পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wode গঠিত হইতে পারে, তাহ জামরা কাৰ্য্যত লক্ষ্য রিয়াছি। উদাহরণ স্বরূপ বর্তমান প্রবন্ধে পূর্ববঙ্গের ক্রিমপুর অঞ্চলের একটি প্রাচীন গ্রামে যে চিত্রশাল সুৰ্য্য—ঢাকা সাতপানং গঠনের প্রশংসনীয় প্রাস চলিয়াছে, তাহার প্রাথমিক অবস্থার বিবরণ দিতে ইচ্ছা করি। বিক্রমপুর প্রাচীনকালে একটি বিশেষ প্রসিদ্ধ কেন্দ্রস্থান ছিল। এখানকার প্রায় সমস্ত প্রাচীন গ্রাম হইতে মূৰ্ত্তি ইত্যাদি অনেক সময় আবিষ্কৃত হইয়াছে। তাহার অধিকাংশই এখন বিক্রমপুরের বহিরে চলিয়া গিছে। বাহারা ঐতিহাসিক অস্থসন্ধানের খবর রাখেন বা SS)8C গবেষণা করেন, শুধু তাহারাই সেগুলির খবরাখবর জানেন । বিক্রমপুর-কেন্দ্র সম্বন্ধে বিশেষ আলোচনার জন্ত খাল বিক্রমপুরের মধ্যে একটি চিত্রশাল স্থাপিত হওয়া বাঞ্ছনীয়। কিছুদিন পূৰ্ব্বেও যাহা কিছু বিক্রমপুর পরগণার মধ্যে পাওয়া যাইত তাহাই রামপালে প্রাপ্ত বলা হইত। এই জন্য অনেক জিনিষের আসল প্রাপ্তিস্থান জানা যায় নাই। ওরূপ না হইয়া মূল স্থানটির নামের সঙ্গে প্রাপ্ত জিনিষের যোগ থাকা উচিত। অথচ বিক্রমপুর অঞ্চলের জিনিষ বলিয়া বিক্রমপুর চিত্রশালায় তাহার বিশিষ্ট স্থান আছে। এই উদ্দেশুে আড়িয়ল গ্রামের “পল্লীমণ্ডল” অল্পদিন পূৰ্ব্বে স্থির করিয়াছেন যে সমস্ত বিক্রমপুর লইয় একটি চিত্রশালা স্থাপন করা আবশ্বক। তাহা হইলে বিক্রমপুর সম্বন্ধে বৈজ্ঞানিক উপায়ে ধারাবাহিক গবেষণার অনেক স্ববিধা হইবে। আর, সংগ্রহ ব্যাপারে গ্রামস্থ গণেশ–আড়িয়ল চিত্রশাল লোকদের সাহায্য ও সহানুভূতি পাইলে এখনও বহু জিনিষ সংরক্ষিত হইতে পারে, নতুবা সরকারী প্রত্নবিভাগের দৃষ্টি কবে পড়িবে সে আশায় বসিয়া থাকিলে অনেক बिनिष नडे यां