পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলন্তন জামি Qo0 ক্ষণকালের গোপন মন্ত্রবলে গভীর মাটির তলে শিকড়ে তার শিহর লাগে,— শাখায় শাখায় হঠাৎ বাণী জাগে “আছি আছি, এই যে আমি আছি।” পুষ্পোচ্ছ্বাসে ধায় সে বাণী স্বৰ্গলোকের কাছাকাছি দিকে দিগন্তরে । চন্দ্ৰ সূৰ্য্য তারার আলো তারে বরণ করে। এমনি ক’রেই মাঝে মাঝে সোনার কাঠি আনে —কভু প্রিয়ার মুগ্ধ চোখে, কভু কবির গানে— অলস মনের শিয়রেতে কে সে অন্তর্যামী, নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই অামি । যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখ, সেই আমিরে এক নিমেষের আলোয় দেখি একের মধ্যে একা । সে সব নিমেষ রয় কি না রয় কোনোখানে, কেউ তাহাদের জানে বা নাই জানে, তবু তারা জীবনে মোর দেয় তো আনি ক্ষণে ক্ষণে পরম বাণী অনন্তকাল যাহা বাজে বিশ্বচরাচরের মৰ্ম্মমাঝে— “আছি আমি আছি ;” যে বাণীতে উঠে নাচি’ মহাগগন সভাঙ্গনে আলোক অপ্সরী তারার মাল্য পরি’ ।