পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাম সভানেত্রীর আসন গ্রহণ করেন। ম্যাডেম এল মেরিন রামমোহনের অল্পদিনব্যাপী প্যারিসপ্রবাস বর্ণনা করেন এবং বলেন, যে, তাহার ভক্তেরা এখন প্যারিসে তাঙ্কার প্রবাস-চিহ্নগুলি খুজিয়া বাহির করিতেছেন। মৌলবী আবদুল করীম “রামমোহন আধুনিক ভারতের আদর্শ ও অগ্রদূত" বিষয়ক তাহার প্রবন্ধ পাঠ করেন। ইহার পর শ্ৰীমতী সরোজিনী নাইডু বক্তৃতা করেন। অতঃপর তাহার অনুরোধে আচাৰ্য্য স্তর ব্রজেন্দ্রনাথ শীল সভাপতির আসন গ্রহণ করেন। তিনি দুৰ্ব্বল থাকায় অধ্যাপক কালিদাস নাগকে তাহার অভিভাষণ পড়িতে বলেন। " তদনন্তর পণ্ডিত সীতানাথ তত্ত্বভূষণ “উপাসন সঙ্গন্ধে রামমোহনের ধারণ” বিষয়ক এবং পণ্ডিত ধীরেন্দ্রনাথ বেদাস্তবাগীশ “ঈশ্বর ও জগৎ সম্বন্ধে রামমোহনের ধারণ।” বিষয়ক প্রবন্ধ পড়েন । ইহার পর মৌলবী আবদুল করীম সভাপতির আসন গ্রহণ করেন, এবং রাওসাহেব ডক্টর ভি রামকৃষ্ণ রাও "রামমোহন ও একমেবাদ্বিতীয়মৃ” সম্বন্ধে ও ডক্টর সরোজকুমার দাস “রামমোহন ও বেদান্ত” সম্বন্ধে প্রবন্ধ পাঠ করেন। শেষোক্ত প্রবন্ধটি পঠিত হইবার সময় রবীন্দ্রনাথ ঠাকুর সেনেট হাউসে আগমন করেন । তিনি তাহার স্বাস্থ্যের বর্তমান অবস্থায় বেশীক্ষণ থাকিতে পারিবেন ন৷ বলিয়া নিম্নলিখিত প্রবন্ধগুলি অপঠিত থাকে —অধ্যাপক footafootál Rotto “Rammohun the father of Modern Political পঞ্জাবের অধ্যাপক রুচিরাম সাহনীর “Rammohun's Passion for Liberty,” w stoff RFNIH GERŲ s ঐযুক্ত প্রমথনাথ চৌধুরীর “রামমোহনের বাংলা গদ্য" সম্বন্ধে প্রবন্ধদ্বয়, এবং অধ্যাপক পণ্ডিত ক্ষিতিমোহন সেনের “Rammohun the last link in the chain of Movements in Hndia,” India's Prophets” সৰ্ব্বশেষ বক্তৃতা করিয়া এবং তাহার বহুপূৰ্ব্বে রচিত “হে মোর চিত্ত, পুণ্যতীর্থে জাগ রে ধীরে” শীর্ষক কবিতাটি আবৃত্তি করিয়া রবীন্দ্রনাথ কলিকাতার রামমোহন রায় শতবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত করেন। কলিকাতার ও অন্ত নানা স্থানের রামমোহন রায় শতशदिँकैौरङ ऊंशब्र गशक बड क्विप्न बङ्घङ श्हेशप्झ अक्र বিবিধ প্রসঙ্গ-গোরখপুর প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন tty প্রবন্ধ পঠিত ইয়াছে, তাহ বিবেচনা করিলে তাহার ব্যক্তিত্বের, চেষ্টার ও রুতিত্বের বিশালতা ও বৈচিত্র্যে: কিস্মিত হইতে হয়। রবীন্দ্রনাথের মত অসাধারণ মানুষ তাই শতবার্ষিকীতে র্তাহার শেষ বক্তৃতায় বলিয়াছেন, “আমার ভক্তির সীমা নাই রামমোহন রায়ের প্রতি, কিন্তু আমার শক্তির সীমা আছে।” _ , , , " ... ." গোরখপুর প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন গ্নত ডিসেম্বর মাসে ২৭শে, ২৮শে ও ২৯শে তারিখে গোরখপুরে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশন হইয়াছিল। গোরখপুর খুব বড় শহর নয়। এখানে বাঙালীর সংখ্যাও বেশী নয়। এই জন্য এখানে - * খ্ৰীমতী প্রতিভা দেবী । শ্ৰীযুক্ত অসিত সেন কর্তৃক গৃহীত ফোটাে এরূপ একটি সম্মেলন ভাল করিয়া আকুষ্ঠিত হইতে পরিবে কি-না, লে-বিষয়ে অনেকের সন্দেহ ছিল। গোরখপুরের বাঙালীদেরই মনে আশঙ্কা ছিল, কিন্তু স্বখের বিষম কাজটি স্বগৃঙ্খলার সহিত অসম্পন্ন হইয়াছে। সম্মেলনের অভ্যর্থন