পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&\,-8 অভিনন্দনপত্রপাঠ করেন এলাহাবাদের শ্ৰীমতী প্রতিভা দেৰী । এলাহাবাদে গত বারের অধিরেশনের মহিলা-বিভাগের নেত্রী শ্ৰীমতী অনুরূপ দেবী গোরখপুর অধিবেশনেও আসিয়াছিলেন এবং সাহিত্য-শাখায় একটি প্রবন্ধ পাঠ ও মহিল-বিভাগে বক্তৃত। করিয়াছিলেন: এলাহাবাদের বিচারপতি স্তর লালগোপাল মুখোপাধ্যায় এবং কানপুরের ডাক্তার স্বরেন্দ্রনাথ সেন উপস্থিত থাকিয় নানা প্রকারে কার্য্যপরিচালনার সাহায্য করিয়াছিলেন। রামমোহন রায় শতবার্ষিকী এই সম্মেলনের একটি অঙ্গ ছিল। শতবার্ষিকী সভায় প্রযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায়কে । সভাপতি রূপে বক্তৃতা করিতে হইয়াছিল। আনন্দবাজার পত্রিকার সম্পাদক প্রযুক্ত সত্যেন্দ্রনাথ মজুমদার গোরখপুরের অধিবেশনে উপস্থিত ছিলেন। ঐযুক্ত নিবারণচন্দ্র বন্দ্যোপাধ্যায় ও শ্ৰীযুক্ত ডাক্তার রামচন্দ্র চট্টোপাধ্যায় প্রতিসম্মেলনে গোরখপুরের প্রায় সকল বঙ্গমহিলাকে অধিবেশন স্থান সেন্ট এণ্ড রূজ কলেজে মোটরযোগে আনয়ন ও বাড়ি পৌছাইয়া দিবার ভার লইয়াছিলেন। নিবারণবাবু, ২৯শে রাত্রে যে ত্ৰিশ জন প্রতিনিধি লুম্বিনী দেখিতে ষান, র্তাহাদের রেলপথে ও মোটরপথে যাতায়াতের স্ববন্দোবস্ত . করিয়াছিলেন । ৩১শে তারিখে যাত্রীদের জগুও স্ববন্দোবস্ত করিয়াছিলেন। মহিলা-বিভাগের সম্পাদিক শ্ৰীমতী স্বজাত দেবী অক্লান্তভাবে নিজ কৰ্ত্তব্য সম্পাদন করিয়াছিলেন। অধ্যাপক ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়, অধ্যাপক ললিতমোহন কর, অধ্যাপক চারুচন্দ্র চট্টোপাধ্যায়, ঐযুক্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি কৰ্ম্মাদিগকে বিশেষ পরিশ্রম করিতে হইয়াছিল। সকলের নাম জানা না-থাকায় উল্লেখ করিতে পারিলাম না। লুম্বিনীর অশোকস্তম্ভ দর্শন গোরখপুরে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের অভ্যর্থনাসমিতির সভাপতি শ্ৰীযুক্ত চারুচন্দ্র দাসের অভিভাষণে যেসকল স্রষ্টব্য স্থানের উল্লেখ আছে, তাহার মধ্যে গোরখপুরের ২s"ঙ্কাশ উত্তরে স্বাধীন নেপাল রাজ্যস্থিত লুম্বিনী উষ্ঠান প্রধান । এইখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। ইহা এখন rন্মম দেষ্ট মামে পরিচিত। উদ্যান এখন নাই, কয়েকটি ఏ38O. গাছ আছে, তাহাও বহু পুরাক্তন- নহে অশোকস্তম্ভটি প্রাচীনতম, খ্ৰীষ্টপূৰ্ব্ব ২৪৯ অব্দে অর্থাৎ ২১৮২ বৎসর পূর্বে স্বাপিত ও উৎকীর্ণ। এই স্তম্ভে উৎকীর্ণলিপিটি সম্পূর্ণ আছে। মূল পালিতে যাগ লিখিত আছে, শ্রযুক্ত চারুচন্দ্র বন্ধ কৰ্ম্মন দেরীতে ( লুম্বিনীতে ) মায়াদেবীর মন্দির। স্ত্রীরাধারমণ সেন কর্তৃক গৃহীত ফোটাে ও অধ্যাপক ললিতমোহন কর কাব্যতীর্থের “অশোক অনুশাসন” পুস্তকে তাহার বাংল। অনুবাদ এইরূপ দেওয়া चरांटह- - “দেবপ্রিয় প্রিয়দশী রাজা অভিষেকের বিংশ বর্ষে স্বয়ং আসিয়া এই স্থানের পূজা করিয়াছেন। যেহেতু এই স্থানে শাক্যমুনি বুদ্ধ জন্মগ্রহণ করিয়াছিলেন । এই স্থানে প্রস্তর-প্রাচীর স্থাপিত হইল এবং শিলাস্তম্ভ উত্থাপিত হইল, কারণ ভগবান এই স্থানে জন্মগ্রহণ করিয়াছিলেন । সেই জঙ্ক লুম্বিনী গ্রাম নিষ্কর ও অষ্টভাগী করা ছষ্টল (অর্থাৎ উৎপন্ন দ্রব্যের কেবলমাত্র অষ্ট ভাগের এক ভাগ মাত্র কর নির্ধারিত হইল ) ।” গোরখপুর হইতে লুম্বিনী যাইতে হইলে রেলে ৫২ মাইল নৌতনওয়া ষ্টেশুন পর্যন্ত গিয়া মোটর গাড়ীতে বা মোটর বাসে ২২ মাইল যাইতে হয় । ষ্টেশুন হইতে হাতী চড়িয়া গেলে ১২ মাইল হয়। ২৯শে একদল প্রতিনিধি লুনীি গিয়াছিলেন। আমরা অধ্যাপক ললিতমোহন কর ও তাহার পরিবার ও আত্মীয়বর্গ, ঐযুক্ত রাধারমণ সেন, ঐযুক্ত সৰোবকুমার রায়, ক্রযুক্ত রামেশ্বর চট্টোপাধ্যায়, অধ্যাপক কুমার •বাহাদুর প্রভৃতির সঙ্গে ৩১শে ডিসেম্বর পূর্ণিমা রাত্রে ৯টাৰ