পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wooe দিতে পারে। এই জ্ঞানটুকু সম্বল করিয়া, ধৈর্ঘ্য ও সাহসে ভর করিয়া ফুলিয়ার জীবনের যুদ্ধযাত্রা নিৰ্ব্বাহ করিয়া থাকে । কিন্তু ইহাতেও তাহাদের কুলায় না। সকল লক্ষণই হয়ত ভাল, পরিশ্রমও যথেষ্ট করা হইল, তবু জালে যথেষ্ট ఫ్త్" . জনৈক বলি হল মাছ পড়িল না। কেননা, দৈব বলিয়াও ত কিছু আছে। তাহাকে সপ্তষ্ট করিবার জন্য হলিয়ারা কত-রকম পূজাঅৰ্চনার ব্যবস্থা করিয়াছে। আশ্চর্ঘ্যের বিষয় সমুদ্রকে তাহারা গঙ্গাদেবী নামে পূজা করে । তাহারা যে আগে মাটির সহিত বেশী সম্পর্ক রাখিত—সমূত্রের সহিত নহে, ইহাতে তাঁহাই সপ্রমাণ করিয়া দিতেছে। যাহাই হউক, প্রকৃতি এবং দৈব ভিন্ন মামুষের কাছেও কুলিয়ার বিশেষ শান্তি পায় না। মহাজনের নৌকা ও জালের ভাড়া দিয়া, তাহার অন্যান্য নানাবিধ খাই মিটাইয় তাহাদের বিশেষ কিছু বাকি থাকে না। তাই শহরের যাত্রীদের স্বান করাইয় আখৰা মেয়েদের মজুরের কাজে পাঠাইয়া তাহার কোনও রকমে ছুঃখে কষ্টে জীবনধারণ করে। প্তপ্রবাসী; SS)8C) এরূপ অবস্থার মধ্যে পড়িয়া তাহারা যে প্রকৃতির মধ্যে শুধু আঘাতকেই বড় করিয়া দেখিবে, ইহাতে বিচিত্র কি ? সেই আঘাতকেই ডাহারা দেবতার আসন দান করিয়াছে, এবং নানাবিধ নিষ্ঠুর অনুষ্ঠানের দ্বারা তাহারই পূজার ব্যবস্থা করিয়াছে। হুলিয়ারা অবশু নরসিংহ, মহাদেব প্রভৃতি দেবতার শান্তমূৰ্ত্তি পূজা করে বটে, কিন্তু তাহাদের অধিকাংশ অৰ্থাই নীচের স্তরের নিষ্ঠুর দেবদেবীর নিকট নিবেদিত হয় । দারিদ্র্য ও প্রকৃতির অনিশ্চয়তার বেড়াজাল অতিক্রম করিয়া তাহদের মন মুক্তির আশ্বাদ গ্রহণ করিতে • णषां कटग्रांप्लेक्ििन कूणिा পারে না বলিয়া তাছাদের চরিত্রও কোনদিন সহজ বিকাশ লাভ করিতে পারে না। হয়ত মানুষের অত্যাচার দূর হইলে, পরস্পরের মধ্যে সাহচর্ঘ্যের ভাব বৃদ্ধি পাইলে তাহদের মুক্তির পরিধি আরও একটু বিস্তৃত হুইত, প্রকৃতির নিকট গ্রাসাচ্ছাদন আরও উন্নত কৌশলের সহিত আদায় করিতে পারিত, কিন্তু তাহার জন্ত অস্তান্ত মানুষের নিকট যে প্রেম ও সহানুভূতির প্রয়োজন, তাহা হইতে আজ তাহারা বঞ্চিত রক্তিয়াছে।