পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

q88 (৬) ভারতীয় শিশুদিগকে প্রাথমিক শিক্ষা প্রদানের ব্যবস্থা করিতে বলিতে হইবে। (৭) উভয় সম্প্রদায়ের অর্থনীতিক স্বযোগ যাহাতে সমান হয় তাহার জন্ত আন্দোলন করিতে হুইবে । (৮) বক্স স্কাউট ও গাল গাইড অনুষ্ঠান প্রবর্তিত করিয়া যাহাতে সে সকল শ্বেতাঙ্গদিগের অনুষ্ঠানের মত অধিকার পায় তাহার ব্যবস্থা করিতে হইবে। যাহাতে দক্ষিণ আফ্রিকার সরকার সে-দেশের বাসিন্দা ভারতীয়দিগকে ছলে-বলে-কৌশলে সে দেশ হইতে দূর করিতে না পারেন সমিতি তাহার দিকে বিশেষ লক্ষ রাখিবেন। ভারতীয়দিগকে দক্ষিণ আফ্রিকা হইতে দূর করিয়া নূতন উপনিবেশে স্থানান্তরিত করা যায় কি-না, তাহ বিবেচনা করিবার জন্য দক্ষিণ-আফ্রিকার ইউনিয়ন সরকার এক কমিশন নিযুক্ত করিয়াছেন। সে কমিশনের কাজও আরম্ভ হইয়াছে। বিশ্বয়ের বিষয় এই যে, ভারতীয়রা নানাস্থানে সভা করিয়া এই কমিশন-গঠনে তীব্র প্রতিবাদ করিলেও সে-দেশের ভারতীয় কংগ্রেসের কমিটি সরকারের আহবানে কমিশনে একজন প্রতিনিধি সদস্তরূপে পাঠাইয়াছেন । ভারতীয়রা কমিশন-বর্জনের পক্ষপাতী ছিলেন। তাহারা মনে করেন, কমিশনে প্রতিনিধি প্রেরণ করিলে তাহার সহিত সহযোগ করা হয় এবং কমিশনের যে-উদ্বেপ্তের সহিত ভারতীয়দিগের কোনরূপ সহানুভূতি থাকিতে পারে না, সেই উদ্বেপ্তের-পরোক্ষভাবে-সমর্থন করা হয়। কিন্তু কংগ্রেসের কমিটির বিশ্বাস, ভারতীয় প্রতিনিধি কমিশনে থাকিলে কমিশনের কার্ঘ্যে বাধা দিতে এবং কমিশনের সিদ্ধান্ত ভারতীয়দিগের কার্য্যের বিরোধী হইলে সে সিদ্ধান্ত যথাসম্ভব পরিবর্তিত করিতে পারিবেন। এদেশে কংগ্রেস কর্তৃক বহুমতে ব্যবস্থাপক সভা বর্জনের প্রস্তাব গৃহীত হইলে স্বরাজ্যদল ব্যবস্থাপক সভায় প্রবেশ জন্য যেরূপ যুক্তির অবতারণা করিয়াছিলেন, ইহারাও সেইরূপ যুক্তির আশ্রয় গ্রহণ করিয়াছিলেন । কংগ্রেসের এই সিদ্ধান্তের প্রতিবাদে পূৰ্ব্বোক্ত সমিতি ఏ98ం, গঠিত হইয়াছে। সমিতির বিশ্বাস, ভারতীয়দিগকে স্বাবলম্বী হইয়া আপনাদিগের চেষ্টায় আপনাদিগের উন্নতিসাধন ও অধিকার রক্ষা করিতে হইবে। দক্ষিণ-আফ্রিকার বাসিন্দা যে শতকরা ৮৫ জন ভারতীয় সেই দেশে জন্মগ্রহণ করিয়াছেন, তাহারা যাহাতে সে দেশের অন্তান্ত লোকের তুল্য অধিকার লাভ করেন, সেজন্ত আন্দোলন করিতে হইবে। এই সমিতির একজন প্রতিনিধি এদেশে আসিয়া ভারতীগত দক্ষিণ-আফ্রিকার ভারতীমুদিগের অবস্থা দেখিয়া সে-সম্বন্ধে বিবৃতি প্রদান ও এদেশের লোককে সে-দেশে ভারতীয়দিগের বিপদের গুরুত্ব জ্ঞাপন করিবার জন্য ভারতে প্রেরিত হইয়াছেন। র্তাহার বিবৃতিতে নির্ভর করিম সমিতি তথায় ভারতীয়দিগকে সরকারের দ্বারা প্রলুব্ধ হইয়া সে-দেশ ত্যাগের বিপদ বুঝাইয় দিবেন। সমিতির বিশ্বাস, দক্ষিণ-আফ্রিকায় বর্তমানে যে প্রায় দুই লক্ষ ভারতীয় আছেন, তাহাদিগের তথায় স্থানাভাব হইতে পারে না। ভারতীয়রা সে দেশের উন্নতিসাধনে ধে চেষ্ট করিয়াছেন, তাহ কিছুতেই উপেক্ষ বা অবজ্ঞা করা যায় না। এখন যদি তাহাদিগকে সেদেশ হইতে দূর করিম দেওয়া হয়,তবে যে অসামান্ত অবিচার করা হইবে, তাহাতে সন্দেহ নাই। ভারতবর্ষের লোক যে প্রবাসী ভারতীয়দিগের প্রতি এইরূপ অবিচারের তীব্র প্রতিবাদ ও প্রতীকারচেষ্টা করিবেন, তাহা বলাই বাহুল্য। ভারতবাসীর পক্ষে এইরূপ অনাচারের প্রতিশোধ লইবার অধিকার থাকা আমরা মঙ্গল ও প্রয়োজন বলিয়া বিবেচনা করি । , সম্প্রতি সংবাদ পাওয়া গিয়াছে পূৰ্ব্বোক্ত কমিট মতপ্রকাশ করিয়াছেন, ( ১ ) বর্ণিও ভারতের নিয়ন্ত্রণাধীন ভারতীমুদিগের উপনিবেশ করা হউক, ( ২ ) সেইরূপ অভিপ্রায়ে নিউগায়েনা গ্রহণ করা হউক, এবং (৩) ব্রিটিশ গায়েনাও ভারতীয় উপনিবেশ রূপে ব্যবহৃত হইতে পারে । যাহাতে দক্ষিণ-আফ্রিকার সরকার সেই দেশ হইতে ভারতীয়দিগকে আইনের বলে দূর করিতে না পারেন, সে জন্ত ভারতবাসীকে সঙ্ঘবদ্ধভাবে চেষ্টা করিতে হইবে।