পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓጏኒ” この○8○ ছাড়া অস্ত সব চেষ্টার সহিত, হিতচেষ্টার সহিত, সহানুভূতি পারে। সব দেশের ক্ষমতাশালী রাষ্ট্রনীতিজ্ঞেরা যদি এরূপ সকলেই করিতে পারে। র্যাহারা কোন বিষয়ে বার্ষিক সভার অধিবেশনের আয়োজন করেন, উহাদের দেখা উচিত যেন তাহাদের উদ্দেশু- . সিদ্ধির অনুকূল চেষ্টা সমস্ত বৎসর ধরিয়া হয়। কেবল বৎসরে একবার ঘটা করিয়া একত্র হওয়া সম্পূর্ণ ব্যর্থনা হইলে৭, তাহার দ্বারাই উদ্দেশু সিদ্ধ হইতে পারে না। ইহাও মনে রাখা দরকার যে, ইংরেজী রিজলুসনের একটি মানে সংকল্প, প্রতিজ্ঞ। প্রতিজ্ঞ করিয়া প্রতিজ্ঞা পালন কৰ্ত্তব্য । সম্বৎসর ঘুমান অকৰ্ত্তব্য । - am-, বিজ্ঞান-কংগ্রেস এ বৎসর বোম্বাইয়ে বিজ্ঞান-কংগ্রেসের অধিবেশন হইয়৷ গিয়াছে। বিজ্ঞানাচাৰ্য্য শ্ৰীযুক্ত মেঘনাদ সাহা তাহার সভাপতির পদে বুত হইয়াছিলেন। ভারতবর্ষের যে কয় জন বৈজ্ঞানিকের ভারতবর্ষের বাহিরেও সভ্য দেশসকলে খ্যাতি আছে, অধ্যাপক মেঘনাদ সাহা তাহাদের মধ্যে অন্যতম । বিজ্ঞান-কংগ্রেসে প্রায় ৫০০ জন প্রতিনিধি উপস্থিত হুইয়াছিলেন। ইহাতে মনে হয়, প্রাপ্তবয়স্কদের মধ্যে বিজ্ঞানের চর্চা কিছু হইতেছে । কিন্তু তাহাই যথেষ্ট নয়। প্রাথমিক বিদ্যালয় হইতে আরম্ভ করিয়া বিজ্ঞান-শিক্ষা ও বিজ্ঞানের অনুশীলন হওয়া উচিত। সাহা মহাশয় তাহার অভিভাযণে যে ইণ্ডিয়ান সায়েন্স একাডেমী বা ভারতীয় বিজ্ঞান-পরিষদ স্থাপনের প্রস্তাব করেন, আমরা তাহার পক্ষপাতী। এই পরিষদের প্রধান কার্যাক্ষেত্র ও কাৰ্য্যালয় কলিকাতায় হওয়াই সম্ভব । কারণ, এ-পর্য্যন্ত পদার্থ-বিদ্য, রসায়নী বিদ্যা, উদ্ভিদ-বিজ্ঞান, জীববিদ্যা, নৃতত্ত্ব প্রভৃতি বহু বিজ্ঞানে গবেষণার সমষ্টি অন্য কোথাও কলিকাতা অপেক্ষ বেশী হয় নাই। প্রস্তাবিত এট পরিষদ সম্বন্ধে বিস্তারিত বৃত্তান্ত ফেব্রুয়ারী মাসের ‘মডার্ণ রিভিয়ুতে বাহির হইয়াছে। ভক্টর সাহার অভিভাষণে বিবৃত একটি মত এই যে, আধুনিক বিজ্ঞানসন্মত উপায়ে রাষ্ট্রনৈতিক ও অর্থনৈতিক সমস্তাগুলি সমাধানের চেষ্টা করিলে পৃথিবীতে সৰ স্বাক্ষত্রের সঙ্কলত ঘটিতে ও শাস্তি স্থাপিত হইতে প্রস্তাবে রাজী হন, যদি সব দেশের প্রধান বৈজ্ঞানিকেয়া স্বজাতীয় পক্ষপাত ও স্বার্থপরতা বর্জন করিতে পারেন, এবং এরূপ বৈজ্ঞানিকমণ্ডলীর নির্ধারণ জগতের গবর্ণমেণ্টসমূহ ডক্টর ক্রমেঘনাদ সাহ৷ মানিয়া চলেন ও কার্ঘ্যে পরিণত করেন, তাহা হইলে ডক্টর সাহার প্রস্তাব স্বফলপ্রদ হইতে পারে। আপাততঃ এই সব “যদি" অসম্ভব-“যদি” মনে হইতে পারে, কিন্তু অন্য সব বড় জাগতিক আদর্শের চেয়ে ইহা বেশী অসম্ভব নয়। পৃথিবীর সকল দেশের ফেডারেশান অর্থাৎ সঙ্ঘবদ্ধতা এরূপ একটি আদর্শ। তাহাও এখন অসম্ভব মনে হইলেও আলোচনার অযোগ্য নহে।