূরে নর্থভিলায় (Northville ) ডাল্ভ তৈরি করার জন্য ছোট একটা কারখানা নিৰ্মাণ করেছেন। এখানে পার্থস্থ কৃষকেরা এসে অবসর সময়ে কাজ করে দিয়ে যায়। কৰ্ম্মীর কোনও নিপুণতার দরকার হয় না, কারণ সমস্ত কাজই কলে নিম্পন্ন হয়। ডেট্রয়েট থেকে মাইল পনেরো দূরে ফ্ল্যাটরকে (flatrock) আর একটা বৃহত্তর কারখানা আছে। সেখানে কৰ্ম্মীদের কারখানার কাজ বাদে চাষ করার জন্য জমি দেওয়ার ব্যবস্থা আছে এবং যেহেতু আঞ্জকাল শ্রমিকরা তাদের নিজেদের মোটরগাড়ীতে করে কারখানায় আসূতে সমর্থ এই জন্য এই চাষের জমি কারখানার চারিপাশে পনর-কুড়ি মাইল পর্যন্ত দূরে অবস্থিত হ’লেও তাদের যাতায়াতে কোনও অসুবিধা হয় না। ফোর্ডের কৃতিত্ব অথবা শ্রেষ্ঠতা কিন্তু এখানেই শেষ হয়নি। তার জীবনের ও কারখানার পরীক্ষাগারে তিনি দীর্ঘ ও সশ্রম অনুসন্ধানের ফলে অনেক বহুমূল্য তথ্যের সন্ধান পেয়েছেন । সেগুলি এত অভিনব ও বিপ্লবাত্মক যে, তাদের সম্মুখে আমাদের দীর্ঘকালের বহু সংস্কার যন্ত্রের যুগে কৃষকেরও আগের মত পরিশ্রম করবার কোনও বিচুর্ণিত ও ধুলিসাৎ হয়ে যায়। & প্রতিমা শ্ৰীসুশীলকুমার দে যাহারে ভালবেসেছ, কন্তু তাহার তরে র্কাদ না ? স্বৰ্গ কোথা.আকাশে ভাসে আশার পথ চাহিয়া, কেবল বুঝি কাজীও তুমি তারে ? নীরব তার নম্বন-দীপ দহে ; মানল মণি বুকের মাঝে বেদন দিয়ে বাধ না মৰ্ত্ত মরু তবুও শুধু তাদের পালে চাহিঙ্গ পাখির অপর ব্যাকুল বাছ-হারে ? উৰ্দ্ধমুখে লেদাহ বুকে বহে । - নীরস নিরামরের হালিদয়ে রহে লাগিন্ধ, সেদিন ছিল রাগের মেলা ফাগের খেলা ফাগুনে, কাপে না বুক, চরণ নাহি লে; জানি না হবে তোমার সনে দেখা ; পাষাণ-প্রাপারৰ সাঞ্জিলে । উৎসবের উৎসমাঝে একা ।