পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থায়। গ্রামদেবী অন্ধ-পলায়ার পূজাতেও একটি কাঠের গাড়ীতে বাশের শূলে দুইটি শূকরশাবককে জীবন্ত গাখিয়া দেওয়া হয়। শূকরগুলি তীব্ৰ আৰ্ত্তনাদ করিতে থাকে এবং জনেক মুলিয়া লইয়া গ্রাম প্রদক্ষিণ করিতে থাকে। হুলিয়াদের বলিদানের প্রথা এরূপ নিষ্ঠুর বলিয় কেহ যেন মনে না করেন যে उांशब्रा चङांबङः अङाख निईब्र थक्लङिब्र । बखङः ङांश् ঠিক নহে। জুলিয়ার অত্যন্ত ভক্স ও সৎস্বভাবাপন্ন। তবে তাহাদের বিশ্বাস, যে-দেবী স্বয়ং নিষ্ঠুর, তাহার চাহিদাও তেমনই নিষ্ঠুর। তাহাকে সন্তুষ্ট করিতে হইলে তেমনই নিষ্ঠুর কোনও আয়োজন করা দরকার। বস্তুত: স্থলিয়ারা যে নিষ্ঠুর আবেষ্টনের মধ্যে থাকে, সেখানে তাহারা যে প্রকৃতির রুদ্রমূর্তিরই পরিচয় পাইবে, তাহাৰেই সমগ্র বিশ্বের মধ্যে একমাত্র সত্য রূপ বলিয়া বিবেচনা করিবে, ইহাতে আশ্চৰ্য্যাম্বিত হইবার কিছু नाहे । সমুয়ের সহিত তুমুল সংগ্রাম করিয়া ইহাদের অরুন্ধান করিতে হয়। পুরীতে শীত ভিন্ন অপর সকল ঋতুতেই गएजब cन्छे जडाख अवणcवरण वर। उशब्र छिडद्र দিয়া ছোট ছোট ভেলা ভাসাইয়া দিনের পর দিন জুলিয়ারা भाइ थत्७ि वाग्न । ८कन नि किङ्ग गाइ, ८कोन नि .পায় না । R3 হয়ত কয়েকদিন লহরীর প্রচণ্ড বেগে ভেল। श्रीब्रहे श्उ शांब्रिज ना । मादाग्न झब्रउ ब कञ्चरू निन ধরিয়া মাছ কিছুই পড়িল না। তাহার উপর সমুত্রে মাছ ধরিতে গিয়া বড় বড় হাঙ্গর, শঙ্করমাছ প্রভৃতি नूठन क्मिा अख्णन নানাবিধ জীবের আশঙ্কাও আছে । জুলিয়ার ছাড়ে না। হয়ত একবার বড়শিতে বড় শঙ্করমাছ গাথিয়া গেল। তাহার বিপুল টানে হু হু শব্দে নীল জল ভেদ করিয়া ভেলা ছুটিয়া চলিল। মুলিয়ারাও ছাড়ে না, মাছও ছাড়িবার পাত্র নয়। এমনি ঘণ্টাখানেক যুদ্ধের পর মাছ ডাঙ্গায় তোলা হইল। তখন গ্রামস্থৰ স্ত্রীপুরুষ সকলের কি আননা! সবাই ঝুড়ি আনিল, কুডুল আনিল এবং পরমানন্দে মাংস ভাগ করিয়া যে যার ঘরে চলিয়া গেল । বহুদিন সমূত্রের সহিত কারবার করিয়া ফুলিয়ারা এক দিকে যেমন সাহসী হইয়াছে, অপর দিকে সমূত্রের বিষয়ে তাহারা অনেক জ্ঞানও লাভ করিয়াছে । ঢেউয়ের শত্ব গুনিয়াই তাহারা বলিয়া দিতে পারে, কি ভাবের স্রোত বহিতেছে। পাড়ের সমাপ্তরাল ভাবে না অন্যদিকে, শুধু উপরের স্তরে না নীচের দিকে, মাছ আসিবে কি না—সৰুরু কথা কুলিয়ার ঢেউ দেখিয়া এবং তাহার শব্দ শুনিয়া বলিয়। তাহাদের পাইলে