পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণ-আফ্রিকায় ভারতবাসী ঐহেমেন্দ্রপ্রসাদ ঘোষ দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দিগের লাঞ্ছনার বিষয় কাহারও অবিদিত নাই। ইংরেজ যখন বুয়রদিগের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইয়াছিলেন, তখন সে-দেশে ভারতীয়দিগের প্রতি বুয়রদিগের অনুষ্ঠিত অনাচার যুদ্ধের অন্ততম কারণ বলিয়া ঘোষণা করা হইয়াছিল। কিন্তু তাহার পর যখন বুঘরদিগকে স্বায়ত্তশাসনাধিকার প্রদান করা হয়, তখন ভারতীয়দিগের অধিকার সম্বন্ধে কোন কথা বলা হয় নাই। আজ যখন সাম্রাজ্যবাদীরা সাম্রাজ্যমধ্যে বাস ভারতীমুদিগের কত স্ববিধাজনক তাহা প্রচার করিতে ব্যস্ত, তখন কিন্তু তাহারা দক্ষিণ-আফ্রিকায় ভারতীয়দিগের লাঞ্ছনার কথা অবজ্ঞা করেন। সে-দেশে ভারতীয়দিগকে শ্বেতাঙ্গদিগের সমান অধিকার প্রদান করা হয় না ; ভারতীয়দিগকে তথায় থাকিতে দেওয়া সে-দেশের সরকারের অভিপ্রেত নহে। এখন আবার যে-সব ভারতীয় তথায় বাসিন্দা তাহাদিগকে স্থানান্তরিত করিবার চেষ্টা চলিতেছে। দক্ষিণ-আফ্রিকাবাসী ভারতীয়ের সংখ্যা প্রায় দুই লক্ষ ; ইহাদিগের শতকরা পচাশী জন সে দেশেই জন্মগ্রহণ করিয়াছেন এবং সেই দেশের পারিপার্থিক অবস্থায় অভ্যস্ত। অবশিষ্ট শতকরা পনের জন ব্যবসা-ব্যাপদেশে বা অন্ত কারণে তথায় অস্থায়ীভাবে বাল করেন। ভারতীয়রা তথায় শ্বেতাঙ্গদিগের জীবনযাত্রার পদ্ধতি অবলম্বন করিবেন, এই অসম্ভব সর্জ ব্যতীত সে-দেশের সরকার তাহাদিগকে সে-দেশে থাকিতে দিতে প্রস্তুত নহেন । উদ্দেশুসিদ্ধির জন্ত সেই সরকার স্থির করিয়াছেন, যে-সব ভারতীয় ভারতবর্ষে ফিরিয়া যাইবেন তাহাদিগকে যাইবার পথখরচ ও সামান্য কিছু অর্থ দেওয়া হইবে। বর্তমানে পৃথিবীব্যাপী चर्षकडे प्रक्4ि-चांबिकबe चशङ्कङ इeबाब ८कन ८कांन ভারতীয় ভারতের অবস্থা না জানিয়া অর্থকষ্ট হইতে অব্যাহতি লাভের আশায় সরকারের সাহায্য গ্রহণ করিয়া ভারতবর্ষে चांनिद्रां८छ्न । देशद्र माषा थीब्र ८ङद्र शजांब्र छांब्रउँौब्र खांब्रछपार्ष किब्रिध्न चांनिद्रांटाइन । छांब्रङबार्ष चांगिब्रां ॐशिंद्रां বিশেষ বিত্রত হইয়াছেন। এদেশে অর্থকষ্টের অভাব নাই এবং এদেশের ব্যবস্থায় অনভ্যস্ততার জন্ত র্তাহাদিগের অন্ধবিধার অন্ত নাই। এ যেন—“পাইকু অম্বল ডরে তেঁতুল আশ্রয়।” এমন কি এ দেশে আসিয়া তথাকথিত নিয়শ্রেণীর কোন লোক সামাজিক অন্ধবিধা হেতু খ্ৰীষ্টধৰ্ম্ম গ্রহণ করিক্তে বাধাও হইয়াছেন। যাহারা ভারতবর্ষে আসিয়াছেন, তাহাদিগের অধিকাংশই দক্ষিণ-আফ্রিকায় জন্মগ্রহণ করিয়া সেই দেশে, বদ্ধিত হইয়াছিলেন। এদেশে আসিয়া তাহারী কিছুতেই আপনাদিগকে এদেশের সামাজিক অবস্থায় অভ্যস্ত করিতে, ' পারিতেছেন না । এত দিন দক্ষিণ আফ্রিক-প্রবাসী ভারতীয়রা সরকারেরr এই চেষ্টা প্রকৃত করিবার জন্য সঙ্ঘবদ্ধ হইয়া কোন চেষ্টা করেন নাই। কিন্তু বিপদের গুরুত্ব উপলব্ধি করিম তাহারা এখন সে. কার্ঘ্যে প্রবৃত্ত হইয়াছেন। র্তাহারা তথায় “কলোনিয়ালবৰ্ণ এও. ইণ্ডিয়ান সেটলাস এসোসিয়েশন” নামক এক সমিতি গঠিত, করিয়াছেন। সে সমিতির উদ্দেশু — (১) দক্ষিণ-আফ্রিকার বাসিন্দা ভারতীয়দিগকে সে-দেশহইতে দূর করিবার সব চেষ্টায়. বিশেষভাবে বাধা প্রদান করা, হইবে। (২) যাহাতে ভারতীয়রা ( শ্বেতাঙ্গদিগের তুল্য) ভোটব্যবহারের অধিকার লাভ করেন, সেজন্ত চেষ্টা করা হইৰে। (৩) ভারতীয়দিগের মধ্যে, অপেক্ষাকৃত দরিত্রসম্প্রদান্ধে শিক্ষাবিস্তার ও তাহাদিগের সামাজিক অবস্থার উন্নতি সাধন করিতে হুইবে । (৪) ভারতীয় শ্রমিকদিগকে সজ্ঞাবদ্ধ করা হইবে। সে দেশে শ্বেতাঙ্গর যে শ্রমিকনীতি অবলম্বন করিয়াছে, তাহা ভারতীয় শ্রমিকদিগের স্বার্থের বিরোধী। (e) ৰাজাতে ভারতীয় বালক-বালিকার কারিগরী ও বৈজ্ঞানিক শিক্ষার স্থবিধা লাভ করে সেজন্ত দাবি করিতে, হুইৰে। - - --