পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সন্ধি ঐযতীন্দ্রমোহন সিংহ

  • కాల్జాf(ఆఆ নীহারিকার কথা

সেদিন সন্ধ্যার প্রাকৃকালে একজন চাপরাসি আসিয়া বলিল, “মেমৃ সাহেব, রাজা সাহেব গাড়ী লিয়ে এসেছেন, আপনি আনুন।” আমি পূর্বদিনের কথা স্মরণ করিয়া তাড়াতাড়ি বেশ পরিবর্তন করিয়া বাহির হইলাম এবং রাস্তায় গাড়ীতে রাজা সাহেবকে দেখিতে পাইলাম। তিনি আমার হাত ধরিয়া সেই খোলা ফিটন গাড়ীতে আমাকে উঠাইলেন এবং তাহার পাশে বসাইলেন। আমি তাহার পাশে না বসিয়া সম্মুখের সীটে বসিলাম । গাড়ী ছাড়িমা দিল । তখন সোনালী রং মাখিয়া নীল পাহাড়ের গাম্ব স্বৰ্য্য অস্ত যাইতেছিল। আমরা লাল মাটির পাকা সড়কের উপর দিয়া বিচিত্ৰ পাৰ্ব্বত্য দৃপ্ত দেখিতে দেখিতে চলিলাম। অগ্রহায়ণ মাস-পথের উভয় পাশ্বের মাঠে হুৈমস্তিক ধান্য পাকিতে আরম্ভ করিয়াছে। ধরিত্রীর স্বামল অঞ্চলে সোনাল রঙের কারুকার্য্য আরম্ভ হইয়াছে। গাড়ী চলিতে লাগিল, রাজা সাহেব আমার সঙ্গে গল্প আরম্ভ কৰিলেন। তিনি বলিলেন, “আপনি বুঝি আর কখনও এদিকে আসেন নাই ?” আমি বলিলাম, "না, তবে দূর থেকে এই স্বন্দর দৃশ্য উপভোগ করে থাকি।” “८कदन एमब्र नृथ नछ, गरूण इनद्र दखहे भांश्वब्र §oreto, I wss ston, “A thing of beauty is a joy for ever" (ows, or russifican us wan ধান করে )। কিন্তু সেই সৌন্দর্ঘ্য দেখিবার উপযুক্ত কালচার ( কৃষ্টি ) কাজনের আছে ? আচ্ছ, ভাল কথা, আপনি রাণী স্বাহেবার সঙ্গে আলাপ করলেন, তাৰে কেমন বোধ হ’ল ?” “डिनि ८वर्ष बूकिभठी, चानक विवाबब्र थबब्र ब्रांtथन, عیسیسم-۹۹ আবার চিন্তাও করেন। তবে বড় ওলন্ড-ফ্যাশনও ( সেকেলে ) ।” রাজা সাহেব হাসিয়া বলিলেন, “আপনি ঠিক ধরেছেন। আমি অনেক চেষ্টা করেও তাকে কিছুতেই শোধরাতে পারলাম না। এস্লাইটেও সাক্লে (ইংরেজীশিক্ষিত সমাজে ) তাকে নিম্নে মুভ ( চলাফেরা ) করতে পারি না, এইটে আমার মস্ত আপসোস।” - আমি বলিলাম, “তিনি ঘরের বাইরে এসে দেখে শুনে অনেক উন্নতি লাভ করতে পারেন ।” - “সেই ত মুস্কিল। অন্তঃপুরের চৌকাঠ পার হ'লে তার নাকি জাত যাবে। আবার দেশের লোকগুলোও এমন অসভ্য, তারা একটা হৈ চৈ জারম্ভ করে দেবে ।” “আমরা অনেক দূর এসে পড়েছি, এবার ফিরলে ভাল হয়।” “মোটেই ত তিন মাইল। আচ্ছ, সেই ভাল, আপনার ঠাও লাগতে পারে।” এই বলিয়। তিনি গাড়ী ফিরাইতে কোচম্যানকে আদেশ করিলেন। এইরূপে আমি সান্ধ্য ভ্রমণ শেষ করিয়া গৃহে ফিরিলাম। - আমি বোর্ডিঙে ফিরিয়া আসিলে নিস্তারিণী আমার সঙ্গে দেখা করিতে আসিলেন। আমি তাছাকে দেখিয়া বলিলাম, “দিলি, এসময়ে কি মনে ক’রে এসেছেন ?” আমি তাহাকে এখন দিদি বলিয়া ডাকি । তিনি বলিলেন, “আমি আপনাকে ছোট বোনের মত দেখি, একটা কথা বলতে এসেছি, কিছু মনে করবেন না।” আমি একটু বিস্থিত হইয়া বলিলাম, “কি কথা বলবেন, স্বচ্ছন্দে বলুন । তিনি আমার সম্মুখে চেয়ারে বসিয়া চুপে চুপে বলিলেন, “আপনি যে আজ রাজা সাহেবের সঙ্গে গাড়ীতে বেড়াতে গিয়েছিলেন, এ কাজটা ভাল করেন নি।” . . . .