পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थॉर्कब्र ८ब्रनिदृष्sग्न ऋण झd* यांजिनं कां९ क८ब्र *८ब्रांशैौब्रां যদি একটু উঠে হেলানো অবস্থায় বসে, তবে সামনের দিকে একেবারে দশ-পনের মাইল অবধি দেখতে পায় ; লাল মাটি, ঢেউতোলা মাঠ এবং অতিদূরে অস্পষ্ট বনের রেখা। নীচের তলায় বড় হল-ঘরটি ছাড়া অবশু আরও তিনটে ঘর। একটি স্বপারিন্টেগুেন্টের আপিস, আর একটি কেরাণী (একাধারে কেরাণী এবং ষ্টুয়ার্ড) এবং ছোট ডাক্তারের জন্তে, আর একটিতে ডিসপেন্সারী। সমস্ত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ঝক্ককে তকৃতকে । হাসপাতালের সামনে মন্ত ফুলের বাগান। যে-সব রোগী স্বস্থ হবার পথে, তারা বাগানের ভেতরে বেড়াতে পারে, কিন্তু তাদের ফুল ছেড়বার নিয়ম নাই। তবে আমরা জানি দু-একটি সৌধীন পেশেন্ট (তার ভেতরে শ্ৰীবাস্তবের নাম বিশেষ করে করা যেতে পারে ) চুরি করে দু-একটি গোলাপ মাঝে মাঝে যে না ছিড়ে থাকে তা নয়। অবশু কেউ টের পায় না। শুধু হাসপাতালের চাকরগুলো মাঝে মাঝে দেখে ফেলে, তারা কিছু বলে না। শ্ৰীবাস্তব প্রত্যেক মসে গুটিচারেক টাকা শুধু ওদের "টপ দিতেই খরচ করে। সব চাকরই ওর ওপর খুশী। আর টের পেলেই বা কি, ডাক্তার একেবারে নেহাৎ ফাসির হুকুম অবশুই দেবেন না । যাক্ । ছোট ডাক্তার বাৰু এসে পড়েছেন । জিজ্ঞেস করলেন–জাপনিই বোধ হয় আজ কলকাতা থেকে এসেছেন ? দেবিদাস নমস্কার ক'রে বলল-আজো হ্যা । -ञांश्न । uहे ब्रांमक्क” ! ছোট ডাক্তার বাৰু দেবিদাসকে সঙ্গে করে ওপরে উঠতে লাগলেন। রামরূপ এসে দেবিদাসের মুটকেস বেডিং ইত্যাদি কোনটা ঘাড়ে, কোনটা হাতে নিয়ে পিছন পিছন উঠতে লাগল। - রামরূপই দেবিদাসের বিছানাটা ঠিকঠাক ক’রে পেতে দিল। দেবিদাস একটু সাহায্য করতে যাচ্ছিল, ছোট ডাক্তার বাৰু বললেন,—খাৰু থাক, আপনি নড়াচড়া করবেন না। ওই জেৰে সৰ ঠিকঠাক করে। আপনি ওয়ে পড়ুন। আজকে সম্পূর্ণ বিশ্রাম নিন, কালৰে এৰ সময়ে আপনার बडू

  • st.

জম্মুখের হিটি লিখে নেব। এখানকার সমস্ত নিয়মগুীি ধা পেশেন্টদের মেনে চলতে হয়, আপনাকে গিয়ে জামি পাঠিয়ে দিচ্ছি। বিকেলের ওদিকে পড়ে নেবেন। নমস্কার ... ছোট ডাক্তার বাবু নীচে এসে হাকলেন,–শিবপূজন । হেই শিবপূজন । —छँौ 够 —নয়া বাবুকে দুধ, ডিম জাউর টোই দে দেও আভি। --दश्९ जांष्ह इयूज़ । হাসপাতালের পিছন দিকে আর একটি বারান্দা । এক কোণে একটি টেবিলের ওপর সারি সারি পোল সাজানে। শিবপূজন সমস্ত পোলায় দুধ ঢালছে। পাশে একটি টিনের পাত্র বোঝাই-করা মাখন-মাখানে টোষ্ট, একটি ঝুড়িতে ডিম—রোগীদের সকালের খাবার। শিবপূজন দুধ ঢালছিল, কিন্তু যতটুকু দুধ রোগীদের পাওয়া উচিত তার চাইতে আধ ইঞ্চি কম করে ঢালছিল। সবার গ্লাসে ছুখ দেওয়া একেবারে শেষ হয়ে গেলে প্রায় দেড় গ্লাল দুধ বেঁচে গেল ; এবং শিবপূজন ঢকু ঢক্‌ ক’রে সেটুকু নিজের গালে ঢেলে দিল । গুনতে পাই শিবপূজন এসেছিল যখন, তখন ছিল বিরাণী পাউণ্ড। চেহারা দেখে বড় ডাক্তার শিবশঙ্কু বাৰু প্রথমটা ওকে কিছুতেই নাকি কাজ দিতে চাননি। তবে রামরূপের নাকি চেনালোক, রাখে ভাল এবং স্বভাবটাও খাটি । রামরূপ বিশেষ ক'রে সার্টিফিকেট দিল এবং শিবপূজন ডাক্তার বাবুর পা জড়িয়ে ধরে পড়ে রইল। শিবশঙ্কু বাবুর নামটা কটমটে মনে হতে পারে, কিন্তু নামে কিছু এসে যায় না। বস্তুতই একেবারে সদাশিব লোক । —আচ্ছা কর কাজ... ৷ পাউওটা বিরাশী বটে, কিন্তু হাড় শক্ত আছে, খাটতে পারে। চাকুরি টিকে গেল। সেই শিবপূজন বর্তমানে একশো বিরাণী। এই ক' বছরে একশো পাউণ্ড-ত এমন আর বেশী কি ? একটা কঞ্চির মাথায় একটা আলু লাগিয়ে দিলে যেমন দেখতে হয় ছিল শুধু সেই রকম আর আজকাল সেই জালুট হয়েছে তরমুজ, জার কঞ্চিখানা হয়েছে, षांक । dनव श्धिगन्न क्षी। फूमि श्रांषि क्ष नहे,