পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমস্কেন <गई cदनकरनe ईश ॐज निग्नकटन भछिल्लोनिड श्श । वैशब्रा. ইংরাজ জাতিকে প্রদত্ত প্রসিদ্ধ চিত্রশিল্পী লর্ড লেটনের বাসভবন দেখিয়াছেন, তাহারা জানেন, তিনি শিল্পহিলাবে অত্যুৎকৃষ্ট বলিয়া এইরূপ টালি বিদেশ হইতে বহুব্যয়ে সংগ্রহ করাইয়া আনিয়া নিজ গৃহে ব্যবহার করিয়াছিলেন। এখন বাংলায় এই শিল্পের প্রবর্তন ও উন্নতিসাধন সহজেই হইতে পারিবে। পরীক্ষা করিয়া দেখা গিয়াছে, বিদেশ হইতে আমদানী যে চHানী বাজারে ১০ হইতে ১২ আনায় বিক্রীত হয় তাহার উৎপাদন ব্যয় ২ আনার অধিক নহে। যাহাকে “কড়ি কোঁট” বলে, তাহার ব্যবহারও অল্প নহে । দিল্লী প্রভৃতি স্থানে সে সকলও চিত্রিত হয়। তাহাতে জাতির স্বভাবিক শিল্প ও সৌন্দর্য্যজ্ঞান প্রকাশ পায়। বিখ্যাত শিল্পসমালোচক কনওয়ে বলিয়াছেন, কোন কোন সময় সাধারণ নিত্যব্যবহার্য প্রব্যেও শিল্পনৈপুণ্য ও সৌন্দর্ঘ্য বিকাশ দেখা *H 1-"Sometimes indeed the tools and objects of domestic utility of a country have all been beautiful and a high general level of decorative excellence has obtained.” তিনি ইহা প্রতিপন্ন করিবার জন্য বিধ্বস্ত পম্পিয়াই নগরেব উল্লেখ করিয়াছেন। কিন্তু সে নগরের অস্তিত্ব বিলুপ্ত হইয়াছে— সঙ্গে সঙ্গে নগরবাসীদিগের সৌন্দৰ্য্যপ্রিয়তাও গিয়াছে। ভারতবর্ষে সৰ্ব্বত্র তিনি ইহা আজও প্রত্যক্ষ করিতে পারেন। অতি তুচ্ছ নিত্যব্যবহাধ্য গৃহস্থালীর দ্রব্যেও এ দেশের লোক সৌন্দধ্য বিকাশ করিয়া থাকে। বিলাতে সারে যে রঞ্জিত মৃৎপাত্রাদির জন্য প্রসিদ্ধ সে রঞ্জিত মৃৎপাত্রাদি এ দেশে অতি সহজে প্রস্তুত হইতে পারে। নূতন উদ্ভাবিত পদ্ধতিতে তাঁহা উৎপাদন করা আরও সহজ হইবে । প্রায় ত্রিশ বৎসর পূৰ্ব্বে হাভেল এবং তাহারও পূৰ্ব্বে বার্ডউড এ দেশের শিক্ষিত লোকদিগকে বিদেশীর অনুকরণ না করিয়া , স্বদেশীশিল্পের উন্নতি সাধন করিতে ও স্বদেশী আদর্শামুসরণ করিতে পরামর্শ দিয়াছিলেন। সেই পরামর্শ গৃহীত হইলে এ দেশে এই মৃৎশিল্পের ভবিষ্যৎ যে সমুজ্জল, তাছা জনায়ালে বলা যায়।

  • {२) ♛ cमाल विप्शक हड़े८ङ बर्नङ्ग, द९णग्न भरनक

खेभिीखि ७भ्रूल*ब Cyor& छैोकांब्र छांख्गंब्रक्रिग्रंब्र शबशर्षी चब ७ षङ्गानि चांभमांनी হয়। জার্মান যুদ্ধের পূর্বে ষে এই সকল জার্মানীতেই অধিক প্রস্তুত হুইত, আমরা তাহ অবগত আছি—যুদ্ধকালেই জাম্বর তাহার প্রমাণ পাইয়াছিলাম। এখন শিল্পবিভাগের পরীক্ষাকলে এ দেশে এই শিল্প উটজ শিল্প হিসাবে পরিচালিত করা সত্তৰ হইয়াছে। বিভাগ হইতে ফেসব শিল্প শিক্ষা প্রদান করা হয় এই শিল্প সেই সকলের তালিকাভুক্তও করা হইয়াছে। এই সব चल्ल ७ बज्ञ निर्किडे जानु थखड श्। देशब्र प्लेगकब्रक्. এ দেশে সংগ্রহ করা দুঃসাধ্যও নহে। এ দেশে প্রস্তুত করিতে পারিলে এই সকলের মূল্যহ্ৰাসও অনিবাৰ্য হইবে। যাহাতে নূতন নূতন শিল্প প্রতিষ্ঠার উপায় হয়, তাহার জন্য সরকারকে যেমন পরীক্ষার ব্যবস্থা করিতে হুইবে, দেশের শিক্ষিত লোককে তেমনই সে সব শিল্প প্রতিষ্ঠায় অবস্থিত হইতে হইবে। - - এই সব শিল্প প্রতিষ্ঠায় অবিশ্বক অর্থ প্রদান জন্ত যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত:হইবে, সে সকলে কম টাকা লেনদেন হইবে না; সে সকলেও অনেক লোক কাজ পাইবে । পণ্য বিক্রমের জন্তও অল্পসংখ্যক লোকের প্রয়োজন হুইবে না । - এইরূপে কাজ চলিলে যে দেশের আর্থিক অবস্থার উন্নতি সাধিত হইবে, তাহাতে সন্দেহ নাই । পল্লীগ্রামের পুনর্গঠনের সময় স্বাস্থ্যের দিকে বিশেষ লক্ষ্য রাখিতে হুইবে । কয়েক বৎসর পূৰ্ব্বে মহীশূর দরবার আদর্শ পল্লীগ্রাম সংস্থাপনে সচেষ্ট হইয়াছিলেন। তাহাদিগের পরীক্ষ+ লব্ধ ফলে আমরা উপকৃত হইতে পারিব । গ্রাম যদি অস্বাস্থ্যকর হয়, তবে লোকের পক্ষে তথায় বাস করা স্থঙ্কর হয়—আস্বস্থ ও দুর্বল দেহে স্বস্থ ও সবল মন ও মনীষার স্থান হইতে পারে না । এ দেশে ম্যালেরিয়া, বিস্তুচিকা, বসন্ত প্রভৃতি যে সকল রোগ লোকক্ষয় করে, সে সকলের মধ্যে ম্যালেরিয়াই সৰ্ব্বপ্রধান। প্রতিবৎসর বাংলায় তিন হইতে চার লক্ষ লোক ম্যালেরিয়ায় মৃত্যুমুখে পতিত হয়। কিন্তু যাহারা রোগভোগ করিয়া দুৰ্ব্বলদেহে বাচিয়া থাকে, তাহাদিগের সংখ্যা আরও अर्षिक । ८कन ८कन ८णाटकब्र भङ ७हे ८ष, हेशहे बांधलांज्ञ উদ্যমহীনতার অন্ততম প্রধান কারণ। অথচ ম্যালেরিয়া যে দুর করা যায়, তাহা কেবল অন্তঃন্ত দেশেই নহে বাংলাতেও ।