পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

%vv• বেড়াতে বেড়াতে বিকেলের দিকে হাসপাতালে এসে সামনেই রামরূপকে দেখতে পেল। জিজ্ঞেস করলে,-রামরূপ, একজন নতুন বাঙালী বাবু এসেছেন, কোথায় তিনি ? —উপরমে দিদি —কোন ঘরটাতে আছেন ? –পাচ লম্বর মে । মৰু জান্তে আস্তে উপরে উঠে এসে পাচ নম্বর ঘরে ঢোকে । দেৰিদাস একটু বিঘ্নিত হয়ে মঞ্জুর মুখের দিকে তাকাল। মৰু নমস্কার করে বললে,—বাবার কাছে আপনার কথা গুনে একটু বেড়াতে এলুম। এখানে এসে কেমন বোধ করছেন ? দেবিদাস উঠে ব’লল । বলল,-দয়া করে চেয়ারটা টেনে নিয়ে বক্ষন । কিন্তু দেবিদাস জত সৌজন্ত দেখানোর আগেই মঞ্জু চেয়ারখানিতে বলে পড়েছে । —আপনার বাবাই বুঝি শিবশঙ্কু বাৰু ? , সাজ ভনীতে ঘাড়টা একটুখানি কাং করে ঠোঁট ছটিতে একটু হাসি মাখিয়ে মৰু উত্তর দিলে—ই। —এখানে এক আপনারাই বুঝি শুধু বাঙালী ? —ই, আমরাই শুধু ...আপনি কি করে এই হাসপাতালের সন্ধান পেলেন ? —এখানে আমার জাস্বার আগে একজন বাঙালী পেশেন্ট ছিলেন না 7 বারীন বাৰু নাম করে ? মঞ্জু স্মরণ করতে চেষ্টা করল। দেবিদাস বলল—রোগ, ফসর্ণ মত একটি ভদ্রলোক, সেক্রেটারিয়েটে কাজ করতেন। জানতেন না ? এখানে ত প্রায় মাস-ছয়েক ছিলেন । —ও সে ত অনেক দিন আগেকার কথা। বছর দুই নিশ্চয়ই হবে, না ? →মনে পড়েছে ? -श, शा । e:, डांब्रनरग्न चाब्र७ झ-डिम छन बांडाणेौ রোগী এলে গেছেন। যাই হোক, তিনি বুদ্ধি আপনার পরিচিত ? তার কাছেই শুনেছিলেন যুৰি এখানকার কথা ? দেবিয়াল একটু ছেলে—ষ্ঠা, তার কাছে খবর পেয়েই এসেছি। সে খুৰ প্ৰশংসা করেছে এই হাসপাতালের। Rপ্রবামনী ; ఏన980 দেবিদাস মধুর মুখের দিকে তাকিয়ে আবার একটু পরে বলল,—সত্যি, আপনি যে কষ্ট করে এসেছেন জামায় দেখতে, এজন্তে ভারি খুণী হলুম। যদি খুৰ ৰেলী জল্পবিধা না হয় তৰে মাঝে মাঝে আসবেন তো? মজুর গাল ছটিতে খানিক রক্তের কলক চকিতে ফুটে উঠে আবার মিলিয়ে গেল। মাচলের একটা কোণ বঁ-হাতের আঙুলে মোড়াতে মোড়াতে হেসে উত্তর দিল—আসবে। মধু মাঝে মাঝে প্রায়ই দেবিদাসের কাছে বেড়াতে যায় । হয়ত বা দেবদাসেরই অনুরোধে ! যেদিনই যায়, উঠে আসবার সময়ে দেবিদাস আবার আসবার জন্তে বলে দেয় । কিন্তু এক একদিন হয়ত দেবিদাস সেকথা আর বার-বার স্মরণ করিয়ে দেবার প্রয়োজন বোধ করে না । তবুও মঞ্জু আবার যায়। ঘনিষ্ঠতাও ক্রমে ক্রমে আপনা হতেই নিবিড় হয়ে আসে। এর জন্তে মঞ্জুকে দোষ দেবার কিছু নেই। আজকাল মঞ্জু এসে ধপ করে দেবিদাসের খাটের উপরেই বলে পড়ে পাশের লকারের উপর থেকে চিরুণীটা তুলে নিম্নে বলে,- আহা, চুলের কি ছিরিই করে রেখেছেন দেৰী-দ, দাড়ান আমি ঠিক ক'রে দিচ্ছি— দেবিদাস হয়ত একটু বাধা দিতে চেষ্টা করে ; আচ্ছ, আমার কাছে দাও, আমিই আঁচড়াচ্ছি। তোমার আর কষ্ট করতে হবে ন!— দেবিদাসের হাতখানা জোর করে নিজের কোলের ওপর চেপে ধ’রে দেবদাসের মাথার ভেতরে চিরুণী বসাতে বসাতে শাসনের ভঙ্গীতে মঞ্জু বলে—চোপ... শিবশঙ্কু বাবুর বাসার দরজার সাম্নে থাকি শার্ট, প্যান্ট, পর,-মাথায় পাগড়ী-মাটা পিওন । রাণু বললে-কা’র চিঠি পিয়ন ? পিওন একখানা খামের চিঠি বের করে নামটা পড়ল— মঞ্চলিক দেবী। —stos [... ছুটতে ছুটতে ছোট্ট খেতে খেতে স্থাণু চিঠি এনে মঞ্জুর शtऊ निण । श्रीफ़ इटब्र cषाएहे:etजग्न भा जिरखन कब्रtणम,কে লিখেচে রে মণ্ডু ? - - *