পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سيbr t 40 よ>○8○ ও কমাল সাহেবের চিত্র রহিয়াছে। বাহিরে একটি ছোট পাকা মণ্ডপের মধ্যে তাহার চরণচিহ্ন ও খড়ম রহিয়াছে। কবীরের মঠের পশ্চাতে একটি শস্যক্ষেত্র ব্যবধানে আর একটি মঠ আছে। তাহ এক পরলোকগত ভক্ত সাধুর। i মগ হর গ্রামে কবীরের সমাধি (হিন্দুদের ) । ফোটোগ্রাফ অজত সেন কর্তৃক গৃহীত। তাহার মঠটির ভিতরে ঢুকিয়া এক পাশে একটি ছোট দর। দেখিলাম। প্রদীপ জালিয়া একজন সন্ন্যাসী আমাদিগকে সেই ক্ষুদ্র দ্বারপথে অনেক ছোট ছোট ধাপ বাহিয়া ভক্ত সাধুটির সাধন-গুহায় লইয়া গেলেন। কতক দূর নামিয়া দেখিলাম তাহার শয়নের স্থান। তাহার পর আরও নীচে নামিয়া দেখিলাম র্তাহার সাধন-ভজনের আসেন। উপরে উঠিম| আসিম সন্ন্যাসীটিকে হিন্দীতে স্বধাইলাম, আপনিও কি ঐখানে সাধন ভজন করেন । তিনি উত্তর দিলেন, যাহাদের শরীর থাকে এক জায়গায় এবং চিত্ত থাকে অন্য স্থানে, তাহার সাধুর গুহাতে ভজনসাধন করিতে পারে না। সত্য কথা । সন্ন্যাসীটি জটাধারী, শীর্ণকায়, ভষ্মমাখা, যুব পুরুষ । মগ হুর গ্রা.ম কবীরের সমাধি ( মুসলমানদের ) । ফোটোগ্রাফ মজিত সেন কর্তৃক গৃহীত সন্ত্রাসকদের উপদ্রব সম্বন্ধে বড়লাট ইউরোপীয় সভার বার্ষিক ভোজে বড়লাট যে বক্তৃত৷ করেন, তাহাতে তিনি বঙ্গে সস্থাপকদের উপদ্রব সম্বন্ধে অনেক কথা বলেন। সন্ধাসকদের প্রচেষ্টার সম্পূর্ণ উচ্ছেদের জন্ত গবন্মেন্টের সমুদয় তোড়জোড় ও শক্তি প্রযুক্ত হইবে, এই অভিপ্রায় তিনি প্রকাশ করেন। যে-কোন গবন্মেণ্টকে বিপৰ্য্যস্ত করিবার চেষ্ট হইবে, তাহাই আত্মরক্ষার জন্য ইহা করিতে বাধ্য। গবন্মেণ্টের প্রধান ব্যক্তি যে এত বড় কথা বলিয়াছেন, তাহা হইতে সন্ত্রাসকদের বিভীষিকাকে গবন্মেণ্ট কত বড় মনে করেন, তাহা অনুমান করা যাইতে পারে। বড়লাট সন্ত্রাসকপ্রচেষ্টা উচ্ছেদের বম্বের দিকৃট সম্বন্ধে যাহা বলেন তাহার তাৎপর্ঘ্য এই – “সন্ত্রাসক প্রচেষ্ট হইতে বিপদাশঙ্কা বিদ্যমান থাকায় গবষ্মেটিকে যে-সব উপায় অবলম্বন করিতে হইয়াছে এবং যেগুলি উহা দূরীভূত না হওয়া পৰ্য্যন্ত অবলম্বত থাকিবে, তৎসমুদয়ের জন্য এমন একটি প্রদেশকে (অর্থাৎ বাংলা দেশকে) প্রভূত বাল্প করতে হইতেছে যাহার আর্থিক অবস্থা ভাল নয় । এইরূপ খরচ করতে হইতেছে বলিয়া বাংলা-গবন্মেন্টের সাধারণ হিতকর কাজগুলি হইতে টাকা সন্ত্রাসকপ্রচেষ্টা উচ্ছেদের দিকে চালাইতে হইতেছে। এই ८कल्ले यिनंामांन शांकांग्न क्त्रद्वनश्रक ठच्छछ aहे यूला (अशीं९ *ांखिक्र” लब्रियांम) निष्ठ ३हेtडाइ ७ हऐएव । जांभि किञएक जिलागि कब्रिrखहि,