পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিবিৰ *一 রামমোহন 雷有 শতবার্ষিকী &3 অন্যান্য প্রদেশের চেয়ে বঙ্গে ব্রান্ধের সংখ্যা বেশী। এই জন্য যদি বাঙালীদের দ্বারা ও ব্রাহ্মদ্বিগের দ্বারা শতবার্ষিকীর অনুষ্ঠান বঙ্গদেশেই অধিকতম স্থানে হইয়া থাকে, তাহাতে বিস্ময় বা প্রশংসার বিষয় কিছুই নাই। কিন্তু যদি বঙ্গে সৰ্ব্বাপেক্ষ অধিক স্থানে না হইয়া থাকে, তাহ দুঃখ ও লজ্জার বিষয় হইবে শতবার্ষিকীর রিপোর্ট বাহির হইলে ঠিক তথ্য জানা যাইবে। বাংলা দেশের কথা ছাড়িয়া দিয়া বিচার করিলে দেখা যায়, মান্দ্রাজ প্রেসিডেন্সীতে সৰ্ব্বাপেক্ষা অধিক স্থানে ও অধিক সমারোহের সহিত শতবার্ষিকী অনুষ্ঠিত হইয়াছে। নু্যনকল্পে পঞ্চাশটি স্থানে উৎসব হইয়াছে, কোথাও কোথাও সাত আট দশ দিন ধরিয়া হইয়াছে। দশ বারটি জায়গায় প্রধান প্রধান রাস্তার নাম রামমোহন রায়ের নাম অনুসারে রাখা হইয়াছে । বহু স্থানের টাউন-হলে বা অন্য হলে তাহার চিত্র রাখা হইয়াছে। মান্দ্রাজ প্রেসিডেন্সীর ভাষাগুলি বাংলা ভাষার সহিত একজাতীয় নহে, তথায় জাতিভেদের ও গোড় f দুৰ্মানীর প্রভাব খুব বেশী। অথচ সেখানেই রামমোহনের প্রভাব এত বেশী অনুভূত হইবার কারণ কি, তাহা আলোচনার যোগ্য ৷ মাঙ্গাজকে তমসাবৃত (benighted) প্রদেশ বলা হয় বটে ; কিন্তু সেখানকার শিক্ষিত লোকেরা পড়াশুনা খুব করেন, ইংরেজী পুস্তক ও মাসিক পত্রাদির কাটুতি সেখানে খুব বেশী। মান্দ্রাজ প্রদেশবাসীদের মধ্যে কৃতী বৈজ্ঞানিক, দার্শনিক, রাজনীতিজ্ঞ ও সাংবাদিক বিদ্যমান আছেন। ঐ প্রদেশে অন্ধ কুসংস্কারের প্রকোপ বেশী ছিল বা আছে বলিয়াই হয়ত প্রতিক্রিয়াবশতঃ তথাকার প্রগতিকামী লোকের সংস্কারের মর্যাদা বেশী বুঝিতে পারেন। কলিকাতার শতবার্ষিক উৎসব যথাযোগ্যভাবে অনুষ্ঠিত হুইয়াছে। ইহাতে নানা ধৰ্ম্মসম্প্রদায়ের বাঙালী, ভারতীয় ও অন্ত দেশীয়েরা যোগ দিয়াছিলেন, বা দূর হইতে তাঁহাদের সহানুভূতিজ্ঞাপক বাণী পাঠাইয়াছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দিন কিছুকাল সভাপতিত্ব করেন এবং তঁহার অভিভাষণ পাঠ করেন। অতঃপর মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণ সভাপতির আসন গ্রহণ করিয়া হিন্দুসমাজের করেন। তাহার আগে শ্ৰীমতী সরোজিনী নাইডু একটি স্বন্দর বক্তৃত করেন। কলিকাতার মেয়র ক্রযুক্ত সন্তোর কুমার বন্ধ একটি সংক্ষিপ্ত বক্তৃতায় ভারতবর্ষের ও বাহিরের নানা নগর হইতে প্রাপ্ত সহানুভূতিজ্ঞাপক বার্তার উল্লেখ করেন। অধ্যাপক কালিদাস নাগ প্রথমে এই বার্তাগুলির তালিকা পড়িয়া পরে তাহার কতকগুলির কোন কোন অংশ পাঠ করেন। যাহারা সহানুভূতি জ্ঞাপন করেন, তাহাদের কয়েক জনের নাম নীচে লিখিত হইল। - * * , মহাত্মা গান্ধী, আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায়, লওন হইতে সি এফ এণ্ড ক্লজ, সারনাথ হইতে বৌদ্ধ মহাৰােধি সমিতির সেক্রেটী দেবপ্রিয় ৰীসিং (সিংহলী ), দার্জিলিঙের নিখিল-ভারতীয় বৌদ্ধ কনফারেন্স, জৈন সম্প্রদায়ের পক্ষ হইতে ত্রযুক্ত পুরণটা নাহার, গুরুকুল বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপ্যাল পণ্ডিত রামদেব শৰ্ম্ম, পgাবের মামনীর সর্দার স্তর যোগীর সিং (শিখ), সর্দার প্রতাপ সিং, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলার স্তর সৈয়দ রস মাসুদ কলিকাতায় খ্ৰীষ্টীয় লর্ডশিপ রাইট রেভরেওপ পেৰেনৃঙ্গাস্ ওয়্যালশ খ্ৰীষ্ট্রীয় বিশপস কলেজের এ.জে অল্পাস্বামী, পাজী ফাণর ভেরিয়র এলউইন অক্সফোর্ডের য়ুনিটেরিয়া রেভরেও ডব্লিউ এইচ ড্রামগু, রুমেলিয়া দেশের খ্ৰীষ্টীয় একেশ্বরবাদী বিশপ জর্জ বোরোস, আমেরিকার ডক্টর জে টি স্যাণ্ডাৰ্ল্যাও, আমেরিকার রেভরেও এক সী সাউথওয়ার্থ ও তাহার পত্নী, আমেরিকার য়ুনিটেরিয়ান मङीब्र ब्रवॉ मैौ cछञ्चोक, आध्यब्रिकांब्र भूवत्रमब्र थाद्विक नचािलनौब (“Young People's Religious Unionqa ) wfali xīwàa গ্ৰীলী, আমেরিকার রেভরেও হেনরী উইলডার ফুট, তথাকার এলডি ওয়াল্ড ও এ এল লিস্বর্গার, অন্ধ দেশের একেশ্বরবাদীদের কনফারেন্স, ভী বরদারাজুলু নাইডু, আজমীরের দেওয়ান বাহাদুর হরবিলাস শারদ, BBBDD BBB BBBBBS BBSBBBB BBB BDBBS চিত্রশিল্পী ও দার্শনিক নিকলাস রোয়েরিক, প্যারিস বিশ্ববিদ্যালয়ের রেক্টর এস শার্সেটি, ফ্রান্সের পক্ষ হইতে লেফটেন্যান্ট কর্ণেল বোনে, ইংলও হইতে স্তর অতুল চট্টোপাধ্যায় এবং লওনের শতবার্ষিকী কমিটী । ফ্রান্সের ম্যাডেম এল মেরিন রামমোহনের প্রতি ভক্তিমতী একজন ফরাসী লেখিকা। তিনি তাহার জীবনচরিত লিখিবার জন্ত উপকরণ সংগ্ৰহ করিতেছেন। তিনি কলিকাতার শতবার্ষিকীতে ফরাসী জনসাধারণের পক্ষ হইতে কিছু বলেন, এবং প্যারিস হইতে সদ্যঃপ্রত্যাগত ডক্টর বটকৃষ্ণ ঘোষ অধ্যাপক সিলভেন লেভীর চেষ্টায় শতবার্ষিকী উপলক্ষ্যে ৰেসব অনুষ্ঠান ফ্রান্সে হইয়াছিল তাহার বর্ণনা করেন। অধ্যাপক লেডীর মূল ফরাসীতে লিখিত বাণী সভাস্থলে পঠিত ও ব্যাখ্যাত হয়। সেনেট হাউসে কলিকাতার শতবাধিকী সভার চারিটি অধিবেশন হইয়াছিল। বিনামূল্যে সেনেট হাউসে প্রবেশের - ה"לאוהקfיא יהודהיחה של יאקס וז ויהל זיקה קליפ:e orfשואדיזל