পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্থাৱাভি ও পুনর্গম

লংগ্রন্থের সঙ্গে সঙ্গে গঠনের কার্ঘ্যে প্রবৃত্ত হওয়া প্রয়োজন। कांग्रन, शांषेिब्र दिखांद्र कथन ५कs जैौम जङयन कट्ट्स, उर्थन জার ভেষজ প্রয়োগে কোন ফল হয় না । সোভিয়েট রুশিয়া ষে উপায় অবলম্বন করিয়াছে, আজও তাহার পরীক্ষা শেষ হয় নাই বটে, কিন্তু তাহার যে ফল ইতোমধ্যে ফলিয়াছে, তাহা বিবেচনা করিলে আমাদিগের পক্ষে কাৰ্য্যের স্ববিধা হইতে পারে। এ বিষয়ে আর সন্দেহ নাই যে, দেশকে অর্থনীতিক হিসাবে নুতন করিম গডিয়া তুলিতে হইবে । যে স্থানে সম্ভব পুরাতনের ভিত্তির উপর নূতন ব্যবস্থা প্রতিষ্ঠিত করিতে হইবে ; যে স্থানে তাহা সম্ভব নহে, তথায় ভিত্তি হইতে নুতন করিয়া গঠন আরম্ভ করিতে হুইবে । কারণ, শত শত বৎসরের অবজ্ঞায় ও উপেক্ষায় ভারতবর্ষে উন্নতি স্তম্ভিত রহিয়া গিয়াছে, এবং পৃথিবীর আর সব সভ্য দেশ দ্রুত অগ্রসর হইয়াছে। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। এরূপ দেশের প্রধান অবলম্বন কৃষিতে উন্নতির ফলে দেশের লোকের অবস্থার কিরূপ উন্নতি সাধিত হইতে পারে, তাহ ডেনমার্কে ও আয়ালঙে দেখা গিয়াছে। ডেনমার্কে সরকারের সাহায্যে ও আয়ালণ্ডে সরকারের সাহায্য গ্রহণ না করিয়া দেশের লোকের অবস্থার উন্নতি সাধিত হইয়াছে । আয়ালণ্ডে র্যাহারা সরকারের সাহায্য গ্রহণ না করিয়া পুনর্গঠনের কার্ধ্যে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহারাও সরকারের সাহায্যের প্রয়োজন স্বীকার করিয়াছিলেন। বিস্তৃতভাবে গঠনপদ্ধতি স্থির করিলে তদনুসারে কাজ করিবার জন্ত সরকারী সাহায্য কিরূপ প্রয়োজন হয়, তাহ বলাই বাহুল্য। সৰ্ব্বপ্রথম প্রয়োজন অর্থের। সে জন্য সরকারের নূতন ভাবে নোট প্রচারের ব্যবস্থা করা প্রয়োজন হইতে পারে—কেবল ঋণের উপর নির্ভর করিলেও হয়ত হুইবে না। মজুত স্বর্ণ ও রৌপ্যের অম্বুপাতে নোটের প্রচলন অধিক করিয়া সমগ্র দেশে বিছাতের শক্তি শিল্পের জন্ত প্রযুক্ত করিবার ব্যবস্থা করা যায় ; কলকারখানাকে সাহায্য করা যায়-ইত্যাদি । cकदल बनि कृषिब्र कषाहे थब्रा षाड़, छांझां८डe चानक चrर्षद्ध &zबांधम । >>२8 धृहे८च বিলাতে কৃষির উন্নতি লাখনোপায় আলোচনার জন্ত ষে সভা হয়, তাহাতে স্থির হয়, داد - سده یا (১) সরকারের নেতৃত্বে কৃষিকার্ঘ্যে বিজ্ঞানসম্মত উশল্প चराजश्न ; * - - $ (২) কৃষকদিগের সমবায়-নীতিতে সক্ষ্য গঠন : (৩) পল্লীগ্রামের স্বগঠন-বাহাতে শহুরের ও পল্লীগ্রামের আকর্ষণে বিশেষ তারতম্য না হয় সে ব্যবস্থা করা । - এসব কাজও ব্যয়সাপেক্ষ। কেবল তাঁহাই নহে— সৰ্ব্বাগ্রে কৃষককে ঋণভারপিষ্ট অবস্থা হইতে অব্যাহতি দিতে হইবে। তাহার পর সে যাহাতে তাহার কাজের জন্ত স্থবিধায় আবণ্ডক অর্থলাভ করিতে পারে, তাহার ব্যৱস্থা করিতে হইবে। যাহারা বাংলার কৃষকদিগের খণের পরিমাণ জানেন, তাহারাই এই কার্যের বিরাটৰে অভিভূত হইবেন । তাহারাই স্বীকার করবেন, সরকারের সাহায্য ব্যতীত এ কাজ সম্পন্ন হইতে পারে না। জমী-বন্দকী ব্যাঙ্ক ও সমবায়ু-ঋণদান সমিতি উভয়েরই মূলধন প্রয়োজন। সেই মূলধন সংগ্ৰহ করিতে হইলে সরকারের জামীন হওয়া প্রয়োজন হইবে। জাম্মানীতে তাহাই হইছে। রুশিয়া বিপ্লবের দ্বারা—রক্তে পূর্বের ইতিহাস প্রক্ষালিত করিয়াছে। সে পথ আমরা গ্রহণ করিতে চাহি না । কাজেই ধীর ভাবে আমাদিগকে অগ্রসর হইতে হইবে । তাহাতে, বোধ হয়, উন্নতির ভিত্তিও অধিক দৃঢ় হইবে । এ দেশের অবস্থা বিবেচনা করিয়া তাহার উপযোগী ব্যবস্থা করিতে হুইবে । যে স্থানে পুরাতন পদ্ধতির সংস্কার করিলেই তাঁহাকে কাৰ্যোপযোগী করা যায়, সে স্থানে তাহাই করিতে হইবে ; আর ধে স্থানে তাহাতেও কাৰ্য্য সিদ্ধির আশা নাই, সে স্থানে পুরাতনকে বর্জন করিয়া নূতনের প্রতিষ্ঠা করিতে হইবে। বিলাতের লোক স্বভাবতঃ রক্ষণশীল ; তাহারা যে স্থানে পারিয়াছে, পুরাতন পদ্ধতির সংস্কার সাধন করিয়া লইয়াছে। মিটার ডরম্যান বলেন, তাহাতেই ইংরাজের প্রথার শক্তি ও পারস্পর্ঘ্য রক্ষিত হইয়াছে – “The fundamental idea of the English has always been that old methods are better than new ones, and that old institutions ought to be improved, if possible, but not abolished, and in this lies the strength and continuity of our system.” -