পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woo

  • gisi 1*-!l %,

SOBO হয়। অভ্যর্থনা-সমিতির সভাপতি এডভোকেট জীযুক্ত চারুচন্দ্র দাস অস্থস্থতানিৰন্ধন তাহার অভিভাষণ বা পড়িতে জীযুক্ত চারুচন্দ্র দ্বাস পারেন নাই। অধ্যাপক প্রযুক্ত পণ্ডিত ললিতমোহন কর কাৰতীর্থ, এমৃএ, বি-এল তাহ পাঠ করেন। দাস-মহাশয়ের অভিভাষণ হইতে, কয়েকটি বাক্য গত মাসের প্রবাসীতে উদ্ধৃত করিয়াছি। তাহাতে গোরখপুরের প্রাচীন ইতিহাস বর্ণিত আছে, এবং গোরখপুর জেলায় ও তাঁহার সন্নিকটে বুদ্ধদেব, কবীর প্রভৃতি মহাপুরুষ ও সাধুসম্ভদের জীবনচরিতের সহিত সম্পর্কিত স্থানসকলের উল্লেখ আছে। গোরখপুরের বাঙালীদের মধ্যে যাহারা বাঙালীদের এবং সৰ্ব্বসাধারণের হিতচেষ্টা করিয়াছেন, এই অভিভাষণে র্তাহাদেরও উল্লেখ আছে । ষে যে প্রদেশে প্রবাসী বাঙালী যাহারা আছেন, তাহদের সস্থিত সেই সেই প্রদেশের অধিবাসীদের ঘনিষ্ঠতা ও সম্ভাববৃদ্ধি প্রবাসীবল্প-সাহিত্য-সম্মেলনের অন্যতম উদেশ্ব। প্রবাসী বাঙালীর কেবল স্থানীয় প্রবাসী বাঙালীদের হিতকর কাজই করেন, বা তাহাই তাছাদের কর্তব্য, তাহা নহে। তাহারা কাজও করেন এবং তাহ করাও কৰ্ত্তব্য। ঐযুক্ত জ্ঞানেজমোহন দাসের “বঙ্গের বাহিরে বাঙালী” পুস্তকে এইরূপ নানা কাজের উল্লেখ আছে। কিন্তু এবিষয়ে তিনি কিংবা আর কেহ একটি আলাদা বহি লিখিলে ভাল হয়। তাহা হইলে দেখিতে পাওয়া যাইবে, যে, বাঙালীরা যেখানেই থাকুন, প্রাদেশিকত পরিহার করিয়া জনহিতকর কাজ তাহার করিয়া থাকেন। এরূপ একটি বৃত্তান্ত-পুস্তক বাহির হইলে এবং তাহার মৰ্ম্ম ইংরেজী ও হিন্দীতেও প্রকাশিত হইলে বাঙালীদের সম্বন্ধে অবাঙালীদের কোন কোন ভ্রান্ত ধারণা দূর হুইবার স্ববিধ হইতে পারে। অধ্যাপক শ্ৰীললিতমোহন কর ও সুজাত দেবী সম্মেলন অতঃপর যেখানে যেখানে হইবে, তথায় নিয়মিতরূপে এই একটি রীতি প্রবর্তিত হওয়া আবশ্বক, যে, কোন একদিন অবাঙালীদের সহিত সমবেত ভাবে সম্মিলিত হুইবার একটি সময় নির্দিষ্ট করিতে হুইবে । তা ছাড়, যে-সব অবাঙালী বাংলা পড়েন ও বুঝেন, সম্মেলনের সকল দিনেই তাহাদিগকে নিমন্ত্ৰণ করিলে ভাল হয়। অভ্যর্থনা সমিতির সভাপতির অভিভাষণ পঠিত হইবার পর সভাপতি লক্ষ্মেীয়ের ব্যারিস্টার কবি অতুলপ্রসাদ সেন তাহার অভিভাষণ পাঠ করেন। অন্ধস্থতা সত্বেও তিনি গোরখপুর আসিয়াছিলেন। সম্মেলনের “প্রবাসী" নামটি সম্বন্ধে তিনি বলেন – , ।