পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থলগুন থাকে। এখানে একজন বিদেশী যেরূপ ব্যবহার পেতে পারে সেন্ধপ ব্যবহার আমরা পেয়ে থাকি, বরং আমরা আর সব ইউরোপীয় জাতির চেয়ে ভাল ব্যবহারই পাই। ইংলণ্ডে ভারতীয়রা প্রায় প্রত্যেক দিনই অপদস্থ হন, কিন্তু আমাদের এটা এরূপ সন্ধ হয়ে গেছে যে, আমাদের কোনই চৈতন্য হয় না। তার প্রধান কারণ বোধ হয় যে, আমরা আমাদের নিজেদের দেশেই ওটা পেয়ে থাকি। আজকাল পাউণ্ডের দাম কমে যাওয়ায় ভারতীয়দের এদেশে বেশ অন্ধবিধা হচ্ছে ; কিন্তু তবুও ইংলও বা আমেরিকার চেয়ে এদেশে কম খরচে থাকা যেতে পারে । অনেকে হয়ত বলতে পারেন জাৰ্ম্মাণ জাতটা এখন বিপ্লবের মধ্যে আছে, কাজেই এখন জাৰ্ম্মানীতে আসা মোটেই নিরাপদ নয়। কিন্তু এই বিপ্লবটা সম্পূর্ণ তাদেরই। এর জন্তে বিদেশীদের ভষের কোনই কারণ নেই। কিছুদিন আগে জাৰ্ম্মান ছেলেরা আমাদের অর্থাৎ সমস্ত বিদেশী ছাত্রদের একটি সভায় নিমন্ত্রণ করেছিল। সে সভায় তারা তাদের বর্তমান কাৰ্য্যপদ্ধতি বুঝিয়ে দেয় এবং বিদেশীদের সহযোগিতা চাম। কাৰ্য্যতঃ তারা বিদেশীর সঙ্গে এপর্য্যন্ত কোন কুব্যবহার করেনি, বরং আগেকার মতই ভাল ব্যবহার করে। স্বতরাং এখানে যিনি পড়তে আসবেন, তিনি যদি কোন রাজনৈতিক আন্দোলনে যোগ না দেন তবে তার কোনই ভয়ের কারণ নেই। এখন দেখা যাক, বস্ত্রশিল্প জাৰ্ম্মানীর কোন কোন জায়গায় শেখা যেতে পারে । বস্ত্রশিল্পকে প্রধানতঃ তিন ভাগে ভাগ করা যেতে পারে ; যখা,—স্বতাকাট, বয়ন ও রঞ্জন ৷ জাৰ্মানীতে তিন রকম শিক্ষালয়ে বস্ত্রশিল্প শেখা যেতে পারে । টেক্‌নলজিক্যাল কলেজ জার্শ্বানীর অনেক জায়গায় আছে, তবে সব কলেজে বস্ত্রশিল্প সম্বন্ধে শিক্ষা দেওয়া হয় না। কেবল ড্রেসডেন ও ষ্টাটগার্ট শহরের কলেজে এই বিষয় শেখান হয় । টেক্‌নলজিক্যাল কলেজে বস্ত্রশিল্প দুই ভাগে ভাগ করে শিক্ষা .দেওয়া হয়। প্রথমটাতে স্বতাকাটা ও বয়ন এবং সঙ্গে সঙ্গে যন্ত্রপাতি তৈয়ারী সম্বন্ধেও শিক্ষা দেওয়া হয়। এ বিষয়ের কোস্* চার বছর। তা ছাড়া অভতঃ এক বছর হাতে-কলমে শিক্ষা कब्रzछ ह्छ । इठ ७ कां★फ़ब्र ब्रनांझनौ दिनांब्र ८कांग९ 巽家 চার বছর এবং সঙ্গে অন্ততঃ এক বছর কার্য্যগত শিক্ষা নিতে হয়। কাজেই ঐ দুটা বিষয়ে ডিপ্লোমা পেতে হলে পাঁচ বছর সময়ের দরকার হয়। এছাড়া ডক্টর উপাধি পেতে হ’লে আরও ছয় মাস থেকে এক বছর সময় লাগে । পরিশ্রমী ছাত্রের গ্রীষ্মের ছুটিতে কাৰ্য্যগত শিক্ষার ব্যবস্থা করলে মোট সময় থেকে পাচ-ছয় মাস বঁাচাতে পারেন। কাৰ্যগত শিক্ষাটা আবশ্বক ; এ না নিলে ডিপ্লোম বা ডিগ্রী পাওয়া যায় না । ষ্টাটগার্টের টেকনলজিক্যাল কলেজে বয়ন সম্বন্ধে বিশেষ শিক্ষালাভ করা যেতে পারে। ড্রেসডেনে স্বতাকাটা বিষয়ে বিশেষ শিক্ষা পাওয়া যায়। টেকৃনিকুমেও ডিপ্লোম পাওয়া যায়, ডিগ্রী পাওয়া যায় না। তবে এখানে টেক্‌নলজিক্যাল কলেজের মত অত উন্নত প্রণালীতে শিক্ষা দেওয়া হয় না। ইংলওে ম্যাঞ্চেষ্টারের কলেজগুলিতে যেরূপ ষ্ট্যাগুৰ্ডে শিক্ষা দেওয়া হয় জার্মানীর টেকৃনিকুমেও সেরূপ ভাবে শিক্ষা দেওয়া হয়। এখানকার কোস তিন বছর, কাৰ্য্যগত শিক্ষা ছয় মাস। রয়টিজেন শহরের টেকৃনিকুম বিশ্ববিখ্যাত। ফ্যাকগুলের ষ্ট্যাণ্ডার্ড টেকৃনিকুমের চেয়ে কতকটা নীচু । এখানে ডিগ্ৰী বা ডিপ্লোম পাওয়া যায় না ; তৰে পরীক্ষায় কৃতকাৰ্য্য হতে পারলে সার্টিফিকেট পাওয়া যায়। যাদের সময় কম, তারা এখানে স্বতাকাটা, বয়ন ও রঞ্জন এই তিন বিষয় চার বছরে শিখতে পারেন। যথা, স্বতাকাটা এক বছর, বয়ন এক বছর এবং রঞ্জন দু-বছর । এ ছাড়া এই সব স্কুলেই কাৰ্য্যগত শিক্ষার বন্দোবস্ত আছে। এখানে ৰে শিক্ষা পাওয়া যায় তাতে আমাদের দেশে স্থতাকাটা, কাপড় বোনা কিংবা রঙানোর কাজ বেশ ভাল ভাবে করা যেতে পারে। এই রকম স্পেগুগল স্কুলের কয়েকট নাম নীচে দিলাম। wه Höhere Fachschule für Textil-Industrie in Chemnitz. এটি জাৰ্ম্মানীর সর্বশ্রেষ্ঠ বন্ধন-বিদ্যালয় । কেবল এখানকার বয়নের কোস দুই বছর। রঞ্জনের জন্ত ক্রেফেল্ড শহরের Fachschule বিশ্বfors i a Eryl Berlin, München-Gladbach, Zittam, Planen প্রভৃতি শহরেও ফ্যাকৃগুলে আছে। जांधीनौ८७ ईश्लrतब्र भङ जठ छिऔब्र . झफाइफ़ि cनरे