পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(398 Sం8C) নয় সে মাণিক নয় সে সোনা, যায় না তারে যাচাই করা যায় না তারে গোণা। এই দেখো না শীতের রোদে দিনের স্বপ্নে বোনা সেগুন বনে সবুজ-মেশা সোনা ; সজনে গাছে লাগল ফুলের রেশ হিমঝুরির হৈমন্ত্ৰী পালা হয়েছে নিঃশেষ । বেগনী ছায়ার ছোওয়া-লাগা স্তব্ধ বটের শাখা ঘোর রহস্তে ঢাকা । ফলসা গাছের ঝর-পাতা গাছের তলা জুড়ে হঠাৎ হাওয়ায় চমকে বেড়ায় উড়ে । গোরুর গাড়ি মেঠো পথের তলে উড়তি ধুলোয় দিকের আঁচল ধূসর করে চলে । নীরবতার বুকের মধ্যখানে দূর অজানার বিধুর বঁাশি ভৈরবী স্বর আনে। কাজ-ভোলা এই দিন । নীল আকাশে পাখীর মতো নিঃসীমে হয় লীন । . সব হ’তে এই দামী । কেননা আজ বুকের কাছে যায় যে জানা আরেকটি সেই দোসর আমি উড়িয়ে চলে বিরাট তাহার ডানা অস্তবিহীন ইতিহাসের পথে । ঐ যে আমার কুয়োতলার কাছে সামান্ত ঐ আমের গাছে কখনো বা রোঁজ খেলায়, কছু প্রাবণ-ধারা, সারা বরফ থাকে আপন-হারা সাধারণ এই অরণ্যানীর সবুজ আবরণে ; মাঘের শেষে যেন অকারণে