পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর বাণীভবন ঐসরলাবাল সরকার বাংলা দেশে বিধবাশ্রম' স্থাপন সম্বন্ধে চেষ্টা অনেক দিন হইতে হইতেছে, কিন্তু কলিকাতার বিদ্যাসাগর বাণীভবন বাতীত ভদ্রপরিবারের বিধবার বিনাব্যয়ে আশ্রয় ও স্বাবলম্বী হইবার মত শিক্ষালাভের স্থান আর নাই বলিলেই इम्न । এই ভারতবর্ষেরই অন্যান্ত প্রদেশে বিধবাদিগের যেসকল আশ্রম আছে ও ষে ভাবে দুঃস্থ ও অশিক্ষিতা নারীদিগের শিক্ষার জন্য চেষ্টা চলিতেছে, তুলনায় বাংলা দেশ তাহার অনেক পশ্চাতে পড়িয়া আছে, একথা স্বীকার না করিয়া উপায় নাই। অনেকে হয়ত বলিবেন, বাংলা দেশ ভারতবর্ষের আস্তান্ত বাণিজ্যপ্রধান দেশের তুলনায় দরিত্র দেশ, এইজন্য অন্তান্ত প্রদেশের পক্ষে বিধবাশ্রমের জন্ত যেরূপ অর্থসাহায্য করা সম্ভব হয়, আমাদের দেশের লোকের জাভরিক ইচ্ছা থাকিলেও আর্থিক অসঙ্গতির জন্য সেরূপ ভাবে সাহাঙ্ক ক্ষা সম্ভব হয় না । uहे ?ककिप्रर् कङक गङा श्रणe ग*f गङा नम्र ! অত্যন্ত দরিত্রও যে-কাজটি তাহার নিতান্ত জীবগুক মনে করে তাহার জন্ত প্রাণপণে অর্থব্যয় করে। বাংলাদেশের আর্থিক দুৰ্গতি সত্বেও বিধবাশ্রম যে দেশের পক্ষে কতখানি প্রয়োজনীয় তাহা দেশবাসী যদি যথার্থভাবে অনুভব করিতেন তাহা হইলে বিধবাশ্রম স্থাপন ও তাহার উন্নতির চেষ্টা ইহা অপেক্ষ অনেকটা বেণী সফল হইত। বিধবাশ্রম স্থাপন দরিত্র বিধবাগণেরই উপকারের জন্য এবং সহৃদয় জনগণ তাহাতে দান হিসাবেই অর্থসাহায্য করেন, এই সমস্ত আশ্রম সম্বন্ধে আমর ইহা অপেক্ষা আরও অধিক গভীর ভাবে ভাবিয়া দেখি না। সেইজন্য বিধবাশ্রম সম্বন্ধে আমাদের চেষ্টা পরোপকার ও দানের পর্যায়েই থাকিয়া बाब, उऋगक चषिक थरावनैौबडाब अब औउ श्ञ ना। প্রয়োজন বলিতে লোকের স্বার্থের সহিত জড়িত अश* शागात्र बूबाद। चाज गमश्च अब्रख्यत्वं चाउँौबज বোধ উদ্বুদ্ধ হইতেছে। শিক্ষিত ব্যক্তিমাত্রেরই মনে সমগ্র জাতির সহিত র্তাহার নিজের কিরূপ সংযোগ সে সম্বন্ধে অনুভূতি জাগ্রত হইতেছে। এই অনুভূতির ফলে আমাদের স্বার্থ সম্বন্ধীর জ্ঞান ব্যাপকতা লাভের দিকে অগ্রসর হইতেছে। দেশবাসিগণ আর নিজের ব্যক্তিগত বা পরিবারগত উন্নতিতেই সন্তুষ্ট থাকিতে পারিতেছে না, আর ইহার ফলে দেশের সৰ্ব্বত্র সমিতি, সজ, সম্মিলনী, আশ্রম ইত্যাদি স্থাপিত হইতেছে এবং শিক্ষা সম্বন্ধেও একটা চেষ্টা দেশের মধ্যে জাগ্রত হইয়াছে । দেশবাসী আজ বুঝিতেছেন দেশব্যাপী অভাব, দারিদ্র্য, দুঃখ প্রভৃতির সহিত র্তাহার নিজেরও অবিচ্ছেদ্য সম্বন্ধ রহিয়াছে। জাতির উন্নতির জন্য দেশের আর্থিক দুৰ্গতির প্রতিকার, দেশের ধনবল বুদ্ধি সৰ্ব্বপ্রথমে প্রয়োজন ; কিন্তু কেবল ধনবল নয়, জনবলও প্রয়োজন, কেন-ন মানুষই দেশের সম্পদ-সমৃদ্ধি গড়িয়া তোলে। জনসংখ্যা গণনায় অধিক হইলেই তাহাকে জনবল বলা যায় না, প্রত্যেক জনের এমন হওয়া প্রয়োজন যেন তাঁহাদের দ্বারা দেশের ভার না বাড়িয়া শক্তি বৃদ্ধি পায় । এই বাংলা দেশে পনর হইতে ত্রিশ বৎসর বয়স্ক সাড়ে চারি লক্ষের অধিক হিন্দুবিধবা অপরের গলগ্ৰহ হইয়া গুহের ও সমাজের ভারস্বরূপ দুঃখময় জীবন যাপন করেন। যদিও অনেকের মুখে শোনা যায়, হিন্দুবিধবাই হিন্দুগৃহের অধিষ্ঠাত্রী দেবীস্বরূপ, বিধবা হইতে আমাদের সংসারের ও সমাজের বহু কল্যাণ সাধিত হয়, কিন্তু এ সকল উক্তির বেশীর ভাগই ভাবোঞ্ছাস মাত্র । ভারতবর্ষের অস্তান্ত প্রদেশে, বাহাই হউক আমাদের বাংলা দেশে, “বিধবা হইলে তাঁহার মরাই ভাল” এটি একটি চিরপ্রচলিত বাৰ্য। বিধবার জীবন যে একেবারেই অপার্থক, তাহার নিজের দিক দিয়া ও সমাজের দিক দিয়া সেরূপ জীবনের ८६ ८कन गांर्षकठोहे नाहे, uहे भानांखांब चांजि७ बजटनालब्र হিন্দুসমাজে অতি প্রবলভাবে বর্তমান আছে । শতাধিক বৰ পূর্কে—বখন সতীদাহ প্রথা প্রচলিত ছিল, তখনও