পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ēo এইগুলি ভিন্ন আরও বহু মূৰ্ত্তির সন্ধান পাওয়া গিয়াছে। আশা করি, জমে ক্রমে আমরা সেইগুলি সম্বন্ধে বিশেষ বিবরণ দিতে পারিব। উপরের লিখিত ক্ষুত্র বিবরণ হইতে বুঝিতে পারা যায় যে, এই গ্রামের চিত্রশালার কার্য্যক্ষেত্র ভবিষ্যতে সঙ্কীর্ণ না হইয়। বরং প্রশস্তই হইবে। চিত্রশালাটি মাত্র তিন বৎসর হইল স্থাপিত হইয়াছে। এখনই যেরূপ উৎসাহ দেখা ধাইতেছে তাহাতে এই গ্রামে ভবিষ্যতে কোনও মূৰ্ত্তি আবিষ্কৃত হইলে তাহ সহজে বাহিবে যাইতে পরিবে না। এই কাৰ্যে যুবকদের কথাই নাই, এমন কি, বৃদ্ধ ও বালকেরাও যথেষ্ট উৎসাহ দেখাইতেছেন। এই চিত্রশালাটি যেন তাহদের প্রাণকে মাতাইয়া তুলিয়াছে। । SనOBO চিত্রশালায় মূৰ্ত্তি ছাড়া অস্তান্ত জিনিষও সংগ্ৰহ করিবার চেষ্টা করা হইয়াছে । পুথিশালার জন্ত প্রায় ৭•• পুথি সংগৃহীত হইয়াছে। মুত্র বিভাগে আকবরের একটি, সাজাহানের একটি, দ্বিতীয় আলমগীরের একটি, আহোম-রাজ লক্ষ্মীসিংহের একটি গৌরীনাথ সিংহের একটি ও ইংরেজ ঈষ্ট ইণ্ডিয়া ও ফরাসী ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর আমলের চার পাঁচটি মুত্র সংগ্রহ করা হুইয়াছে। আশা করি, এই ভাবে অনুসন্ধান ও গবেষণা চলিতে থাকিলে ভবিষ্যতে এই চিত্রশাল বিক্রমপুরের ঐতিহ্য আলোচনার কেন্দ্রস্থল হইয়া উঠিবে i*

  • এই প্রবন্ধের চিত্রগুলির জন্ত আমরা ফটােগ্রাফার যুক্ত কানাই জালের নিকট বিশেষ কৃতজ্ঞ ।

চন্দ্রোদয় স্ত্রীরামপদ মুখোপাধ্যায় অপ্রত্যাশিত ঘটনা সংসারে অনেক ঘটে। অবনীনাথ ছয় মাসের মধ্যে“ৰে দ্বিতীয়বার বিবাহু করিয়া সংসার পাতিৰেন, অর্গায়ের ইতর ভজ কেহই ইহা আশা করে নাই ! তাও বিবাহ করিলেন গ্রয়োদশী কন্যাকে,-আজন্ম পৃাড়াগায়ের মধ্যে যে বাড়িয়া উঠিয়াছে, শিক্ষার স্বল্প আলোকও বাহার ললাটে, রেখাপাত করে নাই। বুদ্ধির शैश्विrउ छडैः कृि মোটেই ; 歸 নহে। বালিকাসুলভ হালিতে মুখখানি এতই তরল ইয়া উঠে, যে, ভিতরকার নিৰ্ব্বোধ সারলটুকু অতিমাত্রায় চোখে ফুটিয়া উঠে। মাথায় ঘোমটা টানিবার স্বচারু ভীটুকু নাই, অঙ্গসঞ্চালনে কোথাও রহস্তের গন্ধটুকু পাওয়া যায় না। চোখের পানে চাইলে মনে হয়, এত শীঘ্ৰ চেলি পরাইয়া মায়ের কোল হইতে রূপকথার এই শ্রোত্রীটিকে কেনই বা টানিয়া জানা হইল! এ-চোখ ঘাঁহ-কিছু কৌতুককর বিষয় দেখিয়াই বিশ্বন্ধে বিশ্বরিত হইতে পারে, সম্ভার টা ধরির দেওয়ার প্রলোঙনে লোভাতুর হইয় উঠে এবং রাত্রি গভীর হইতেন-ইতে জনালে খুমভারে জালন্তে মুদিন আলে! : অথচ শিক্ষিত অবনীনাথ ইহাকেই বিবাহ করিয়া বসিলেন। কলেজ হইতে পাস করিয়া কয়েক বৎসর উপযুক্ত পাত্রী না পাওয়ায় ষে অবনীনাথ মায়ের কত আশ্রমাখা মিনতি উপেক্ষা করিয়াছেন, কত জমিদারকস্তা শিক্ষিত নহে বলিয় রূপ ও রূপার বোঝা লইয়াও প্রত্যাখ্যাত হইয়াছে । । 始 অবশেষে স্বদূর মফস্বলে শিকার করিতে গিয়া কোন বন্ধুর গৃহে আতিথ্য লাভ করিয়া তাহারই ভগ্নীকে দেখিয়া মুগ্ধ হন । নম্র ও ক্রটিহীন আচরণে সে তরুণ জমিদারের মনে অল্প একটু আলোকপাত করিতে পারিয়াছিল। কোন পক্ষেরই আপত্তির হেতু ছিল না ; কাজেই মৃদ্ধ আলোক ऐंठकाण झहेष्ठ क्लिश् छ्ध्न नाहे । তারপর, আটটি বৎসর। পুরাতন পৃথিবীতে নূতন পথিকেরা যখন ভালবাসিতে আরম্ভ করে, তখন অতীতে বা বতর্মানে কেহ যে তেমন ভালবাসিতে পারিয়াছে বা পারে ७-थांब्रभं। उांशप्नद्र षष्कहे ना ७वर भन:क्रब्र, वह बtवंद्र शृषिबैौ cश्न ठांशप्त्रग्रहे ८थमशष-किब्रr१ ब्रॉन नांब्रिह